Free Astrology Remedy

Maha shivratri 2024 Bangla মহা শিবরাত্রি 2024 সময় তিথি পূজার মন্ত্র ও টোটকা

মহা শিবরাত্রি 2024 সময় তিথি পূজার মন্ত্র ও টোটকা

মহা শিবরাত্রি 2024 (Maha shivratri 2024 Bangla )  ওঁ নমঃ শিবায় প্রতি বছরের মতো শিবরাত্রি এই বিশেষ তিথির জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি। জয় ভোলেনাথ। আমি এই আর্টিক্যালে এই বছর 2024 সালের মহা শিবরাত্রি তারিখ, তিথি, চারটি প্রহরের সময় এবং পূজার বিশেষ নিয়ম, দ্রব্য সামগ্রী এবং পূজার পদ্ধতি (সহজ ) আপনাদের জন্য উল্লেখ করছি। আর থাকছে প্রতিটি রাশির মানুষদের জন্য বিশেষ কিছু উপায় টোটকা এবং প্রতিকার। আপনি কি এই ধরনের কোনো আর্টিক্যাল খুজছিলেন? তাই যদি হয় ! তাহলে সম্পূর্ণ আর্টিক্যালটি মন দিয়ে পড়ুন। আর অন্যকেও শেয়ার করবেন।

মহা শিবরাত্রি 2024

ওঁ নমঃ শিবায় দেবাদিদেব মহাদেব শিব শঙ্করের আর্শীবাদ সর্বদা আপনার ওপর বর্ষিত হোক। আপনারা যে কোনো সমস্যার জন্য এই তিথি খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন কোনো পুরুষ বা মহিলার বিবাহ হচ্ছে না, যদি কোনো জাতক জাতিকার জন্মছকে কালসর্প দোষ আছে, মঙ্গলের অশুভ প্রভাব আছে। তাছাড়া নব গ্রহের অশুভ প্রভাব, মামলা মোকদ্দমা, ব্যবসায় অগ্রগতি, শত্রু দমন ইত্যাদি বিভিন্ন সমস্যা থেকে মুক্তির জন্য এই তিথিটি অনেক বেশী উল্লেখ যোগ্য। Maha shivratri 2024

ওঁ নমঃ শিবায় আমি আপনার মতোই একজন শিবভক্ত। যার ধ্যান জ্ঞান সবাই দেবাদিদেব কে নিয়ে। চেষ্টা করি ওনার শ্রীচরণে পূজা নিবেদন করতে। একদিকে চলে জ্যোতিষ পরামর্শ প্রদানের কাজকর্ম আর ওপর দিকে চলে তন্ত্র সাধনা। জয় ভোলেনাথ। Maha shivratri 2024

(Maha shivratri 2024 Bangla )

2024 মহা শিবরাত্রি কবে ?  (Maha shivratri 2024 Bangla )

Maha shivratri 2024 Bangla মহা শিবরাত্রি 2024 সময় তিথি পূজার মন্ত্র ও টোটকা

ওঁ নমঃ শিবায় এই বছর 2024 সালে পঞ্চাঙ্গ মতে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে 8 মার্চ সন্ধ্যা ০9:57 মিনিটে। চতুর্দশী তিথি থাকবে, পরের দিন 9 মার্চ সন্ধ্যা 06:17 টায় পর্যন্ত। প্রদোষের সময় ভগবান শিবের পূজা করা হয়, তাই উদয় তিথি পালন করার প্রয়োজন নেই। এমন পরিস্থিতিতে এ বছর মহাশিবরাত্রির উপবাস পালিত হবে 2024 সালের 8 মার্চ।

মহাশিবরাত্রি 2024 পূজা মুহুর্ত
ওঁ নমঃ শিবায় 8 মার্চ মহাশিবরাত্রির দিন, ভগবান শিবের পূজার সময় সন্ধ্যা 06:25 থেকে 09:28 পর্যন্ত।

এ ছাড়া চারটি প্রহরের শুভ সময় নিম্নরূপ-

মহাশিবরাত্রি 2024 চর প্রহর মুহুর্ত
রাতের প্রথম প্রহর পূজার সময় – 06:25 pm থেকে 09:28 pm
রাতের দ্বিতীয় প্রহর পূজার সময় –  8 মার্চ রাত 09:28 PM থেকে 12:31 AM (9 march)
রাতের তৃতীয়া প্রহর পূজার সময় – 12:31 AM থেকে 3:34 AM (9 March)
রাত্রি চতুর্থ প্রহর পূজার সময় – 03.34 AM থেকে 06:37 AM পর্যন্ত (9 March)

নিশিত কাল মুহুর্ত – 12:07 am থেকে 12:55 pm (9 মার্চ 2024)
পারণ সময় (ফাস্ট ব্রেকিং টাইম) – 06:37 am থেকে 03:28 pm (9 মার্চ 2024) যারা উপোবাস করে পূজা নিবেদন করেন। তারা এই সময় আপনাদের উপোবাস ভগ্ন করতে পারেন। 

ওঁ নমঃ শিবায় প্রতি বছরের মতো এই বছরেও আমার গৃহ মন্দিরে 1008 বেলপাতা সহযোগে বিশেষ পূজা মন্ত্র জপ এবং ক্রিয়া বিভিন্ন প্রয়োগ অনুষ্ঠিত হবে। আপনি চাইলে নিজের নাম ও গোত্র দিয়ে পূজা নিবদেন করতে পারেন। যোগাযোগ করুন 70444 52555 Call And Whatsapp 

আরো পড়ুন শিবের মন্ত্র শিবের ইচ্ছাপূরণ মন্ত্র আপনার মনোস্কামনা পুরোন হবেই হবে

মহাশিবরাত্রির পূজা পদ্ধতি ( যারা ভক্তি ভরে দেবাদিদেবের পূজা নিবদেন করচে চান কেবলমাত্র তাদের জন্য )

Maha shivratri 2024 Bangla মহা শিবরাত্রি 2024 সময় তিথি পূজার মন্ত্র ও টোটকা

মহা শিবরাত্রি 2024 (ওঁ নমঃ শিবায় )মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি করে ভগবান শিবশঙ্করের সামনে পূর্ণ ভক্তি সহকারে উপবাস (অর্থাৎ আপনাস মন মন্দিরে ওনাকে আহবান করুন) করার প্রতিজ্ঞা নিন। এবং দেবাদিদেবের চিন্তায় মগ্ন থাকুন। এবং ওনার নামে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পাারেন। এবং এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করুন যাতে, আপনার পূজা ( চারটি প্রহর সহ ) সুসম্পন্ন হওয়া পর্যন্ত যেন সেই প্রদীপটি জ্বলতে থাকে।
আর মনে মনে সর্বদা ওঁ নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন। 

তারপর শুভ সময়ে পূজা শুরু করুন। 
প্রথমে দেবাদিদেব মহাদেব কে ( শিব লিঙ্গ ) পঞ্চামৃত দিয়ে স্নান করান। 
এবার আট বার একটি তামার ঘটিতে জাফরান যুক্ত জল দিয়ে অভিষেক করুন।  এর পরে শিবলিঙ্গে চন্দনের তিলক বা অষ্টগন্ধার তিলক লাগান। বেলপাতা, ধুতরা ফুল,আকন্দ ফল, বেল,সাদা বাতাসা ইত্যাদি ভোলেনাথের সবচেয়ে প্রিয় নৈবেদ্য। এছাড়া আপনি আপনার সামর্থ অনুযায়ী ভোগ নিবেদন করতে পারেন। এছাড়া অনেকে জাফরানযুক্ত খীর নিবেদন করে থাকেন। 

প্রথম প্রহরে দেবাদিদেব শিবকে ( শিব লিঙ্গ ) ঈশান রূপের পূজা করতে হয় দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে অঘোর রূপের পূজা করতে হয় দই দিয়ে, তৃতীয় প্রহরে বামদেব রূপের পূজা করতে হয় ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে সদ্যোজাত রূপকে মধু দিয়ে পূজা করতে হয়। 

জেনে নিন মহাশিবরাত্রির পূজার মন্ত্র ও পূজা পদ্ধতি 

মহা শিবরাত্রি 2024 রাত্রিতে পূজার উপকরণ  (Maha shivratri 2024 Bangla )

  • একটি প্রাণ প্রতিষ্ঠিত শিবলিঙ্গ। ( অনেকের বাণ লিঙ্গ অথবা পারদ শিবলিঙ্গেও মহাশিবরাত্রি পূজা নিবেদন করেন ) 
  • শিবলিঙ্গ স্নান করানোর মতো এক ঘটি জল। ( ঘটি তামার হলে ভালো হয় ) 
  • রুদ্রাভিষিকের জন্য কাচা দুধ। 
  • দই
  • ঘিত
  • মধু
  • একটি পাত্র (থালা)।
  • একটি গ্লাস।
  • কোশাকুশি।
  • অষ্টগন্ধা।
  • আতপ চাল। ( গোবিন্দ ভোগ চাল ব্যবহার করতে পাারেন )
  • কয়েকটি ফুল (নীলকন্ঠ ফুল, ধুতুরা ফুল, আকন্দ ফুল ও অপরাজিতা ফুল হলে ভালো হয়)।
  •  বেলপাতা।
  • পাঁচ রকমের ফল। এবং ধুতুরা ফল ( কাঁটা যুক্ত যে ফল হয় ) 
  • ধূপ।
  • প্রদীপ। ( ঘিয়ের প্রদীপ অতি উত্তম ) 
  • নৈবেদ্য ( সাদা বাতাসা সহ পাঁচ রকমের মিষ্টি) ও পানীয় জল। 
  • সিদ্ধি। 
  • পৈতা। 
  • আপনার বাসার জন্য আসন। ( মনে রাখবেন আপনার আসন যেন অন্য কোনো ব্যক্তি ব্যবহার না করে )

 

রাশি লগ্ন অনুযায়ী বিশেষ কিছু ক্রিয়ার জন্য কালো তিল, কপূর ইত্যাদি দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে। 

ওপরে উল্লেখিত পূজার উপাচার বা দ্রব্য গুলির মধ্যে কোনো একটির জোগাড় যদি আপনি নাও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই। আপনি সেই সামগ্রীটার নাম নিয়ে পূজার সময় একটু জল ব্যবহার করতে পারেন। আসলে সমগ্রটাই আপনার ভক্তি, আস্থা, বিশ্বাস ও নিষ্ঠার ওপর নির্ভর করছে। 

মনে রাখবেন সব থেকে বড় উপকরণ হল ভক্তি, বিশ্বাস, একাগ্রতা ও ইচ্ছাশক্তি। এই গুলোর যেন অভাব না হয়। আর মনোকামনা যা পূজোর আগে বিধিপূর্বক সংকল্প করে নিতে হয়।

মনে রাখতে হবে মহা শিবরাত্রি 2024 পুজার এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আপনার মন  ও প্রাণ দেবাদিদেবের ভাবে ভাবান্বিত করতে হবে । কারন পুজক আর পুজ্য পুজার সময় এক ও অভিন্ন । এই সময় জীবতত্বে থেকে শিবতত্বে নিজেকে নিবদেন করতে হবে। তাই শুরুতেই বলেছিলাম, নিজেকে ঈশ্বরের চিন্তায় মগ্ন রাখুন। জয় ভোলেনাথ। 

পূজার আগে একটি শুদ্ধ বস্ত্র ধারন করুন। এবং নিজের মন ও দেহ কে শুদ্ধ রাখুন। কম কথা বলুন। কারন আপনি ঈশ্বরের চিন্তায় মগ্ন আছেন

আচমন – নিজ আসনে পূর্ব বা উত্তর মূখে বসতে হবে। তারপরে বাম হাতে জল নিয়ে ডান হাতের আঙুল দিয়ে সেই জল নিজের মুখে নিক্ষেপ করুন। ওঁ নমঃ শিবায় মন্ত্র দ্বারা।

Maha shivratri 2024 Bangla মহা শিবরাত্রি 2024 সময় তিথি পূজার মন্ত্র ও টোটকা

দেহ ও মন শুদ্ধিকরণ নিয়ম ও মন্ত্র 

তারপরে হাত জোর করে নিচের মন্ত্র পাঠ করুন।

ওঁ অপবিত্র পবিত্রবা সর্বাবস্থাং গতোহপি বা। য: স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যভ্যন্তরো শুচি।। 

আসন শুদ্ধিকরণ নিয়ম ও মন্ত্র(Maha shivratri 2024 Bangla )

যে আসনে বসে পূজা নিবেদন করবেন, সেই আসনের নিজে জল দিয়ে আঙুল দ্বারা নিম্নে ত্রিকোণ মণ্ডল অঙ্কন করতে হবে। তারপরে  আসনের উপর একটী ফুল দিয়ে পাঠ করবেন, এতে গন্ধপুষ্পে ওঁ হ্রীঁ আধার-শক্তি-কমলাসনায় নমঃ

তারপরে আসনের দুই দিক ধরে পাঠ করবেন — আসনমন্ত্রস্য মেরুপৃষ্ঠঋষিঃ সুতলং ছন্দঃ কূর্মো দেবতা আসনোপবেশনে বিনিয়োগঃ। এবং হাত জোড় করে পাঠ করিবে — ওঁ পৃথ্বি ত্বয়া ধৃতা লোকা দেবি ত্বং বিষ্ণুনা ধৃতা। ত্বঞ্চ ধারয় মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম্

কর-শুদ্ধিকরণ পদ্ধতি ও নিয়ম – 

ঐং মন্ত্র দ্বারা একটি রক্তবর্ণ পুষ্প নিয়ে “ওঁ” এই মন্ত্রে ঐ পুষ্প করদ্বয়ে পেষণ করতে করতে “হ্সৌঁ” মন্ত্রে ঐ পুষ্প ঈশানকোণে প্রক্ষেপ করতে হবে।

জল-শুদ্ধি

অঙ্কুশমুদ্রা দ্বারা কোশার জলে তীর্থ আবাহন করিয়া পাঠি করিবে,—

ওঁ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরি সরস্বতি।

নর্মদে সিন্ধু কাবেরি জলেঽস্মিন্ সন্নিধিং কুরু॥

পুষ্প-শুদ্ধি

পুষ্পগুলি যথাসম্ভব স্পর্শ করে পাঠ করবে ( নিরাচ মুদ্রায় ) —

ওঁ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে। পুষ্পচয়াবকীর্ণে চ হূং ফট্ স্বাহা॥

স্বস্তি বাচন –

ওঁ কর্ত্তব্যেঽস্মিন শ্রীশিবপূজা কর্মণি ওঁ পুন্যহং ভবন্তোঽধিব্রুবন্তু। ওঁ পুন্যহং। ওঁ পুন্যহং। ওঁ পুন্যহং।

ওঁ কর্ত্তব্যেঽস্মিন শ্রীশিবপূজা কর্মণি ওঁ স্বস্তি ভবন্তোঽধিব্রুবন্তু। ওঁ স্বস্তি। ওঁ স্বস্তি। ওঁ স্বস্তি।

ওঁ কর্ত্তব্যেঽস্মিন শ্রীশিবপূজা কর্মণি ওঁ ঋদ্ধিং ভবন্তোঽধিব্রুবন্তু। ওঁ ঋদ্ধ্যতাম্ ওঁ ঋদ্ধ্যতাম্ ওঁ ঋদ্ধ্যতাম্।

তারপরে হাত জোড় করে 

ওঁ সূর্য্যঃ সোমো যমঃ কালঃ সন্ধ্যে ভূতান্যহঃক্ষপাঃ। পবনো দিক্পতির্ভূমিরাকাশং খচরামরাঃ। ব্রাহ্মং শাসনমাস্থায় কল্পধ্বমিহ সন্নিধিম্॥ ওঁ তৎসৎ অয়মারম্ভঃ শুভায় ভবতু॥

ওঁ স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ। স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু॥ ওঁ গণানাং ত্বা গণপতিহঁং হবামহে, ওঁ প্রিয়াণাং ত্বা প্রিয়পতিহঁং হবামহে, ওঁ নিধিনাং ত্বা নিধিপতিহঁং হবামহে। বসো মম॥ ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ওঁ স্বস্তি॥

তারপরে পূজার উদ্দেশ্য এবং মনোকামনা জানিয়ে সংকল্প করতে হবে

2024 মহাশিবরাত্রি পূজাপদ্ধতি (মহা শিবরাত্রি 2024)

এখানে সাধারন পূজা পদ্ধতি উল্লেখ করলাম – 

এরপরে দীক্ষিত ব্যক্তিগত নিজ নিজ গুরুদেবকে পূজা করবেন। (পঞ্চোপচারে পূজা ) 

তারপরে সূর্যদেবকে পূজা করবেন – ( সচন্দন ফুল নিয়ে ) এতে গন্ধপুষ্পে হ্রীং সূর্যদেবায় নমঃ। হাতজোড় করে সূর্য প্রনাম মন্ত্র পাঠ করতে হবে। ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম । ধান্তারীং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্ ।।”

গণেশজী কে পূজা নিবেদন – ( সচন্দন ফুল নিয়ে ) এতে গন্ধপুষ্পে ওঁ গং গণপতয়ে নমঃ। হাতজোড় করে গণেশজীর প্রনাম মন্ত্র পাঠ করতে হবে। একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্। বিঘ্ননাশককরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্।।

বিষ্ণুদেব কে পূজা নিবেদন – ( সচন্দন ফুল নিয়ে ) এতে গন্ধপুষ্পে ওঁ শ্রীবিষ্ণবে নমঃ। হাতজোড় করে বিষ্ণুদেবের প্রনাম মন্ত্র পাঠ করতে হবে। ওঁ নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।।”

দুর্গাদেবী কে পূজা নিবেদন – ( সচন্দন ফুল নিয়ে ) এতে গন্ধপুষ্পে হ্রীং দুর্গায় নমঃ। হাতজোড় করে দুর্গাদেবীর প্রনাম মন্ত্র পাঠ করতে হবে। 

ওঁ সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে | শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়নি নমোহস্তুতে ||

সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনি | গুণাশ্রয়ে গুণময়ে নারায়নি নমোহস্তুতে ||

শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে | সর্বস্যার্তি হরে দেবি নারায়নি নমোহস্তুতে ||
এবার হাতে ফুল নিয়ে হাতজোড় করে – নিচের এই মন্ত্র পাঠ করবেন 
ওঁ শিবরাত্রি ব্রতং হ্যেতৎ করিষ্যে দৃহং মহাফলং। নির্বিঘ্নমস্তু মে দেব তৎপ্রাদাজ্জগৎপতে।।
কুর্মো মুদ্রায় হাতে ফুল বেলপাতা ও আতপচাপ সহযোগো পাঠ করতে হবে – 
প্রথমেই বলে রাখি সাধারণ ধ্যান মন্ত্র এবং বাণেশ্বর শিবের ধ্যান মন্ত্র দুটি আলাদা। যাদের বাড়িতে বা মন্দিরে বাণেশ্বর শিব প্রতিষ্ঠিত আছে তারা বাণেশ্বর শিবের ধ্যান মন্ত্রে ধ্যান করবে।

সাধারণ ধ্যানমন্ত্র
ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং
রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্॥
পদ্মাসীনং সমন্তাত্‍ স্তুতমমরগণৈর্ব্যাঘ্রকৃত্তিং বসানং।
বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্॥

বি. দ্র. – শুরুতে যে ভাবে পূজা পদ্ধতি বর্ণিত হয়েছে। তা চতুর্দশী তিথিতে শুরু হলে করে নিতে হবে। তারপরে প্রহর ধরে ধরে পূজা জপ ইত্যাদি করতে হবে। 

বাণেশ্বর শিবের ধ্যান
ঐঁ প্রমত্তং শক্তিসংযুক্তং বাণাখ্যঞ্চ মহাপ্রভাং।
কামবাণান্বিতং দেবং সংসারদহনক্ষমম্॥
শৃঙ্গারাদি-রসোল্লাসং বাণাখ্যং পরমেশ্বরম্।
এবং ধ্যাত্বা বাণলিঙ্গং যজেত্তং পরমং শিবম্॥

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥ 

Maha shivratri 2024 Bangla মহা শিবরাত্রি 2024 সময় তিথি পূজার মন্ত্র ও টোটকা

তারপরে ফুল বেলপাতা শিবলিঙ্গে অর্পন করে।  ঘটিতে জল নিয়ে পুনরায়

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥ 

ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ॥

এই মন্ত্র পাঠ করে শিবলিঙ্গকে স্নান করাবেন। 

তারপরে ( অগুরু মিশ্রন করে ) গন্ধপুষ্প নিয়ে –  এতে গন্ধপুষ্প ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥  ওঁ নমঃ শিবায় নমঃ এই মন্ত্রে শিবলিঙ্গে পুষ্প নিবেদন করুন। 

তারপরে সচন্দন ( অষ্টগন্ধা ) গন্ধপুষ্প  নিয়ে –  এতে সচন্দন গন্ধপুষ্প ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥  ওঁ নমঃ শিবায় নমঃ এই মন্ত্রে শিবলিঙ্গে পুষ্প নিবেদন করুন। 

তারপরে সচন্দন ( অষ্টগন্ধা ) বিল্বপত্র  নিয়ে –  এতে সচন্দন বিল্বপত্র ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥  ওঁ নমঃ শিবায় নমঃ এই মন্ত্রে শিবলিঙ্গে বিল্বপ্ত্র নিবেদন করুন। 

তারপরে ধূপ  নিয়ে –  এতে ধূপং ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥  ওঁ নমঃ শিবায় নমঃ এই মন্ত্রে শিবলিঙ্গে ধূপ নিবেদন করুন। 

তারপরে দীপ  নিয়ে –  এতে দীপং ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥  ওঁ নমঃ শিবায় নমঃ এই মন্ত্রে শিবলিঙ্গে দীপ নিবেদন করুন। 

তারপরে নৈবেদ্য  নিয়ে –  এষ সোপকরনং নৈবিদ্যং ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥  ওঁ নমঃ শিবায় নমঃ এই মন্ত্রে শিবলিঙ্গে নৈবেদ্য নিবেদন করুন। 

বি. দ্র. – শুরুতে যে ভাবে পূজা পদ্ধতি বর্ণিত হয়েছে। তা চতুর্দশী তিথিতে শুরু হলে করে নিতে হবে। তারপরে প্রহর ধরে ধরে পূজা জপ ইত্যাদি করতে হবে। 

এবার চারটি প্রহরের পূজা পদ্ধতি উল্লেখ করলাম  ( 2024 মহা শিবরাত্রি পূজাপদ্ধতি  ) Maha shivratri 2024

শাস্ত্র মতে শিবরাত্রির রাত্রিবেলা চার প্রহর ধরে দুধ, দই, ঘৃত ও মধু দিয়ে শিবলিঙ্গকে অভিষেক বা স্নান করাতে হয়। এর মধ্যে :-

  • প্রথম প্রহরে দুধ দিয়ে,
  • দ্বিতীয় প্রহরে দই দিয়ে,
  • তৃতীয় প্রহরে ঘৃত বা ঘৃ দিয়ে
  •  চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয়।

প্রথম প্রহরের পূজা –  মহা শিবরাত্রি 2024

প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করতে হবে। দুধ দ্বারা স্নানের মন্ত্র: ‘ইদং স্নানীয় দুগ্ধং ওঁ হৌং ঈশানায় নমঃ’৷ এই মন্ত্রটি বলে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করিয়ে। একটি অর্ঘ্য নিবেদন করবেন। এবং অর্ঘ্য দানের মন্ত্র পাঠ করবেন – 

প্রথম প্রহরে অর্ঘ্য দানের মন্ত্র
ওঁ শিবরাত্রি ব্রতং দেব পূজাজপপরায়ণঃ।
করোমি বিধিবত্তং গৃহাণার্ঘ্যং মহেশ্বরঃ।।

তারপরে জল দিয়ে স্নান করাতে হবে এই মন্ত্রে –

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥ 

ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ॥

এবং রদ্রাক্ষের মালায় কমপক্ষে 108 বার ওঁ নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না

দ্বিতীয় প্রহরের পূজা –  মহা শিবরাত্রি 2024

দ্বিতীয় প্রহরের পুজোতে দই দিয়ে স্নানের মন্ত্র: ‘ইদং স্নানীয় দধিং ওঁ হৌং অঘোরোয় নমঃ’ ৷ এই মন্ত্রটি বলে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করিয়ে। একটি অর্ঘ্য নিবেদন করবেন। এবং অর্ঘ্য দানের মন্ত্র পাঠ

দ্বিতীয় প্রহেরর অর্ঘ্য দানের মন্ত্র
ওঁ নমঃ শিবায় শান্তাায় সর্ব্বপাপহরায় চ।
শিবরাত্রৌ দদামর্ঘ্যং প্রসীদ উময়া সহ।।

তারপরে জল দিয়ে স্নান করাতে হবে এই মন্ত্রে –

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥ 

ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ॥

এবং রদ্রাক্ষের মালায় কমপক্ষে 108 বার ওঁ নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না

আর্থিক উন্নতি তে বাধা কাটানোর সহজ উপায় ঘরোয়া টোটকা

তৃতীয় প্রহরের পূজা –  মহা শিবরাত্রি 2024
তৃতীয় প্রহরের পুজোতে ঘি দিয়ে স্নানের মন্ত্র: ‘ইদং স্নানীয় ঘৃতং ওঁ হৌং বামদেবায় নমঃ’৷ এই মন্ত্রটি বলে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করিয়ে। একটি অর্ঘ্য নিবেদন করবেন। এবং অর্ঘ্য দানের মন্ত্র পাঠ
তৃতীয় প্রহেরর অর্ঘ্য দানের মন্ত্র
ওঁ দুঃখদারিদ্রশোকেন দগ্ধোঽহং পার্বতীশ্বর।
শিবরাত্রৌ দদামর্ঘ্যং উমাকান্তং প্রসীদ মে।।

তারপরে জল দিয়ে স্নান করাতে হবে এই মন্ত্রে –

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥ 

ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ॥

এবং রদ্রাক্ষের মালায় কমপক্ষে 108 বার ওঁ নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না
Maha shivratri 2024 Bangla মহা শিবরাত্রি 2024 সময় তিথি পূজার মন্ত্র ও টোটকা

চতুর্থ প্রহরের পূজা –  মহা শিবরাত্রি 2024

চতুর্থ প্রহরের পুজোতে মধু দিয়ে স্নানের মন্ত্র: ‘ইদং স্নানীয় মধুং ওঁ হৌং সদ্যজাতায় নমঃ’৷ এই মন্ত্রটি বলে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করিয়ে। একটি অর্ঘ্য নিবেদন করবেন। এবং অর্ঘ্য দানের মন্ত্র পাঠ

চতুর্থ প্রহেরর অর্ঘ্য দানের মন্ত্র
ওঁ মমকৃত্যান্যনেকানি পাপানি হর শঙ্কর।
শিবরাত্রৌ দদামর্ঘ্যং উমাকান্তং গৃহাণ্ মে।।

তারপরে জল দিয়ে স্নান করাতে হবে এই মন্ত্রে –

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥ 

ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ॥

এবং রদ্রাক্ষের মালায় কমপক্ষে 108 বার ওঁ নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না
বিস্তারিত আরো তথ্য পেতে ফোন করুন তারানাাথ তান্ত্রিক 7044452555
এই প্রবন্ধে যে ভাবে আমি লিখেছি 2024 মহা শিবরাত্রি পূজাপদ্ধতি ভালো করে পড়ে নেবেন। এবং সঠিক ভাবে নিজের মনোকামনা জানিয়ে দেবাদিদেবকে পূজা করুন। ঈশ্বর চিন্তায় মগ্ন থাকুন। ওঁ নমঃ শিবায় জয় ভোলেনাথ