Free Astrology Remedy

শিব লিঙ্গ পূজার নিয়ম শিব লিঙ্গ পূজা পদ্ধতি

 শিব লিঙ্গের পূজা পদ্ধতি জেনে নিন বিস্তারিত সকল মন্ত্র সহ

 শিব লিঙ্গের পূজা পদ্ধতি কি ভাবে করবেন জেনে নিন সকল মন্ত্র, পদ্ধতি ও বিবরণ। শিব লিঙ্গের পূজার নিয়ম। শিব লিঙ্গ পূজার নিয়ম। শিব লিঙ্গ পূজা পদ্ধতি। শিব লিঙ্গ পূজার নিয়ম,শিব লিঙ্গ পূজা পদ্ধতি,শিব লিঙ্গের পূজা পদ্ধতি,শিব লিঙ্গের পূজার নিয়ম, শিব লিঙ্গ

শিব লিঙ্গ পূজার নিয়ম শিব লিঙ্গ পূজা পদ্ধতি

শিব লিঙ্গ পূজার নিয়ম

উপকরণ

  • একটি পারদ শিব লিঙ্গ  
  • শিবলিঙ্গ স্নান করানোর মতো এক ঘটি জল। ঘটি তামার হলে ভালো হয়। 
  • রুদ্রাভিষিকের জন্য কাচা দুধ। 
  • দই
  • ঘিত
  • মধু
  • একটি পাত্র (থালা)।
  • একটি গ্লাস।
  • কোশাকুশি।
  • অষ্টগন্ধা।
  • আতপ চাল।
  • কয়েকটি ফুল (নীলকন্ঠ ফুল, ধুতুরা ফুল, আকন্দ ফুল ও অপরাজিতা ফুল হলে ভালো হয়)।
  •  বেলপাতা।
  • পাঁচ রকমের ফল। এবং ধুতরা ফল ( কাঁটা যুক্ত যে ফল হয় ) 
  • ধূপ।
  • প্রদীপ। ( ঘিয়ের প্রদীপ অতি উত্তম ) 
  • নৈবেদ্য ( সাদা বাতাসা সহ পাঁচ রকমের মিষ্টি) ও পানীয় জল। 
  • সিদ্ধি। 
  • পৈতা। 
  • আপনার বাসার জন্য আসন। ( মনে রাখবেন আপনার আসন যেন অন্য কোনো ব্যক্তি ব্যবহার না করে ) 

শিব লিঙ্গের পূজার নিয়ম। 

পারদ শিবলিঙ্গের বিশেষ কিছু তন্ত্রোক্ত প্রয়োগে বা সাধনা

দুরারোগ্য ব্যধি থেকে মুক্তির জন্য পারদ শিবলিঙ্গ প্রয়োগ

এবার গঙ্গাজলে টক দই মিশিয়ে পারদ শিবলিঙ্গকে প্রতিদিন স্নান করান। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন 108 বার জপ করুন রুদ্রাক্ষের মালায়।

শত্রুবিনাশের জন্য পারদ পারদ শিব লিঙ্গ প্রয়োাগ

প্রাণ প্রতিষ্ঠিত পারদ শিবলিঙ্গ গঙ্গাজলে সরষের তেল ও কালো তিল মিশিয়ে স্নান করান। মহাদেবের আর্শীবাদে শত্রুর হাত থেকে রক্ষা পাবেন।

মানসিক চিন্তা দূর করতে পারদ শিব লিঙ্গ প্রয়োাগ

যারা দীর্ঘদিন বিভিন্ন মানসিক অশান্তিতে ভুগছেন তারা গঙ্গাজলে একটু কাঁচা দুধ ও সিদ্ধি মিশিয়ে পারদ শিবলিঙ্গ কে স্নান করান। আপনার মানসিক অশান্তি দূর হবে।

জটিল সমস্যা থেকে মুক্তি পেতে পারদ শিব লিঙ্গ প্রয়োাগ

গঙ্গাজলে কুশ রেখে ঐ কুশ সহ যোগে পারদ শিবলিঙ্গ কে নিয়মিত কুশ দ্বারা ঐ জল দিয়ে স্নান করালে আপনি জটিল সমস্যা থেকে মুক্তি পাবেন। ক্রিয়াটি করার সময় মনে মনে মহাদেবকে মনোস্কামনা জানাতে ভুলবেন না। সাথে 108 বার ওঁ নমঃ শিবায় মন্ত্র জপ করবেন রুদ্রাক্ষের মালায়।

ঋণমুক্তি পেতে পারদ শিব লিঙ্গের প্রয়োাগ

কিছু মানুষ অভাবের তাড়নায় ঋণ গ্রহণ করেন। কিন্তু কালে কালে সেই ঋণের বোঝা এক গুরুতর আকার ধারণ করে। এক্ষেত্রে গঙ্গাজলে একুশটি ফুল যুক্ত লবঙ্গ নিয়ে পারদ শিবলিঙ্গ কে স্নান করান। মহাদেবের আর্শীবাদে ঋণ মুক্তির উপায় খুজে পাবেন।

শিব লিঙ্গ পূজার নিয়ম শিব লিঙ্গ পূজা পদ্ধতি

মনে রাখবেন সব থেকে বড় উপকরণ হল ভক্তি, বিশ্বাস, একাগ্রতা ও ইচ্ছাশক্তি। এই গুলোর যেন অভাব না হয়।

শিব লিঙ্গের পূজা পদ্ধতি

আচমন – নিজ আসনে পূর্ব বা উত্তর মূখে বসতে হবে। তারপরে বাম হাতে জল নিয়ে ডান হাতের আঙুল দিয়ে সেই জল নিজের মুখে নিক্ষেপ করুন। ওঁ নমঃ শিবায় মন্ত্র দ্বারা।

দেহ মন শুদ্ধিকরণ নিয়ম মন্ত্র –

তারপরে হাত জোর করে নিচের মন্ত্র পাঠ করুন।

ওঁ অপবিত্র পবিত্রবা সর্বাবস্থাং গতোহপি বা। য: স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যভ্যন্তরো শুচি।। 

আসন শুদ্ধিকরণ নিয়ম ও মন্ত্র – শিব লিঙ্গের পূজা পদ্ধতি

যে আসনে বসে পূজা নিবেদন করবেন, সেই আসনের নিজে জল দিয়ে আঙুল দ্বারা নিম্নে ত্রিকোণ মণ্ডল অঙ্কন করতে হবে। তারপরে  আসনের উপর একটী ফুল দিয়ে পাঠ করবেন, এতে গন্ধপুষ্পে ওঁ হ্রীঁ আধারশক্তিকমলাসনায় নমঃ

তারপরে আসনের দুই দিক ধরে পাঠ করবেন — আসনমন্ত্রস্য মেরুপৃষ্ঠঋষিঃ সুতলং ছন্দঃ কূর্মো দেবতা আসনোপবেশনে বিনিয়োগঃ। এবং হাত জোড় করে পাঠ করিবে — ওঁ পৃথ্বি ত্বয়া ধৃতা লোকা দেবি ত্বং বিষ্ণুনা ধৃতা। ত্বঞ্চ ধারয় মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম্

কর-শুদ্ধিকরণ পদ্ধতি ও নিয়ম – 

ঐং মন্ত্র দ্বারা একটি রক্তবর্ণ পুষ্প নিয়ে “ওঁ” এই মন্ত্রে ঐ পুষ্প করদ্বয়ে পেষণ করতে করতে “হ্সৌঁ” মন্ত্রে ঐ পুষ্প ঈশানকোণে প্রক্ষেপ করতে হবে।

জল-শুদ্ধি

অঙ্কুশমুদ্রা দ্বারা কোশার জলে তীর্থ আবাহন করিয়া পাঠি করিবে,—

ওঁ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরি সরস্বতি।

নর্মদে সিন্ধু কাবেরি জলেঽস্মিন্ সন্নিধিং কুরু॥

শিব লিঙ্গ পূজার নিয়ম শিব লিঙ্গ পূজা পদ্ধতি

পুষ্পশুদ্ধি

পুষ্পগুলি যথাসম্ভব স্পর্শ করে পাঠ করবে ( নিরাচ মুদ্রায় ) —

ওঁ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে। পুষ্পচয়াবকীর্ণে চ হূং ফট্ স্বাহা॥

স্বস্তি বাচন

ওঁ কর্ত্তব্যেঽস্মিন শ্রীশিবপূজা কর্মণি ওঁ পুন্যহং ভবন্তোঽধিব্রুবন্তু। ওঁ পুন্যহং। ওঁ পুন্যহং। ওঁ পুন্যহং।

ওঁ কর্ত্তব্যেঽস্মিন শ্রীশিবপূজা কর্মণি ওঁ স্বস্তি ভবন্তোঽধিব্রুবন্তু। ওঁ স্বস্তি। ওঁ স্বস্তি। ওঁ স্বস্তি।

ওঁ কর্ত্তব্যেঽস্মিন শ্রীশিবপূজা কর্মণি ওঁ ঋদ্ধিং ভবন্তোঽধিব্রুবন্তু। ওঁ ঋদ্ধ্যতাম্ ওঁ ঋদ্ধ্যতাম্ ওঁ ঋদ্ধ্যতাম্।

তারপরে হাত জোড় করে 

ওঁ সূর্য্যঃ সোমো যমঃ কালঃ সন্ধ্যে ভূতান্যহঃক্ষপাঃ। পবনো দিক্পতির্ভূমিরাকাশং খচরামরাঃ। ব্রাহ্মং শাসনমাস্থায় কল্পধ্বমিহ সন্নিধিম্॥ ওঁ তৎসৎ অয়মারম্ভঃ শুভায় ভবতু॥

ওঁ স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ। স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু॥ ওঁ গণানাং ত্বা গণপতিহঁং হবামহে, ওঁ প্রিয়াণাং ত্বা প্রিয়পতিহঁং হবামহে, ওঁ নিধিনাং ত্বা নিধিপতিহঁং হবামহে। বসো মম॥ ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ওঁ স্বস্তি॥

সংকল্প বিধি – প্রতিটি পূজায় সংকল্প বিধি খুবই গুরুত্বপূর্ণ। কারন সংকল্পের দ্বারাই আপনি নির্দিষ্ট দেবতাকে আপনার মনের উদ্দেশ্য জানিয়ে আবাহন করবেন।

সংকল্পের উপকরণ – একটি কুশিতে বেলপাতা, হরতকি, আতপ চাল, কালো তিল, অষ্টগন্ধা মিশ্রিত ফুল ও বেলপাতা। আর একটি পাত্র ( তামার )

পদ্ধতি –  উত্তর বা পূর্বমুখে আসনে বসে প্রথমে একটি তামার পাত্র আপনার ডান দিকে রাখবেন। তারপরে বাম হাতে কুশিতে দ্রব্য সামগ্রী নিয়ে ডান হাত চাপা দিয়ে ডান হাটুতে নিচের সংকল্প বাক্য পাঠ করে কুশি সমেত সমগ্র দ্রব্য সামগ্রী একবারে ঐ বড় পাত্রে ফেলে দেবেন উপুর করে।

ওঁ বিষ্ণুরোম তৎসৎ আদ্য সোমবারে শ্রাবণ মাসে কর্কট রাশিতে ভাস্করে কৃষ্ণপক্ষে সপ্তমী তিথৌ সর্ব পচ্ছান্তি পূর্বক আমি অমুক গোত্রায়া নিজের নাম অমুক কামনার (এখানে মনে মনে আপনার মনোকামনা জানাবেন) চতুবর্গ ফল প্রাপ্তির অভীষ্টয়ে গণেশাদি নানা দেবতার পূজা পূর্বক দেবাদিদেব মহাদেব সশক্তিক আবাহন পূর্বক যথাশক্তি পূজা জপ করিষ্যামি।

এবার একে একে গণেশাদি নানা দেবতার সাধারণ পূজা –

গণেশজী কে পূজা নিবেদন – ( সচন্দন ফুল নিয়ে ) এতে গন্ধপুষ্পে ওঁ গং গণপতয়ে নমঃ। হাতজোড় করে গণেশজীর প্রনাম মন্ত্র পাঠ করতে হবে। একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্। বিঘ্ননাশককরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্।।

সূর্যদেবকে পূজা করবেন – ( সচন্দন ফুল নিয়ে ) এতে গন্ধপুষ্পে হ্রীং সূর্যদেবায় নমঃ। হাতজোড় করে সূর্য প্রনাম মন্ত্র পাঠ করতে হবে। ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারীং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্ ।।

দুর্গাদেবী কে পূজা নিবেদন – ( সচন্দন ফুল নিয়ে ) এতে গন্ধপুষ্পে হ্রীং দুর্গায় নমঃ। হাতজোড় করে দুর্গাদেবীর প্রনাম মন্ত্র পাঠ করতে হবে। 

ওঁ সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে | শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়নি নমোহস্তুতে ||

সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনি | গুণাশ্রয়ে গুণময়ে নারায়নি নমোহস্তুতে ||

শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে | সর্বস্যার্তি হরে দেবি নারায়নি নমোহস্তুতে ||

এবার হাতে ফুল নিয়ে হাতজোড় করে – নিচের এই মন্ত্র পাঠ করবেন 

ওঁ শিবরাত্রি ব্রতং হ্যেতৎ করিষ্যে দৃহং মহাফলং। নির্বিঘ্নমস্তু মে দেব তৎপ্রাদাজ্জগৎপতে।।

কুর্মো মুদ্রায় হাতে ফুল বেলপাতা ও আতপচাপ সহযোগো পাঠ করতে হবে

শিব লিঙ্গের পূজা পদ্ধতি

ধ্যানমন্ত্র
ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং
রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্॥
পদ্মাসীনং সমন্তাত্‍ স্তুতমমরগণৈর্ব্যাঘ্রকৃত্তিং বসানং।
বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্॥

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥ তারপরে ফুল বেলপাতা শিবলিঙ্গে অর্পন করে।  ঘটিতে জল নিয়ে পুনরায়

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥ 

ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ॥

আরো পড়ুন নিজের লিঙ্ক গুলো থেকে টোটকা ও টিপস্ জেনে নিন।

আর্থিক উন্নতি তে বাধা কাটানোর সহজ উপায় ঘরোয়া টোটকা

সমস্যার সমাধান হবেই হবে অব্যর্থ এই তিনটে টোটকায়

অর্থলাভের চমৎকারী টোটকা

এই মন্ত্র পাঠ করে শিবলিঙ্গকে স্নান করাবেন।  শিব লিঙ্গের পূজা পদ্ধতি

তারপরে ( অগুরু মিশ্রন করে ) গন্ধপুষ্প নিয়ে –  এতে গন্ধপুষ্প ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥  ওঁ নমঃ শিবায় নমঃ এই মন্ত্রে শিবলিঙ্গে পুষ্প নিবেদন করুন। 

তারপরে সচন্দন ( অষ্টগন্ধা ) গন্ধপুষ্প  নিয়ে –  এতে সচন্দন গন্ধপুষ্প ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥  ওঁ নমঃ শিবায় নমঃ এই মন্ত্রে শিবলিঙ্গে পুষ্প নিবেদন করুন। 

তারপরে সচন্দন ( অষ্টগন্ধা ) বিল্বপত্র  নিয়ে –  এতে সচন্দন বিল্বপত্র ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥  ওঁ নমঃ শিবায় নমঃ এই মন্ত্রে শিবলিঙ্গে বিল্বপ্ত্র নিবেদন করুন। 

তারপরে ধূপ  নিয়ে –  এতে ধূপং ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥  ওঁ নমঃ শিবায় নমঃ এই মন্ত্রে শিবলিঙ্গে ধূপ নিবেদন করুন। 

তারপরে দীপ  নিয়ে –  এতে দীপং ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥  ওঁ নমঃ শিবায় নমঃ এই মন্ত্রে শিবলিঙ্গে দীপ নিবেদন করুন। 

তারপরে নৈবেদ্য  নিয়ে –  এষ সোপকরনং নৈবিদ্যং ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥  ওঁ নমঃ শিবায় নমঃ এই মন্ত্রে শিবলিঙ্গে নৈবেদ্য নিবেদন করুন। 

শিব লিঙ্গ পূজার নিয়ম শিব লিঙ্গ পূজা পদ্ধতি

শিবলিঙ্গকে অভিষেক বা স্নান (শিব লিঙ্গের পূজা পদ্ধতি)

দুধ দ্বারা স্নানের মন্ত্র: ইদং স্নানীয় দুগ্ধং ওঁ হৌং ঈশানায় নমঃ’৷

দই দিয়ে স্নানের মন্ত্র: ‘ইদং স্নানীয় দধিং ওঁ হৌং অঘোরোয় নমঃ’ ৷

ঘি দিয়ে স্নানের মন্ত্র: ‘ইদং স্নানীয় ঘৃতং ওঁ হৌং বামদেবায় নমঃ’৷

মধু দিয়ে স্নানের মন্ত্র: ‘ইদং স্নানীয় মধুং ওঁ হৌং সদ্যজাতায় নমঃ’৷

এবার ওঁ নমঃ শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র রুদ্রাক্ষের মালায় জপ করুন।

দেবাদিদেবের প্রণাম মন্ত্রশিব লিঙ্গের পূজা পদ্ধতি

ওঁ নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায় হেতবে।

নিবেদিয়ামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বর।

মহাদেব মহাত্মানাং মহাযোগী মহেশ্বরম।

মহাপাপং হরং দেবং মকরায় নমো নমঃ।।