Free Astrology Remedy

Kojagori Lokkhi Puja 2023 Date and Time সাথে বিশেষ টোটকা

Kojagori Lokkhi Puja 2023 Date and Time কোজাগরী লক্ষ্মী পূজা 2023 সময় এবং পূজা বিবরণ (মন্ত্রসহ)

Kojagori Lokkhi Puja 2023 Date and Time লক্ষী পূজা ২০২৩ কত তারিখে এবং সময় জেনে নিন। কোন মন্ত্রে মা লক্ষীর আরাধনা করবেন ? সাথে বিশেষ লক্ষীর পূজার টোটকা। আর্থিক উন্নতি, সৌভাগ্য প্রাপ্তির নানা উপায়। মা লক্ষীকে প্রসন্ন করুন। সমস্ত বিবরণ আপনাদের জন্য। কেবলমাত্র আপনাদের জন্য। 

Kojagori Lokkhi Puja 2023 Date and Time

লক্ষী পূজা ২০২৩ কত তারিখে

কোজাগরী লক্ষ্মী পূজা 2023 সময়

প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে সারা বাংলা সহ আরো কয়েকটি রাজ্যে মা লক্ষীর আরাধনা (কোজাগরী লক্ষ্মী পূজা 2023) করা হয়। এই বছর 2023 সালে 28 অক্টোবর ভোর চারটে বেজে 17 মিনিট থেকে রাত 1টা বেজে 53 মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি। আবার ঐ দিন চন্দ্র গ্রহণ।

Kojagori Lokkhi Puja 2023 Date and Time সাথে বিশেষ টোটকা

কোজাগরী লক্ষ্মী পূজা 2023 সময় – সাধারনত সন্ধ্যা থেকেই অনেকে লক্ষী পূজা করে থাকেন। তবে এই দিন পূজার বিশেষ মুহুর্ত হল রাত্রি 11 টা বেজে 39 মিনিট থেকে 12টা বেজে 31 মিনিট পর্যন্ত সময়টি। এবং মা লক্ষীর আরাধনা নিজে করুন। নিজের মতো করে করুন। নিজের সাধ্য মতো করুন। 

কয়েকটি উল্লেখ যোগ্য বিষয় মাথায় রাখবেন। ( কি কি পড়ুন এবং জানুন )

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে, শারদ পূর্ণিমার দিনে (আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে), সম্পদের দেবী লক্ষ্মী, সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হন, তাই শারদ পূর্ণিমা দেবী লক্ষ্মীর জন্মবার্ষিকী হিসাবেও পালিত হয়। প্রধানত, আর্থিক সমস্যা থেকে মুক্তি, সৌভাগ্য প্রাপ্তি, আর্থিক উন্নতির জন্য মা লক্ষীর আরাধনা করা হয়। 

কোজাগরী লক্ষী পূজার বিশেষ টোটকা – মা লক্ষীকে প্রসন্ন করুন আর্থিক উন্নতি হবে

মনে করা হয় যে ঘরে মা লক্ষ্মী দেবী বসবাস করেন, সেই ঘরে কখনও অন্ন-বস্ত্রের অভাব হয় না। ভক্তি ভরে এবং সঠিক নিয়ম অনুসারে যদি মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়, তা হলে মা লক্ষীর কৃপায় গৃহে সর্বদা ধন-সম্পদ ভরে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে কিছু উপাচার রয়েছে, এ দিন তা সঠিক নিয়ম অনুসারে করতে পারলে খুবই ভাল ফল পাওয়া যায়,বলে মনে করা হয়।

  • ঐ দিন দুধের তৈরি ক্ষীর একটি পাত্রে রেখে ( রূপা বা যে কোনো ধাতুর পাত্রে ) পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে রেখে দিন। 
  • এ দিন মা লক্ষীর মূর্তির সামনে অবশ্যই 11টি ঘিয়েই লাল সলতে দিয়ে প্রদীপ জ্বালাবেন। প্রদীপের মুখটা উত্তর বা পূর্ব দিকে রাখবেন।

Kojagori Lokkhi Puja 2023 Date and Time সাথে বিশেষ টোটকা

  • ঐ দিন পূজার সময় কাসর ঘন্টা বা শঙ্খ ভুল করেও বাজাবেন না।

 

  • ঐ দিন উপোবাস করবেন। উপোস নয়। আসলে উপোস বলে কোনো শব্দ নেই। কথাটা হল উপোবাস। ঈশ্বরকে নিজের মধ্যে স্থাপন করা। 

 

  • কোজাগরী পূর্ণিমা চলাকালীন লক্ষ্মীপুজো হয়ে যাওয়ার পর বিশেষ মুহুর্তে ( রাত্রি 11 টা বেজে 39 মিনিট থেকে 12টা বেজে 31 মিনিট পর্যন্ত সময়টি) পূর্ব দিকে আসনে বসে আপনার ডান হাতে একটি নিখুঁত এলাচ এবং একটি লবঙ্গ নিয়ে নিজে দেওয়া মন্ত্রটি ১০৮ বার মন্ত্র জপ করুন।

ওঁ শ্রীং হ্রীং শ্রীং কমলে কমলালেয়ে প্রসিদ প্রসীদ শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষ্মী নমঃ।

তারপরে ঐ এলাচ আর লবঙ্গ মা লক্ষ্মীর চরণে অর্পন করে দিন।পুজোর পরের দিন সেই এলাচ আর লবঙ্গ একটি হলুদ কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন। বা মানি ব্যাগেও রেখে দিতে পারেন। এর ফলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। আর্থিক উন্নতি ঘটবে।

  • লক্ষ্মীপুজোর দিন নিজের ঘর থেকে চাল কাউকে দেবেন না।

 

  • লক্ষ্মী পুজোর দিন একটি লাল কাপড়ে কিছুটা ধনে, একটি রুপোর কয়েন, সাতটি পদ্মবীজ, পাঁচটি লবঙ্গ এবং কয়েকটি পদ্ম বা গোলাপ ফুলের পাপড়ি একসঙ্গে বেঁধে নিন। তার পর সেই সামগ্রীগুলি মা লক্ষ্মীর চরণে রেখে দিন কোজাগরী পূর্ণিমার সারা রাত। পরের দিন সেই সামগ্রীগুলি তুলে টাকা রাখার জায়গায় বা টাকার বাক্সে রেখে দিন।

 

  • সাধারণত কোজাগরী পূর্ণিমার রাতে সারারাত জেগে থাকার বিধি আছে৷ ‘কোজাগর ’ অর্থাৎ ‘কে জেগে আছে’।ঐ দিন অবশ্যই রাত জাগবেন। এবং নিজের সাধ্য মতো এক মনে মা লক্ষীকে নিজের ঘরে চিরস্থায়ী হওয়ার কামনা জানাবেন। ঐ দিন ভুল করেও লোহার বাসন পূজায় ব্যবহার করবেন না।

 

  • ঐ দিন বাড়িতে পূর্ণিমা তিথি চলাকালীন তুলসী গাছ রোপন করতে ভুলবেন না। তুলসী গাছ রোপন করে। অবশ্যই পূজা করবেন।

Kojagori Lokkhi Puja 2023 Date and Time সাথে বিশেষ টোটকা

  • এই দিন যেন আপনার বাড়িতে কোনও ভাবে ঝগড়া-ঝামেলা, অশান্তির পরিবেশ তৈরী করবেন না।
    ঐ দিন পায়েস রান্না করে মা লক্ষ্মীর সামনে ঢাকা দিয়ে রাখুন। পরের দিন সেই পায়েস পরিবারের সকলকে দিন। এতে সংসারে আয় বৃদ্ধি পাবে এবং অর্থ কষ্ট ঘুচবে! আর, মা লক্ষ্মীকে ক্ষীরের মিষ্টান্ন অর্পণ করুন।
  • লক্ষ্মী আশির্বাদ পেতে এই দিন যদি লক্ষ্মী পুজোর সঙ্গে একই সঙ্গে নারায়ণ পুজো করা হয়। এতে কৃপা সারা বছর পাওয়া যায়। এই দিন কুমারী মেয়ে অর্থাৎ ছোট বাচ্চা পাঁচটি মেয়েকে তাঁদের পছন্দ মতো কিছু উপহার দিলে মা লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হন। যদি সম্ভব হয় এই দিন অবশ্যই গঙ্গায় স্নান করুন, এতে অত্যন্ত পুণ্য অর্জন করা যায়। এই দিন কুমারী মেয়ে অর্থাৎ ছোট বাচ্চা পাঁচটি মেয়েকে তাঁদের পছন্দ মতো কিছু উপহার দিলে মা লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হন।

Kojagori Lokkhi Puja 2023 Date and Time

আরো পড়ুন নিজের লিঙ্কে কিক্ল করে 

আর্থিক উন্নতি তে বাধা কাটানোর সহজ উপায় ঘরোয়া টোটকা

সমস্যার সমাধান হবেই হবে অব্যর্থ এই তিনটে টোটকায়

অর্থলাভের চমৎকারী টোটকা

 

মা লক্ষ্মীর আশির্বাদ আপনার এবং আপনার পরিবারের প্রতি বর্ষিত হোক। এই কামনা করি। ভালো থাকুন। সুস্থ থাকুন। তারানাথ তান্ত্রিক যোগাযোগ 70444 52555