Free Astrology Remedy

Vastu Tips বিদ্যার্থীদের জন্য বিশেষ কার্যকারি

Vastu Tips বিদ্যার্থীদের জন্য অমনোযোগী ছাত্র/ছাত্রীদের বিশেষ কিছু কার্যকারী প্রয়োগ।জেনে নিন বিস্তারিত

Vastu Tips বিদ্যার্থীদের জন্য বিশেষ কার্যকারি – যেহেতু প্রত্যেকের জন্মছক আলাদ তাই জন্মছকে গ্রহের প্রভাবও আলাদা হবে। তাই জ্যোতিষ বিচার না করে ছাত্র বা ছাত্রীর প্রতিকার কতটা কার্যকারি হবে তা নিয়ে ব্যক্তিগত ভাবে আমার সন্দেহ আছে। তাই আমি মনে করি অমনোযোগী ছাত্র/ছাত্রীদের জন্মছক বিচার করে তারপরে সেই অনুযায়ী প্রতিকার নেওয়া উচিত।

আরো পড়ুন জন্ম তারিখ অনুযায়ী আপনি কেমন মানুষ ? Numerology

তবে বাস্তুগত কিছু পরবির্তনের দ্বারাও অমনোযোগী ছাত্র/ছাত্রীদের বিশেষ Vastu Tips ( Vastu Tips বিদ্যার্থীদের জন্য ) দেওয়া হল। বিদ্যার্থীদের চঞ্চলতার কারনে যোগ্যতা থাকলেও আশানুরূপ ফল লাভ হয় না।

Vastu Tips বিদ্যার্থীদের জন্য বিশেষ কার্যকারি

  1. একটি কাঁচের তৈরী বাটিতে সামান্য জল, সামান্য গোলাপ জল, দিয়ে তার মধ্যে লাল ফুল বা গোলাপ ফুলের আটটি পাঁপড়ি দিয়ে বিদ্যার্থীদের পড়ার টেবিলের ঈশাণ কোনে বা যে ঘরে আপনার সন্তান লেখাপড়া করে সেই ঘরের ঈশাণ কোণে ( উত্তর-পূর্ব কোণে) রেখে দিন। প্রতি শুক্রবার করে জল ও পাঁপড়ি পরিবর্তন করুন। মনোযোগ বাড়বে।
  2. পড়ার টেবিলে সর্বদা সবুজ রঙের ক্লথ ব্যবহার করুন। এতে বিদ্যা লাভের বাধা দূর হয়। সবুজ রঙ ছাত্র/ছাত্রীদের বুদ্ধির বিকাশে সাহায্য করে।
  3. একটি ক্রিস্টাল বল বা একটি ক্রিস্টাল গ্লোব পড়ার টেবিলে রেখে দিতে পারেন। এবে মনোযোগ বাড়বে। আরো পড়ুন বাংলা নববর্ষ 1427 সালে ব্যবসায়িদের জন্য রাশি অনুযায়ী সৌভাগ্য লাভের Business Tips

Vastu Tips বিদ্যার্থীদের জন্য বিশেষ কার্যকারি

  1. এমন অনেক বিষয় আছে যাতে আপনার সন্তান দুর্বল যেমন, অনেকের ক্ষেত্রে অঙ্ক বা ইতিহাস ইত্যাদি। যে বিষয়টি দুর্বল সেই বিষয়ের বইটি বৃহস্পতিবার নিজের অনামিকা আঙ্গল দিয়ে অষ্টগন্ধার আটটি ফোটা দিয়ে মা তাঁরার কাছে বিদ্যা লাভের প্রার্থনা করলে বিশেষ ফল লাভ হতে পার।
  2. বিদ্যার্থীদের কাঁচা নুন খাওয়া বাড়ন। এতে মনের চঞ্চলতা বৃদ্ধি হয়।
  3. শিস ভাঙা পেন বা কালি ছাড়া পেন কখনোই পড়ার টেবিলে যেন না থাকে।
  4. সর্বদা ঈশাণ কোণে অর্থাধ উত্তর পূর্ব কোণে মুখ করে লেখাপড়া করা উচিত।
  5. সকালে দাঁত মাজার সময় পেস্টে একটু ফিটকারীর গুড়ো মিশিয়ে দাঁত মাজলে মেধা বৃদ্ধি হয়।

Vastu Tips বিদ্যার্থীদের জন্য বিশেষ কার্যকারি

  1. আপনার সন্তান কে পাঁচটি করে তুলসী পাতা খাওয়ান। বিদ্যার্থীদের জন্য তুলসীপাতা বিশেষ উপকারী। পড়াশোনা মনে রাখা এবং মেধা শক্তি বৃদ্ধি করতে তুলসী পাতা যথেষ্ট সাহায্য করে। প্রতিদিন সকালে খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেতে হবে।
  2. শুয়ে শুয়ে পড়া – লেখা কখনোর করা উচিত নয়।
  3. বিদ্যার্থীদের অকারণে রাত জাগা কখনোই উচিত নয়। ভোর বেলায় ঘুম থেকে উঠে পড়াশুনো করা উচিত।
  4. পড়া শুরু করার সময় একঅক্ষর স্বরসতী বীজ 108 পাঠ করে পড়াশোনা শুরু করা উচিত।
  5. সেই সাথে যদি ধ্যান যোগ অভ্যাস করা যায় তাহলে আরো ভালো হয়।