Astrology

14 October 2023 সূর্যগ্রহণ আপনার জন্য প্রভাব ও প্রতিকার

14 October 2023 সূর্যগ্রহণ আপনার জন্য প্রভাব ও প্রতিকার সাথে বিশেষ টিপস্

14 October 2023 মহালয়া এবং সূর্য গ্রহণ। প্রতিটি রাশি ও লগ্ন নিয়ে এর প্রভাব ও প্রতিকার নিয়ে আলোচনা করছি। কি করবেন আর কি করবেন না। সাথে বিশেষ টোটকা মিস করবেন না। আর মাত্র কয়েক দিন।  তারপর এই বছরের দ্বিতীয় সূর্য গ্রহণ। কবে হবে সূর্য গ্রহণ ? অক্টোবার মাসের 14 তারিখে ( 2023 ) সূর্য গ্রহণ তৈরী হবে।

সূর্য গ্রহণ কি ? অমাবস্যার দিন, যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে, তখন আমরা সূর্যগ্রহণ দেখতে পাই। এটি হিন্দুধর্মের একটি বিশেষ ঘটনা এবং এটি রাহু-কেতু দ্বারা সৃষ্ট বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষশাস্ত্র আরও বলে যে গ্রহন গ্রহ এবং রাশিচক্রের উপর প্রভাব ফেলতে পারে।

সূর্য গ্রহণ কবে ?

14 October 2023 আর এই দিন পড়েছে মহালয়। অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথি। রাত্রি 8.34 মিনিটে শুরু হবে। চলবে মধ্যরাত 2.25 পর্যন্ত।

14 October 2023 সূর্যগ্রহণ আপনার জন্য প্রভাব ও প্রতিকার

এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে অমাবস্যার বিশেষ তিথি। তারপর থেকে দেবী পক্ষ তথা নবরাত্রি 2023 শুরু। আর এই দিন সূর্যগ্রহণ। 14 October 2023 সূর্যগ্রহণের দিন কি কি করবেন এবং আপনার জন্য প্রভাব ও ফলাফল। সাথে বিশেষ টোটকা।

এই দিন যে কোনো তন্ত্রোক্ত প্রয়োগ। তন্ত্র সাধনা, বিভিন্ন ক্রিয়া খুবই উল্লেখ যোগ্য। আমরা যারা তন্ত্রোক্ত সাধনা করি। বিশেষ করে অমাবস্যা যুক্ত সূর্য বা চন্দ্র গ্রহণের এই বিশেষ তিথি গুলোর জন্য অপেক্ষা করে থাকি।

এই দিন এমন কি কি ক্রিয়া আছে! যা আপনি করতে পারেন! সেটা শত্রু দমনই হোক বা নিজের সার্বিক উন্নতি বা অশুভ গ্রহ দোষ খন্ডন ইত্যাদি।

আমি প্রতিটি রাশি লগ্ন ধরে আলোচনা করছি। আপনার জন্মরাশি বা জন্ম লগ্নের জন্য কোন টোটকা আপনি করতে পারেন। এবং কি করবেন আর কি করবেন না!

আলোচনা করবো এই সুর্য গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার বিশেষ উপায়।

গ্রহণ চলাকালীন ভুল করেও যৌন মিলন করবেন না। এই সময় চুল দাড়ি কাটা উচিত নয়। গ্রহণের আগে স্নান করে। মন্ত্র জপ করা উচিত। গ্রহণের সময় জপ করা মন্ত্র অনেক বেশী শক্তিশালী হয়। অনেক বেশী ভাইব্রেশন তৈরী হয়। অনেক বেশী ফল পাওয়া যায়।

পরিবারের কেউ অসুস্থ থাকলে এই সময় ওনার নাম ও গোত্র নিয়ে সংকল্প করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যেতে পারে।

গর্ভবতী মায়েদের এই সময় বিশেষ সর্তকতা অবলম্বন করতে হয়। এবং করা উচিত।

সূর্য গ্রহণ কোন কোন রাশির জন্য অশুভ ( সূর্য গ্রহণ 14 October 2023 অক্টোবর )

14 October 2023 সূর্যগ্রহণ আপনার জন্য প্রভাব ও প্রতিকার

প্রথমত যখন এই সূর্য গ্রহণ হবে তখন রবি থাকবে কন্যা রাশিতে। এই সময় কিন্তু আশ্বিন মাস। 

কয়েকটি রাশি ও লগ্নের মানুষদের একটু বেশী সর্তক হওয়া উচিত।

মেষ রাশি ও লগ্ন – মেষ রাশির ক্ষেত্রে রবি অতিব যোগ কারক এবং শুভ গ্রহ। এই গ্রহণের ফলে লেখাপড়া, সন্তান ও প্রেম সম্বন্ধীয় ক্ষেত্রে আর পেটের সমস্যা তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে সকল মেষ রাশি বা মেষ লগ্নের গর্ভবতী মায়েরা আছেন। তারা যথেষ্ট সর্তক থাকুন। 

মনে রাখবেন, রাশিফল একটি সার্বিক গণণা। তাই রাশি এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় তা কিন্তু নয়। তাই সকলের রাশি বা লগ্ন এক হলেও। পরিস্থিতি ও ভাগ্য এক হয় না।

বৃষ রাশি ও লগ্ন – বিশেষ করে সূর্য গ্রহণের দিন গাড়ি বা যানবাহনে চলা ফেরায় বিশেষ সর্তক থাকবেন। মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। এই দিন কোনো শুভ কাজ করবেন না। বিশেষ করে জমি, বাড়ি, গাড়ি সংক্রান্ত কোনো কিছু।

মিথুন রাশি ও লগ্ন – সন্তানের খেয়াল রাখুন। বিশেষ করে সদ্যজাত সন্তানদের প্রতি নজর রাখবেন। লেখাপড়া বা প্রেম সংক্রান্ত ক্ষেত্রে জটিলতা তৈরী হবে। বিশেষ করে যে সকল মিথুন রাশি বা মিথুন লগ্নের গর্ভবতী মায়েরা আছেন। তারা যথেষ্ট সর্তক থাকুন।

কর্কট রাশি ও লগ্ন – আর্থিক ক্ষতি বা আর্থ ব্যয় হতে পারে। এছাড়া পারিবারিক কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি ও লগ্ন – সিংহ রাশির জন্য 14 অক্টোবর 2023 সূর্যগ্রহণ শুভ নয়। এছাড়া যে কোনো সূর্যগ্রহণ সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের জন্য শুভ নয়। কারন প্রথমত, সিংহ রাশির অধিপতি রবি বা সূর্য। আর আপনার অধিপতির ক্ষেত্রে গ্রহণ হতে চলেছে। সূর্যগ্রহণ।

প্রথমত, মানসিক জটিলতা তৈরি হবে, বিভিন্ন বিষয় নিয়ে জটিলতা তৈরী হবে। আর্থিক ক্ষতি, স্বাস্থ্য হানী বা মূল্যবান কিছু হারিয়ে যেতে পারে। অর্থাৎ ক্ষতি বা ক্ষয়।এই দিন কোনো বড় বিনিয়োগ। বা কোনো আর্থিক লেনদেন আপনার জন্য শুভ নয়। কর্মক্ষেত্রে সমস্যা বা জটিলতা তৈরী হতে পারে। আর যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করেন। একবার দেখবেন আপনার জন্মছকে রবি তুলা রাশিতে নীচস্থ অবস্থায় আছে।  সেক্ষেত্রে আরো বেশী সর্তক থাকুন। বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে। মানসিক চাপও বাড়তে পারে। 

14 October 2023 সূর্যগ্রহণ আপনার জন্য প্রভাব ও প্রতিকার

কন্যা রাশি ও লগ্ন -ব্যয় নিয়ন্ত্রন করুন। আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক সমস্যা। বা আত্মীয় স্বজনদের সাথে মতানৈক এড়িয়ে চলুন। আত্মবিশ্বাস কমতে পারে।

তুলা রাশি ও লগ্ন – মানসিক ভাবে চঞ্চলতা বোধ তৈরী হবে। তাই নিজেকে কাজের মধ্যেই ব্যস্ত রাখুন। কথা কাটাকাটি বা বিবাদ এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি ও লগ্নবড় কোনো বিনিযোগ করবেন না। আর্থিক লেনদেন করবেন না। টাকা ধার দেবেন না। ব্যয় বা খরচ নিয়ন্ত্রন করুন।

ধনু রাশি ও লগ্ন ভাগ্য নিয়ে বিড়ম্বনা তৈরী হতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে বিশেষ সর্তক থাকুন। বড় কোনো কাজ বা কোনো শুভ কাজ এই দিন করবেন না।

মকর রাশি ও লগ্ন – কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। আইনত জটিলতা তৈরী হবে। কর্মক্ষেত্রে রাজনৈতিক ষড়যন্ত্র তৈরী হবে। যারা রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত আছেন। তাদের ক্ষেত্রে পরিস্থিতি একটু জটিল হতে পারে।

কুম্ভ রাশি ও লগ্ন – জীবন সাথীর স্বাস্থ্য নিয়ে সর্তক থাকুন। নিজেদের মধ্যে বিবাদ এড়িয়ে চলুন। বাবা শরীরের যত্ন নিন। যারা ব্যবসা করছেন তারা আর্থিক লেন দেন করার সময় সচেতন থাকুন। অংশীদারি ব্যবসায় আরো মনোযোগি হতে হবে।  

মীন রাশি ও লগ্ন –  মীন রাশির ক্ষেত্রে শরীর ও স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। রবি আপনার ক্ষেত্রে সিংহ রাশির অধিপতি। অর্থাৎ আপনার ষষ্ঠ ভাব। জ্যোতিষ শাস্ত্র বলছে, ষষ্ঠভাব হলো রোগ, ঋণ, শত্রু ইত্যাদি। আর এই সময় সূর্য গ্রহণ। নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সর্তক থাকুন। আর যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করেন। একবার দেখবেন আপনার জন্মছকে রবি তুলা রাশিতে নীচস্থ অবস্থায় আছে।  সেক্ষেত্রে আরো বেশী সর্তক থাকুন। বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে। মানসিক চাপও বাড়তে পারে। 

এমনকি মীন রাশির যারা গর্ভবতী মায়েরা আছেন। তারাও এই সময় এই মাসে এবং গ্রহণের দিন বিশেষ সর্তক থাকবেন।

14 October 2023 সূর্যগ্রহণ আপনার জন্য প্রভাব ও প্রতিকার

আমি একটু আলাদা করে গর্ভবতী মায়েদের জন্য আলোচনা করছি।

বিশেষ করে মেষ রাশি, মেষ লগ্ন, সিংহ রাশি, সিংহ লগ্ন, মীন রাশি, মীন লগ্নের ক্ষেত্রে যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের জন্য বিশেষ সচেতন থাকতে হবে। এই সময় রান্না করবেন না। ঘুমাবেন না। সূচ, সূতো বা কাচি বা  ধাতু তৈরী জিনিস নিয়ে কাজ করবেন না। বাড়ি থেকে বেরোবেন না। অচেনা কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির কাছ থেকে কিছু খাবেন না। কাপড় জামা দান করবেন না। কোনো কিছু গ্রহণ করবেন না।

কয়েকটি গুরুত্বপূর্ণ টোটকা – করুন এই বিশেষ দিনে

আর্থিক উন্নতি বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য টোটকা এই দিন কাকের উদ্দেশ্যে পায়েস তৈরী করুন। এবংঐ পায়েস কাকদের খাওয়াবেন।

আর্থিক উন্নতির জন্য টোটকা একটি ধাতুর পাত্রে একটি রূপোর কয়েন বা কড়ি বা তামার কয়েন বা এখন যে কয়েন বাজারে চলছে সেই কয়েন রেখে দিন। এবং তার মধ্যে গঙ্গাজল ঢেলে। গ্রহণ চলাকালিন এই পাত্র খোলা আকাশের নিচে রেখে দিন। পরের দিন জলটি ফেলে দিয়ে। কয়েনটি লাল কাপড়ে পুরে মাটিতে খুব গোপনে পুতে দিয়ে চলে আসুন। ফিরে আসার সময় পিছন ফিরে তাকাবেন না।

ঋণ থেকে মুক্তির জন্য টোটকা একটি তাল নিয়ে আসুন। কালো কাপড়ে মুরে মনে মনে নিজের ঋণ থেকে মুক্তির মনোকামনা জানিয়ে নদীতে বা পুকুরে ফেলে দিন। ফিরে আসার সময় পিছন ফিরে তাকাবেন না।

গ্রহণ দোষের প্রতিকার – আর যাদের জন্মছকে গ্রহণ দোষ আছে। তারা একটি নারকেল কিনে আনবেন। স্নান করে সেই নারকেল ঘড়ির কাঁটার বিপরীতে সাতবার ঘুরিয়ে নদীতে বা পুকুরের জলে ফেলে দেবেন। উপকার পাবেন।

আরো পড়ুন নিজের লিঙ্ক গুলো থেকে টোটকা ও টিপস্ জেনে নিন।

আর্থিক উন্নতি তে বাধা কাটানোর সহজ উপায় ঘরোয়া টোটকা

সমস্যার সমাধান হবেই হবে অব্যর্থ এই তিনটে টোটকায়

অর্থলাভের চমৎকারী টোটকা

কি করবেন বা না করবেন সেটা আপনার ব্যক্তিগত সিন্ধান্ত। উপরোক্ত কোনো টোটকা মানতে আপনাকে বাধ্য করা হচ্ছে না। নিজের বিচার ও বুদ্ধি প্রোয়গ করে। তবেই সিন্ধান্ত নেবেন।