Love Marriage in Astrology
Love Marriage in Astrology – অনেকেই Love affair সম্পর্কে জড়িয়ে পড়ে অনেকে সফলতা পায় আবার অনেকে পায় না। আসুন জেনেনি Love Marriage সম্পর্কে কি বলছে Astrology Subject.
Love Marriage in Astrology – প্রেমের ফলাফল শুভ পরিণয় – এটাই কাম্য। তবে দেখা যায় অনেকেই প্রেম সম্পর্কে জড়িয়ে পড়লেও বিভিন্ন কারনে সেই প্রেম, Love Marriage পর্যন্ত পৌছায় না। কেন এমন হয় ?
আরো পড়ুন Vastu Tips বিদ্যা ও একাগ্রতা লাভের জন্য। অমনোযোগী বিদ্যার্থীদের জন্য বিশেষ কার্যকারি
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, একজন সঠিক জ্যোতিষ শাস্ত্রজ্ঞ ব্যক্তি তার অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে কোন জাতক/জাতিকার জন্মছক বিচার করে বলে দিতে পারে আদেও সেই প্রেম সম্পর্কের পরিনতি কি হতে পারে।
প্রধানত আপনার জন্ম লগ্ন থেকে ঘড়ির কাঁটার বিপরীতে সপ্তমঘর বা ভাবটি এই বিষয়ের জন্য দায়ী। ঐ ঘরের অধিপতি এবং ঐ ঘরে জন্মছকের সাপেক্ষে শুভ বা অশুভ গ্রহের অবস্থান, সপ্তমপতির দশা, সপ্তম পতির অবস্থান শুভ গ্রহের দৃষ্টি ইত্যাদি নানা বিষয়ে বিচার করে বলা যেতে পারে যে আদেও প্রেম সম্পর্কটি বিবহ পর্যন্ত পৌছাবে কিনা ! Love Marriage in Astrology
আরো পড়ুন Free Astrological Remedy সমস্যা সমাধানের উপায়
জ্যোতিষ শাস্ত্রের কিছু উদাহরণ বা সূত্র এই আলোচনার মাধ্যে তুলে ধরা হচ্ছে যা আপনারা আপনাদের জন্মছকের সাথে মিলিয়ে নিতে পারে।
- আপনার জন্মছকে যদি মঙ্গল সপ্তম ঘরে বা সপ্তম ঘরের অধিপতির সাথে যুক্ত হয় তাহলে জাতক/জাতিকার প্রেম করে বিবাহ নিশ্চিত।
- যখন কোন জন্মছকে শুক্র, শনি বা রাহু দ্বারা যুক্ত থাকে তাহলে প্রেম বিবাহের যোগ তৈরী হয়।
- আপনার জন্মছকে মঙ্গল যদি পঞ্চম ভাব বা পঞ্চম পতির সাথে যুক্ত হয় তাহলে প্রেম বিবাহের সম্ভাবনা থাকে।
- যদি আপনার জন্মছকে শুক্র কো অশুভ গ্রহ বিশেষ করে মঙ্গল বা রাহুর সাথে যুক্ত হলে প্রেম বিবাহ ঘটে।
- আপনার জন্মছকে পঞ্চম ভাবের অধিপতির সপ্তম ভাবের সাথে বা সপ্তমভাবে স্থিত গ্রহের সাথে সম্বন্ধ যুক্ত হয়, তাহলে প্রেম বিবাহ হবে।
- যদি চন্দ্র আপনার জন্মছকে লগ্নের সাথে যুক্ত অথবা লগ্নপতির সপ্তমভাব বা সপ্তমভাবে স্থিত গ্রহের সাথে সম্বন্ধ যুক্ত হয়, তাহলে প্রেম বিবাহ হয়।
- পঞ্চমভাবে শুক্র আর চন্দ্রের যোগ, পঞ্চমপতির শুক্র আর চন্দ্রের সাথে সম্পর্ক প্রেম বিবাহ যোগ তৈরী করে।
- আপনার জন্মছকে পঞ্চমভাব, সপ্তমভাব এবং একাদশ ভাবের অধিপতিদের সাথে পরষ্পর সম্পর্ক থাকলে প্রেম বিবাহ ঘটে।
- যদি আপনার জন্মছকে লগ্নপতির সপ্তমে এবং সপ্তমপতির পঞ্চমে দৃষ্টি বিনিময় করে তাহলে প্রেম বিবাহ ঘটতে পারে।
এছাড়া Love Marriage এর ক্ষেত্রে আরো অনেক সূত বা উদাহরণ আছে। তবে প্রেমিক ও প্রেমিকা উভয়েরই জন্মছক বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। Love Marriage এর ক্ষেত্রে দুজনেরই জন্মছকে Love Marriage এই যোগ থাকতে হবে। তাহলেই Love Marriage হবে। Love Marriage in Astrology যদি একজনের যোগ আছে বা অন্য জনের সেই যোগটি নেই সেই ক্ষেত্রে বিভিন্ন প্রতিকারের মাধ্যমে কিছু সুফল পাওয়া যায়। মনে রাখবেন জ্যোতিষ শাস্ত্র ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং কোনো প্রতিকারই একশ শতাংশ ফল দিতে পারেনা। Love Marriage in Astrology