নুন এর টোটকায় হবে সঙ্কট মুক্তি বিনামূল্যে প্রতিকার
নুন এর টোটকায় হবে সঙ্কট মুক্তি বিনামূল্যে প্রতিকার
নুন বা লবণ একটি প্রাকূতিক ক্ষার পদার্থ। বৈজ্ঞানিক ভাষায় নুনকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড। আমাদের দৈনন্দিন জীবনে বিশেষত রান্নায় নুন একটি বিশেষ উপাদান। এটি যেমন একদিকে আমাদের আয়ু বাড়ায় আবার অন্য দিকে আয়ু ক্ষয় করে। তাই একটি নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা উচিত।
আরো পড়ুন ঋণ থেকে মুক্তির টোটকা
জ্যোতিষ শাস্ত্র মতে নুন হল চন্দ্র ও শুক্রের কারক বা প্রতিনিধি বলা যেতে পারে। আমি বহু গ্রন্থে এর বিশেষ ব্যবহার খুজে পেয়েছি। যা খুবই দুর্লভ। জীবনের সঙ্কট মুক্তিতে কি ভাবে এটি প্রয়োগ করা যেতে পারে তা নিয়ে আপনাদের জন্য আলোচনা করছি।
আরো পড়ুন গণেশ সাধনায় হবে ব্যবসায় উন্নতি
দারিদ্রতা দূর করতে ঃ প্রতিদিন কেবল মাত্র বূহস্পতির বার বাদ দিয়ে বাড়ির ঘর বা মেঝে জল দিয়ে পোছার সময় জলে অল্প একটু সামুদ্রিক নুন মিশিয়ে নিন। এতে নেগেটিভ শক্তি নাশ হয়। আর্থিক উন্নতি লাভ হয়।
বাস্তুদোষ নাশ করতে ঃ বাড়ির টয়লেট হল সব থেকে নেগেটিভ শক্তির উৎস। একটি কাঁচের পাত্রে সামুদ্রিক লবন আপনার টয়লেটের একটু উচুঁ স্থানে রেখে দিন এবং কমপক্ষে 15 দিন 30 দিন অন্তর অন্তর পরিবর্তন করুন। বাড়িতে বাস্তুদোষ নাশ হবে।
আর্থিক উন্নতির জন্য ঃ একটি কাঁচের গ্লাসে জল ভর্তি জরে তাতে সামুদ্রিক লবন গুলে সেই জল ভর্তি গ্লাসটি আপনার অফিসে বা বাড়িতে বা ব্যবসার স্থানে নৈঋত কোণে রেখে দিলে ব্যবসায় আর্থিক স্বচ্ছলতা বূদ্ধি পাবে।
রোগ মুক্তির জন্য ঃ যারা বিভিন্ন রোগে ভুগছেন তারা যদি সামুদ্রিক লবন মিশ্রিত জলে স্নান করেন তাহলে স্বাস্থ্যের উন্নতি হয়। এছাড়া রাতে শোয়ার সময় মাথার কাঠে একটি কাঁচের পাত্রে সামুদ্রিক লবন রেখে দিন এবং সাতদিন অন্তর অন্তর পরিবর্তন করুন। লক্ষ্য রাখবেন যাতে অসুস্থ ব্যক্তিটি মাথাটি যেন সর্বদা পূর্ব দিকে থাকে।
আরো কয়েকটি টিপস্ ঃ
- নুন সর্বদা কাঁচের বা মাটির পাত্রে রাখুন।
- লোহা বা স্টীলের পাত্রে নুন কখনোই রাখবেন না।
- হাতে হাতে নুন আদান প্রদান করবেন না।
- হঠাৎ যদি কোন ভাবে নুন মাটিতে পড়ে যায়, তা অমঙ্গল বা অশুভ বলে মনে করা হয়।
আগে নিজে এই প্রয়োগ গুলি ব্যবহার করুন উপকার পেলে অন্যকেও শেয়ার করুন। মানব জীবনে সমস্যা থাকবেই তবে তার জন্য শাস্ত্র মতে নানা সমাধানের উল্লেখ আছে। তবে কোন সমস্যার একশো শতাংশ সমাধান হয়তো হয় না। জ্যোতিষ শাস্ত্র ভাগ্য বদলাতে পারে না।