Mesh Rashifal November 2024 Bangla I তারানাথ তান্ত্রিক
মেষ রাশিফল November 2024 কেমন যাবে জেনে নিন আর সাথে বিনামূল্যে প্রতিকার
Mesh Rashifal November 2024 – মেষ রাশির রাশিফল November 2024 আপনার কেমন যাবে জানতে এই প্রবন্ধটি পড়ুন এবং জেনে নিন মেষ রাশির নভেম্বর মাসের রাশিফল, Bengali Rashifal, মেষ রাশিফল November 2024 অনুযায়ী জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী Monthly Horoscope November 2024 মেষ রাশির চাকরি, ব্যবসা, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, আর্থিক পরিস্থিতি, লেখাপড়া, স্বাস্থ্য ইত্যাদির আগাম আভাস এবং সাথে আছে বিনামূল্যে মেষ রাশির প্রতিকার।
মাত্র 108 টাকায় আপনার জন্মছক বিচার ও জ্যোতিষ পরামর্শ প্রদান। সাথে পাবেন, আপনার জন্মকোষ্ঠী বিনামূল্যে। তারানাথ তান্ত্রিক কে ফোন করুন 70444 33 888 এই নম্বরে। বা whatsapp করুন 70444 33 888
Mesh Rashifal November 2024 Bangla
রাশিফল একটি সার্বিক গণনা। সর্বিক রাশিফলের সাথে নিজের ব্যক্তিগত জন্মছকের বিচার ও বিশ্লেষণ অধিক গুরুত্বপূর্ণ।
আসুনে জেনে নিন, নভেম্বর মাস 2024 অনুযায়ী আপনার রাশিফল। নভেম্বর মাস আপনার কেমন যাবে।
নভেম্বর মাসের রাশিফল ও প্রতিকার
Mesh Rashifal November 2024 এই প্রবন্ধে রয়েছে মেষ রাশির রাশিফল নভেম্বর মাস 2024, এই মাস মেষ রাশির পুরুষ এবং মহিলাদের জন্য কেমন যাবে। জ্যোতিষ শাস্ত্র মতে কোন কোন গ্রহ আপনাকে শুভ ফল প্রদান করবে, আপনি আপনার কর্মক্ষেত্রে কতটা সফল হবে, আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, বিবাহিত জীবন ও প্রেম সম্পর্ক কেমন কাটবে।
এছাড়া, মেষ রাশির ছাত্র/ ছাত্রীদের পড়াশোনা, আপনার স্বাস্থ্য ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা কেবলমাত্র সৌভাগ্যের বন্ধু জ্যোতিষ পত্রিকা। আর থাকছে আপনার জন্য বিনামূল্যে নভেম্বর মাস অনুযায়ী বিশেষ প্রতিকার। জেনে নিন মেষ রাশির ভাগ্য।
নিচের এই লিঙ্কটি কিল্ক করে আপনি জেনে নিতে পারেন
আর্থিক উন্নতি তে বাধা কাটানোর সহজ উপায় ঘরোয়া টোটকা
Mesh Rashi Rashiphal November 2024 Bengali Rashifal
আসুন মেষ রাশিফল নভেম্বর 2024 নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক।
নভেম্বর মাস 2024 অনুযায়ী মেষ রাশির মানুষদের চাকরি পরিস্থিতি কেমন হতে পারে।
মেষ রাশিফল চাকরি নভেম্বর মাস 2024 Bengali Rashifal
মেষ রাশির ক্ষেত্রে চাকরি কেমন হবে, চাকরিতে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর প্রধানত নির্ভর করে মকর রাশি এবং মকর রাশির অধিপতি শনিদেবের ওপর। দেখবেন যাদের জন্ম ছকে শনিদেব শুভ অবস্থায় আছে উচ্চ অবস্থায় আছে তাদের জন্য চাকরির পরিস্থিতি ভালো থাকে। এবং যে সকল মেষ রাশির মানুষদের জন্মছকে শনিদেব অশুভ পীড়িত বা নীচস্থ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে চাকরি বা কর্ম ক্ষেত্র ভালো হয় না। একবার জন্ম ছক দেখে মিলিয়ে নেবেন। meshrashifalnovember2024
নভেম্বর মাসের রাশিফল কি বলছে, ভাগ্যপতি বৃহস্পতি ও কর্মপতি শনিদেব আপনার সহায় আছেন। চাকরিতে লাভ ও উন্নতি হবে। পরিশ্রম করবেন এবং পরিশ্রমের ফলও পাবেন। বর্তমানে শনিদেব যিনি আপনার কর্মক্ষেত্রের অধিপতি গ্রহ। তিনি লাভের স্থানে অবস্থান করে বক্রী হয়ে আছে। ভাগ্যপতি বৃহস্পতিও বক্রী আছেন। এই সময় আপনার কাজ কর্ম চাকরি ভালো চলবে। কর্মক্ষেত্র থেকে রোজগার বাড়বে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক মজবুত হবে। পরিশ্রম করবেন এবং পরিশ্রমের ফলও পাবেন। এই সময় প্রোমোশন হবে। যারা একটু কর্মহীন ছিলেন তাদের জন্য ভালো সুযোগ আসবে। যারা একটু ভালো চাকরি খুঁজছেন তারাও নিরাশ হবেন না। শুধু একবার আপনার জন্ম ছকে শনিদেবের অবস্থান দেখে নেবেন।
এই লিঙ্কটি ওপেন করে জেনে নিন, জ্যোতিষ বিচার অনুযায়ী কোন পেশায় আপনার সাফল্য
আরো পড়ুন নিজের লিঙ্ক গুলো থেকে টোটকা ও টিপস্ জেনে নিন।
আর্থিক উন্নতি তে বাধা কাটানোর সহজ উপায় ঘরোয়া টোটকা
সমস্যার সমাধান হবেই হবে অব্যর্থ এই তিনটে টোটকায়
আসছি মেষ রাশির যে সকল মানুষেরা ব্যবসা করছেন তাদের কেমন যেতে পারে নভেম্বর মাস 2024 জেনে নিন।
মেষ রাশিফল ব্যবসা নভেম্বর 2024 Bengali Rashifal
মেষ রাশি ব্যবসায় কতটা সফলতা লাভ হবে, ব্যবসা কেমন চলবে ইত্যাদি না না প্রশ্নের উত্তর নির্ভর করছে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি শুক্রের হাতে। দেখবেন মেষ রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের যদি জন্ম ছকে শুক্র শুভ অবস্থায় থাকে এবং তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকো। তাদের ব্যবসা খুব ভালো চলে। কিন্তু জন্ম ছকে যদি শুক্র অশুভ বা পীড়িত বা নীচস্থ অবস্থায় থাকে। এবং তুলা রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে। তাহলে সেই সব মেষ রাশির মানুষদের ব্যবসা ভালো চলে না।meshrashifalnovember2024
মেষ রাশির নভেম্বর মাসের রাশিফল
নভেম্বর মাসের রাশিফল কি বলছে, নভেম্বর মাসের 7 তারিখ থেকে ব্যবসায় গতি আসবে। ব্যবসা ভালো চলবে। এমনকি প্রতিযোগিতায় আপনি অনেকটাই এগিয়ে যাবেন। আর্থিক লাভ হবে। আপনি আগে যে বিনিয়োগ গুলো করেছিলেন, তার থেকে এবার আপনি মুনাফা লাভ করতে সফল হবেন। অনেক দিন ধরে আপনার মাথায় যে সকল পরিকল্পনা গুলো ঘুরছিলো,এখন সময় এসছে, সেই পরিকল্পনা গুলোকে আপনার ব্যবসা নিযুক্ত করা। যারা বৈদেশিক সংস্থায় ব্যবসা করছেন, তাদের জন্য ভালো সময়। যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের জন্য ভালো সময়। ব্যবসা বাড়বে এবং আর্থিক পরিস্থতি আগের থেকে আপনার অনেক বেশী উন্নত হবে।
ব্যবসায় সফলতা লাভের টিপস্ গুলো জেনে নিন এই লিঙ্কটি ওপেন করে
নভেম্বর মাস মেষ রাশির জন্য কেমন অর্থিক পরিস্থিতি নিয়ে আসতে পারে জেনে নিন।
মেষ রাশিফল আর্থিক পরিস্থিতি নভেম্বর 2024 Bengali Rashifal
নভেম্বর মাস অনুযায়ী মেষ রাশির জন্য অর্থিক পরিস্থিতি খুব একটা খারাপ যাবে না। আপনি আপনার দৈনন্দিন চাহিদা গুলো পূরণ করতে পারবেন। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে।ব্যবসায়ীরা এই মাসে ভালোই আর্থিক লাভ করতে পারবেন। তবে নিজেদের খরচ কে একটু নিয়ন্ত্রন করার চেষ্টা করুন।
আর্থিক উন্নতির বাধা কাটানোর সহজ উপায় ঘরোয়া টোটকা গুলো জানতে এই লিঙ্কটি ওপেন করুন
আসছি, মেষ রাশির বিবাহিত জীবন ও প্রেম ভালোবাসার নভেম্বরমাসের আগাম পূর্বাভাস নিয়ে। কেমন থাকবে আপনার বিবাহিত জীবন ও প্রেম সম্পর্ক জেনে নিন।
Astrology Remedy for Money Read More
মেষ রাশিফল বিবাহিত জীবন ও প্রেম ভালোবাসার সম্পর্ক নভেম্বর 2024 Bengali Rashifal
আলোচনা করছি, আপনার বিবাহিত জীবন পরিবার পারিবারিক সম্পর্ক নিয়ে। মেষ রাশি বিবাহিত জীবন কেমন হবে? বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি না না প্রশ্নের উত্তর নির্ভর করে তুলা রাশি এবং শুক্র গ্রহের হাতে। সুতরাং দেখবেন যাদের জন্ম ছকে শুক্র শুভ অবস্থায় আছে এবং তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই। সার্বিক ভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায়। এবং যাদের জন্ম ছকে শুক্র পীড়িত বা অশুভ বা নীচস্থ অবস্থায় আছে তাদের বৈবাহিক জীবন ভালো যায় না। মিলিয়ে নেবেন অবশ্যই।
মেষ রাশির নভেম্বর মাসের রাশিফল
নভেম্বর মাসের রাশিফল কি বলছে, নভেম্বর মাসের 7 তারিখ থেকে বৈবাহিক জীবন আপনার ভালো কাটবে। আগে যে সকল সমস্যা আপনাদের বৈবাহিক জীবনকে প্রভাবিত করছিল। তার থেকে এবার আপনি ক্রমশ মুক্তি পাবেন। এতদিন ধরে বিভিন্ন ভাবে নিজেদের মধ্যে যে মতবিরোধ চলছিল, তার থেকে আপনি রেখাই পাবেন। জীবন সাথীর শরীর ও স্বাস্থ্য নিয়ে সমস্যা গুলো চলছিল। তার অবসান হবে। এই সময় নিজেদের মধ্যে হারিয়ে যাওয়া প্রেম আপনি ফিরে পাবেন। কোথাও কাছে দূরে বেরিয়ে আসার পরিকল্পনা আপনি করতে পারেন। যারা গর্ভবতী মায়েরা আছেন বা যারা family Planning করছেন, তাদের কে একটা তারিখ বলছি লিখে নিন, 16ই নভেম্বর। এই সময় থেকে একমাস গর্ভবতী মায়েরা সর্তক থাকুন। 16ই নভেম্বর থেকে একমাস family Planning থেকে বিরত থাকুন।
মেষ রাশিফল নভেম্বর মাস 2024 মেষ রাশির প্রেম ভালোবাসা
আলোচনা করবো মেষ রাশির প্রেম ভালোবাসা কেমন যাবে?
মনে রাখবেন,মেষ রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে সিংহ রাশি এবং সিংহ রাশির অধিপতি গ্রহ রবি ওপর। সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে রবির অবস্থান শুভ হওয়া উচিত এবং দেখতে হবে সিংহ রাশিতে যেন কোনে অশুভ গ্রহের প্রভাব না থাকে। দেখবেন যাদের জন্ম ছকে রবি পীড়িত বা অশুভ বা নীচস্থ এবং যদি সিংহ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে। তাহলে তাদের প্রেম সম্পর্ক ভালো হয় না।এমনকি যারা আশ্বিন, কার্তিক বা অগ্রহায়ন মাসে জন্ম গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও প্রেম সম্পর্ক ভালো হয় না।মিলিয়ে নেবেন।
মেষ রাশির নভেম্বর মাসের রাশিফল
নভেম্বর মাসের রাশিফল কি বলছে, নভেম্বর মাসের রাশিফল বলছে, এই মাসে রবির অবস্থান আপনার প্রেম সম্পর্কের জন্য ভালো নয়। নভেম্বর মাসের 16 তারিখের আগে রবি তুলা রাশিতে নীচস্থ অবস্থায় থাকবে। আর 16 তারিখের পরে রবি চলছে আসবে আপনার অষ্টম ভাবে। এই সময় প্রেম সম্পর্ক নিয়ে বিভিন্ন সমস্যা তৈরী হবে। নিজেদের মধ্যে অহেতুক উত্তেজনা, মানসিক দূরত্ব, তর্কবিতর্ক সম্পর্কে নষ্ট করে দেবে। ছোটো ছোটো বিষয় গুলো ক্রমশ বড়বড় আকার ধারমন করবে। কথা বলা বন্ধ, আপনাকে হয়তো whatsapp বা সোশ্যাল মিডিয়াতে বল্ক করেও দিতে পারে। সব কিছুর মধ্যে একটা কথা বলবো, এই সময় আপনি আপনার প্রিয়জনের শরীর স্বাস্থ্য নিয়েও সর্তক থাকুন। একটা তারিখ বলছি লিখে নিন, 16ই নভেম্বরের পর থেকে সম্পর্কের মধ্যে আরো জটিলতা বাড়বে।
মোহিনী গণেশ মন্ত্র দ্বারা কার্য সিদ্ধি করুন জেনে নিন বিস্তারিত
বিবাহে বাধা দূর করার জ্যোতিষ উপায়
মেষ রাশিফল নভেম্বর মাস 2024 মেষ রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে ?
নভেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে?
আপনার যদি মেষ রাশি বা মেষ লগ্ন হয় মঙ্গল হল আপনার রাশি বা লগ্নের অধিপতি। নভেম্বর মাসে মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে। জ্যোতিষ শাস্ত্র বলছে, মঙ্গল কর্কট রাশিতে নীচস্থ অবস্থায় থাকে এবং নীচ গ্রহ কখনোই শুভ ফল দেয় না। আবার এদিকে 16ই নভেম্বরের পরে রবির অবস্থান আপনার জন্য খুব একটা ভালো নয়।
সুতরাং এই সময় প্রধান পেটের সমস্যা আপনাকে অনেক বেশী কষ্ট দেবে। অনেকের ক্ষেত্রে পায়ে ব্যাথা। ঘুমের অভাব থাকবে। আপনার মায়ের শরীর, সন্তানের শরীর নিয়েও কিছুটা সমস্যা থাকবে। নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। অপ্রয়োজনীয় উদ্বেগ থেকে নিজেকে দূরে রাখুন।
কোন গ্রহের প্রভাবে কোন রোগ হয় জেনে নিন
মেষ রাশিফল নভেম্বর মাস 2024 মেষ রাশির লটারি ভাগ্য কেমন ?
আলোচনা করবো, এই রাশিফলের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন।
আপনার লটারি ভাগ্য নভেম্বর মাসে আপনাকে কতটা সহযোগিতা করবে? যারা অবেগের বশে লটারি কাটে তাদের কিছু হবেনা। অনেকে আছেন লটারি কেটে কেটে সব টাকা পয়সা শেষ করে ফেলেছেন। কিন্তু কোনো লাভ হয় নি। কেন একবার ভেবে দেখেছেন? যদি ভাগ্য আপনার সহায় থাকে তাহলেই লটারি প্রাপ্তির একটা যোগ তৈরী হয়। আর এই সময় ভাগ্য ও কর্ম আপনার সাথে আছে। শুধু আপনার রাশির অধিপতি নীচস্থ অবস্থায় আছে। যেটা ভালো নয়। একবার ভালো করে নিজের জন্মছকে দেখুন যদি শনিদেব,মঙ্গল ও বৃহস্পতি শুভ স্থানে আছে। তাহলে লটারি কাটতে পারেন। কবে কাটবেন, বৃহস্পতিবার ও শনিবার। বৃহস্পতিবার কাটলে দিনের বেলায় আর শনিবার কাটলে সন্ধ্যায়। আর একটা কথা আপনার জন্মতারিখের সংখ্যার যোগফলটা খুব গুরুত্বপূর্ণ। একবার আমাকে ফোন করে জেনে নেবেন। বলে দেব। ফোন করুন 70444 33888
প্রতি মাসের মতো এই মাসের মেষ রাশির জন্য রয়েছে বিশেষ প্রতিকার।
মেষ রাশি প্রতিকার নভেম্বর 2024
নভেম্বর মাস 2024 মেষ রাশির জন্য শুভ সংখ্যা হল 27,32,52
নভেম্বরমাসে মেষ রাশির শুভ দিন: মঙ্গলবার ও বূহস্পতিবার।
নভেম্বরমাসে মেষ রাশির শুভ রঙ: লাল ও হলুদ।
নুন টোটকার সমস্যার সমাধান করবেন কি ভাবে জানুন এই লিঙ্কটি ওপেন করে
মেষ রাশির উপায়
জানুন গ্রহদোষ নিবারণের অব্যর্থ উপায়
মেষ রাশিফল নভেম্বর মাস 2024 মেষ রাশির উপায় টোটকা ও প্রতিকার
কি উপায় বা টোটকা করবেন? যাতে নভেম্বর মাস আপনার একটু ভালো কাটে।
সবার আগে প্রতিদিন স্নান করে সূর্যদেব কে অর্ঘপ্রদান করুন। হনুমান চল্লীশা পাট করুন। মঙ্গলবার লাল জবাফুল শিবলিঙ্গে অর্পন করুন। প্রতিদিন সময় করে মঙ্গল গ্রহের বীজ মন্ত্র কমপক্ষে 108 বার জপ করুন। রুমালে আকারে একটা লাল কাপড় নিয়ে তাতে 27টা লাল বাতাসা, সামান্য তুলসি পাতা একটা ছোটো নারকেল একত্রে বেধে হনুমানজীর মন্দিরে নিজের মনোকামনা জানিয়ে নিবেদন করুন।
এই লিঙ্কটি ওপেন করে জেনে নিন নব গ্রহের শান্তি মন্ত্র ও উপায়
আরো টোটকা ও টিপস্ জানতে নিচের লিঙ্কটি ওপেন করুন।
অশ্বত্থ গাছের দ্বারা ইচ্ছাপূরণ টোটকা
Mesh Rashifal November 2024 Bangla
Monthly Horoscope November 2024 অনুযায়ী নিজের ব্যাক্তিগত রাশিফল জানতে পারেন আমাকে 70444 33 888 এই নম্বরে ফোন করে বুকিং করুন। মাত্র 108 টাকায় আপনার জন্মছক বিচার ও জ্যোতিষ পরামর্শ প্রদান। সাথে পাবেন, আপনার জন্মকোষ্ঠী বিনামূল্যে। তারানাথ তান্ত্রিক কে ফোন করুন 70444 33 888 এই নম্বরে। বা whatsapp করুন 70444 33 888
সৌভাগ্যের বন্ধু জ্যোতিষ পত্রিকা নিজে পড়ুন এবং অন্যকেও শেয়ার করুন।
সৌভাগ্যের বন্ধু জ্যোতিষ পত্রিকা বাংলা ভাষায় প্রকাশিত সর্ব প্রথম জ্যোতিষ পত্রিকা নিয়মিত পড়ুন।