কৌশিকি অমাবস্যার টোটকা 2023
কৌশিকি অমাবস্যার টোটকা করুন এই নিয়ম গুলো সারা বছর ভালো থাকবেন
কৌশিকি অমাবস্যার টোটকা তন্ত্র সাধনার জন্য প্রধানত আমরা তান্ত্রিকরা অমাবস্যার রাতকেই বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। প্রতিটি অমাবস্যার আলাদা আলাদা বিশেষ তাৎপর্য আছে। তন্ত্রশাস্ত্র মতে বিভিন্ন কঠিন ও গুপ্ত সাধনা এবং তার প্রয়োগ অমাবস্যা তিথিতেই করা হয়ে থাকে।
koushiki amavasya totka 2023
ঠিক তেমনি উল্লেখযোগ্য হল কৌশিকি অমাবস্যা। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্র মতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়ে থাকে। এই দিন গভীর রাতে এক বিশেষ মুহূর্তে সাধক নিজের সাধন শক্তির জোড়ে পজেটিভ অথবা নেগেটিভ শক্তিকে নিজের আয়ত্মে আনতে সক্ষম হয়।
এককথায় বলতে গেলে। এই বিষয়টি এতো সহজ নয়। তন্ত্র সাধনায় নিজেকে টিকিয়ে রাখা। এবং সাধনার শক্তি দ্বারা সিদ্ধিলাভ করা। এত সহজ নয়।
আসছি মূল প্রসঙ্গে, হাতে সময় আছে তো !
আপনার এবং আপনার পরিবারের সার্বিক উন্নতির জন্য কৌশিকি অমাবস্যার টোটকা গুলো পালন করতে পারেন।
পারিবারিক উন্নতির জন্য টোটকা
১। অমাবস্যার দিন আপনার বাড়ি ঘর বা ফ্ল্যাট খুব সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। তারপরে এই অমাবস্যায় সন্ধ্যায় বাড়ির সদর দরজার সামনে বা প্রধান দরজার সামনে দু’টি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। প্রদীপটি মাটির হলেও অসুবিধা নেই। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি নষ্ট হয়। এবং পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে।
আরোগ্য লাভের জন্য টোটকা
২। আগের দিন গঙ্গার জোয়ারের জল সংগ্রহ করে আনুন। এবং অমাবস্যার দিন ঐ জল একটি তামার ঘটিতে নিয়ে তার মধ্যে তিন চামচ কাঁচা দুধ, তিনটি চামচ গুড়ো হলুদ, সামান্য কপূর গুড়ো, সামান্য কালো তিল এবং তিনটি টাটকা জবা ফুল মিশিয়ে স্নানের সময় ঐ জল দিয়ে স্নান করুন। কর্পূর কিন্তু উন্নত মানের হতে হবে। মনে রাখবেন দ্রবের গুণ খুব গুরুত্বপূর্ণ। স্নান করার সময় ওঁ নমঃ শিবায় সর্ব বিঘ্ন নাশায় নাশায় মহাকাল ভৈরবায় নমঃ এই মন্ত্র পাঠ করবেন। যত বেশী তত ভালো।
পারিবারিক সমস্যা বা যে কোনো মনোকামনা পুরোনের জন্য নিচের টোটকাটি করতে পারেন
৩। পারিবারিক সমস্যা বা যে কোনো মনোকামনা পুরোনের জন্য একটি শুকনো নারকেল কিনে আনুন। একদামে কিনবেন। তারপরে ঐ নারকেলের যে কোনো একটি অংশ ভালো করে ফুটো করে নেবেন। এবং সেই ফুটো করে নিন। এবার এক মুঠো চিনি নিয়ে নিজের মনোকামনা জানিয়ে ঐ চিনি খুব যত্ন সহকারে নারকেলের ঐ ফুটোর মধ্যে ভরে দিন। এবার ঐ নারকেল প্রবাহ মান জলে ( নদীর জলে ) অথবা বাড়ি থেকেে ধূরে কোথায় গিয়ে মাটিতে পুতে দেবেন। এই কাজটা খুবই গোপনে করবেন। কাজটি করার সময় পুনরায় মনে মনে নিজের মনোকামনা জানাতে ভুলবেন না।
অথবা কালো কাপড় বেধে তিন রাস্তার মোড়ে ঐ নারকেলটি ফেলে দিয়ে আসুন। পিছন ফিরে আর তাকাবেন না।
আর্থিক উন্নতির টোটকা
৪। কৌশিকী অমাবস্যা দিন আটা দিয়ে আটটি ছোটো ছোটো গুলি তৈরী করুন। এবং পুকুরে বা নদীতে মাছদের উদ্দেশ্যে দান করুন। আর মনে মনে নিজের মনোকামনার কথা জানাতে ভুলবেন না। যদি পুকুর বা নদীতে যাওয়ার সমস্যা থাকলে। বাড়িতে একোরিয়ামে মাছদের খাওয়ালেও হবে। শুধু মনে মনে আর্থিক উন্নতির মনোকামনা জানাতে ভুলবেন না।
আরো পড়ুন নিজের লিঙ্ক গুলো থেকে টোটকা ও টিপস্ জেনে নিন।
আর্থিক উন্নতি তে বাধা কাটানোর সহজ উপায় ঘরোয়া টোটকা
সমস্যার সমাধান হবেই হবে অব্যর্থ এই তিনটে টোটকায়
মনে রাখবেন সমস্যা থাকলে সমাধানও আছে। আপনার জন্মছক বিচার করিয়ে সঠিক প্রতিকার করুন। এবং সফলতার দিকে এগিয়ে চলুন। যোগাযোগ করুন তারানাথ তান্ত্রিক ফোন নম্বর 70444 52555
Youtube Channel – https://www.youtube.com/galaxyastrology