Financial Tips on Astrology অর্থলাভের চমৎকারী টোটকা দ্বারা আপনার অর্থ সমস্যা দূর করতে পারেন।
Financial Tips on Astrology বর্তমানে সাধারণ মানুষের দিন থেকে রাতপর্যন্ত চলছে বেঁচে থাকার লড়াই। এই লড়াইতে একমাত্র অর্থই আপনাকে বাচিয়ে রাখতে পারে। তাই জেনে শাস্ত্র সম্মত বিশেষ কিছু অর্থলাভের চমৎকারী টোটকা।
আরো পড়ুন Astrological Remedy কার্যসিদ্ধিতে 21 টি দুর্বার রহস্য

আরো পড়ুন ঋণ থেকে মুক্তির টোটকা
কোন একটি পূর্ণিমা তিথিতে বাড়িতে তুলসী গাছ রোপন করুন। প্রতিদিন সেই গাছে জল দিন আর আপনার পরিবারের আর্থিক উন্নতির প্রার্থনা জানান। সুফল পাবেন। আর যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তারা একটি টবে অবশ্যঈ তুলসী গাছ রোপণ করুন। মনে রাখবেন তুলসী গাছ বাড়ির বাস্তুদোষ নাশ করে।

প্রতিদিন সামুদ্রিক লবণ অল্প করে জলে মিশিয়ে ( তবে বূহস্পতিবার বাদ দিয়ে ) আপনার বাড়ি বা অফিসের মেঝে পরিষ্কার করুন বা করান। এতে নেগেটিভ শক্তি নষ্ট হবে এবং আর্থপ্রাপ্তির পথ প্রশস্ত হবে।
বাড়িতে প্রতিদিন গুগগুল, ধুনো সহযোগে নারকেলের ছোবরা দিয়ে ধোয়া দিন, বাড়ির নেগেটিভ শক্তি নষ্ট হয়ে অর্থপ্রাপ্তির পথ প্রশস্ত হবে।

একটি তামার ছোট ঘটে তিনটি করি, তিনটি হরিতকী, তিনটি সুপারি, অল্প পরিমান আতপ চাল একটি লাল কাপড়ে মুড়ে মা লক্ষীর চরণে রেখে দিন। ব্যবসায় উন্নতি হবে। এই ক্রিয়াটি পূর্ণিমা তিথিতে পালন করবেন।
প্রতি পূর্ণিমা তিথিতে বা বূহস্পতিবার পদ্মবীজের মালায় নিচের এই মন্ত্রটি 108 বার কমপক্ষে জল করবেন। আর্থিক শ্রীবূদ্ধি হবে।
মন্ত্র ঃ ওঁ শ্রীং শ্রীং শ্রীং কমলে কমলায়ে প্রসীদ প্রসীদ শ্রীং শ্রীং শ্রীং ওঁ মহালক্ষী নময়
এই মন্ত্রটি উত্তর দিকে মুখ করে মা লক্ষীর মূর্তি বা ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বিধি পূর্বক জপ করতে হবে। অবশ্যই অবশ্যই ফল পাবেন।
আপনি উপকার পেলে অন্যদেরও শেয়ার করুন। Financial Tips on Astrology