Tula Rashifal August 2022 Bangla Libra Monthly Horoscope

Tula Rashifal August 2022 Bangla Libra Monthly Horoscope

Tula Rashifal August 2022 তুলা রাশির আগস্ট মাস মাস 2022 কেমন যাবে জেনে নিন আর সাথে বিনামূল্যে প্রতিকার

Tula Rashifal August 2022 তুলা রাশির রাশিফল August 2022 আপনার কেমন যাবে জানতে এই প্রবন্ধটি পড়ুন এবং জেনে নিন রাশিফল আগস্ট মাস মাস 2022, Bengali Rashifal, তুলা রাশি রাশিফল August 2022 অনুযায়ী জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী Monthly Horoscope August 2022 তুলা রাশির চাকরি, ব্যবসা, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, আর্থিক পরিস্থিতি, লেখাপড়া, স্বাস্থ্য ইত্যাদির আগাম

আভাস এবং সাথে আছে বিনামূল্যে তুলা রাশির প্রতিকার

রাশিফল একটি সার্বিক গণনা। সর্বিক রাশিফলের সাথে নিজের ব্যক্তিগত জন্মছকের বিচার ও বিশ্লেষণ অধিক গুরুত্বপূর্ণ।

আসুনে জেনে নিন, আগস্ট মাস মাস 2022 অনুযায়ী আপনার রাশিফল। আগস্ট মাস মাস আপনার কেমন যাবে।

Tula Rashifal August 2022 Bangla

আগস্ট মাসের রাশিফল প্রতিকার

Tula Rashifal August 2022 এই প্রবন্ধে রয়েছে তুলা রাশির রাশিফল

আগস্ট মাস মাস 2022, এই মাস তুলা রাশির পুরুষ এবং মহিলাদের জন্য কেমন যাবে। জ্যোতিষ শাস্ত্র মতে কোন কোন গ্রহ আপনাকে শুভ ফল প্রদান করবে, আপনি আপনার কর্মক্ষেত্রে কতটা সফল হবে, আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, বিবাহিত জীবন ও প্রেম সম্পর্ক কেমন কাটবে।

Tula Rashifal August 2022 Bangla Libra Monthly Horoscope

এছাড়া, তুলা রাশির ছাত্র/ ছাত্রীদের পড়াশোনা, আপনার স্বাস্থ্য ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা কেবলমাত্র সৌভাগ্যের

বন্ধু জ্যোতিষ পত্রিকায়। আর থাকছে আপনার জন্য বিনামূল্যে আগস্ট মাস মাস অনুযায়ী বিশেষ প্রতিকার। জেনে নিন তুলা রাশির ভাগ্য।

নিচের এই লিঙ্কটি কিল্ক করে আপনি জেনে নিতে পারেন

জন্ম রাশি অনুযায়ী কোন রঙ আপনার জন্য শুভ জেনে নিন

আর্থিক উন্নতি তে বাধা কাটানোর সহজ উপায় ঘরোয়া টোটকা

গ্রহ দোষ নিবারণের অব্যর্থ টোটকা

Tula Rashi Rashiphal August 2022 Bengali Rashifal

আসুন আপনার জন্ম রাশি তুলা রাশির নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক।

আগস্ট মাস মাস 2022 অনুযায়ী তুলা রাশির মানুষদের চাকরি পরিস্থিতি কেমন হতে পারে।

তুলা রাশিফল চাকরি আগস্ট মাস মাস 2022 Bengali Rashifal

আপনার ভাগ্য বুধ এবং কর্মপতি কর্কট সেই দিক থেকে বুধের অবস্থান আগস্ট মাসে শুভ। ভাগ্য আপনার সাথে থাকবে। একাদশপতি আপনার কর্মস্থানে অবস্থান করছে।

সার্বিক দিক থেকে কর্মক্ষেত্রে আপনার সফলতা বজায় থাকবে। চাকরিজীবিদের ক্ষেত্রে কর্মে উন্নতি ঘটবে।

চাকরিতে উন্নতি হবে। যারা নতুন চাকরি খুজছেন বা যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য ভালো সময়। 

এই লিঙ্কটি ওপেন করে জেনে নিন, জ্যোতিষ বিচার অনুযায়ী কোন পেশায় আপনার সাফল্য 

আসছি তুলা রাশির যে সকল মানুষেরা ব্যবসা করছেন তাদের কেমন যেতে পারে আগস্ট মাস মাস 2022 জেনে নিন।

Tula Rashifal August 2022 Bangla Libra Monthly Horoscope

তুলা রাশিফল ব্যবসা আগস্ট মাস 2022 Bengali Rashifal

ব্যবসায়ীদের ক্ষেত্রেও আয় উন্নতি বাড়বে। তবে পরিশ্রম করতে হবে। এই মাসে কোনো বড় বিনিয়োগ করবেন না। কারন আয় উন্নতি বাড়লেও মঙ্গলের রাশি পরিবর্তন আপনার ব্যবসার জন্য শুভ প্রভাব দেবে না। নতুন ব্যবসা শুরু করার কোনো পরিকল্পনা থাকলে এই মাসটা অপেক্ষা করে যান।

ব্যবসায় আর্থিক উন্নতির জন্য গণেশজীর মন্ত্র জেনে নিন

আগস্ট মাস মাস তুলা রাশির জন্য কেমন অর্থিক পরিস্থিতি নিয়ে আসতে পারে জেনে নিন।

তুলা রাশিফল আর্থিক পরিস্থিতি আগস্ট মাস 2022 Bengali Rashifal

খরচ কে নিয়ন্ত্রন করুন। বাকি সব ঠিক হয়ে যাবে।  

আর্থিক উন্নতির বাধা কাটানোর সহজ উপায় ঘরোয়া টোটকা গুলো জানতে এই লিঙ্কটি ওপেন করুন

আসছি, তুলা রাশির বিবাহিত জীবন ও প্রেম ভালোবাসার আগস্ট মাস মাসের আগাম পূর্বাভাস নিয়ে। কেমন থাকবে আপনার বিবাহিত জীবন ও প্রেম সম্পর্ক জেনে নিন।

Astrology Remedy for Money Read More

তুলা রাশিফল বিবাহিত জীবন প্রেম ভালোবাসার সম্পর্ক আগস্ট মাস 2022 Bengali Rashifal

আপনার জন্মরাশির সাপেক্ষে পঞ্চম ভাব কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির অধিপতি আপনার পঞ্চমপতি শনিদেব মকর রাশিতে বক্রী অবস্থায় রয়েছে।তুলা রাশির ঢাইয়াও চলছে এখন। তবে সার্বিক গণণার বলা যেতে পারে আপনার প্রেম সম্পর্ক আগস্ট মাসে ভালোই থাকবে। তবে আপনার ওভার থিংকিং আপনার চাহিদা এগুলো কে নিয়ন্ত্রন করুন। তা নাহলে আপনি আপনার সম্পর্কে পিছিয়ে মনে পড়বেন।

জানেন কি যে তুলা রাশির জাতক/ জাতিকারা এমনিতেই অনেক বেশী রোমান্টিক মানসিকতার হয়ে থাকে। পরিস্থিতি ভালোই আছে। যারা মনে করছেন কোনো প্রেম সম্পর্কে যুক্ত হবেন বা আপনার প্রিয়জনকে মনের কথা বলবেন তাদের জন্য আগস্ট মাস ভালো। প্রেম আপনার হবে। প্রেমে আপনি সফলও হবেন। তবে তাড়াহুরো করে কিছু করা বা আবেগে সেথা কিছু সিন্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

যারা মনে করছেন আপনাদের সম্পর্কের কথা বাড়িতে জানাবেন তারা এই মাসটি কাজে লাগাতে পারেন।

 

আপনার জন্মছকের সাপেক্ষে সপ্তমভাব হল মেষ রাশি। আর মেষ রাশির অধিপতি মঙ্গল 10ই আগ্সট পর্যন্ত আপনার সপ্তম ভাবে অবস্থান করবে। এবং সাথে আছে রাহু।

আগস্ট মাসের রাশিফলের সার্বিক গণণায় বলা যায়, আপনার বিবাহিত জীবন আগস্ট মাসে মিশ্রিত ফলাফলের মধ্যে দিয়ে যাবে। তবে 10ই আগস্টের পর থেকে মঙ্গলের রাশি পরিবর্তন তাও আবার অষ্টম ভাবে। সেটা আপনার বিবাহিত জীবনের পক্ষে শুভ নয়।

Tula Rashifal August 2022 Bangla Libra Monthly Horoscope

নিজেদের মধ্যে অকারনে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা তৈরী হবে। নিজেদের সম্পর্ক নিয়ে নিজেদের মধ্যে মতোবিরোধ, মতানৈক্য তৈরী হবে যা আপনার বিবাহিত জীবনকে সমস্যায় ফেলবে। 

মোহিনী গণেশ মন্ত্র দ্বারা কার্য সিদ্ধি করুন জেনে নিন বিস্তারিত

বিবাহে বাধা দূর করার জ্যোতিষ উপায়

তুলা রাশিফল পড়াশুনা আগস্ট মাস 2022 Bengali Rashifal

আপনার মনের মধ্যে লেখাপড়ায় ইচ্ছা থাকলেও বিভিন্ন সময় আপনার মন চঞ্চল হয়ে উঠবে। এরফলে স্যোলাম মিডিয়া, ইউটিউব ইত্যাদি ক্ষেত্রে মন ডাইর্ভাট হয়ে যাবে। মন কে নিয়ন্ত্রন করুন। বই নিয়ে পড়তে বসেছেন কিন্তু মন অন্য কোথায় চলে গেছে। এরফলে এই মাসে অনেকেই লেখাপড়ায় পিছিয়ে পড়বে।

অনেকেই এই কথাটা কেন বললাম? কারন রাশি এক হলেই সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না।

তবে সার্বিক গণণার ভিত্তিতে বলা যায়, 17ই আগস্টের পর থেকে কিছুটা হলেও পরিস্থিতির শুভ পরিবর্তিন ঘটবে।

লেখাপড়ায় সফলতার টিপস্ পড়ুন এই লিঙ্কটি ওপেন করে

লেখাপড়ায় উন্নতির জন্য বাস্তু টিপস্

আসছি আগস্ট মাস মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে বা নিয়ে কিছু আগাম আভাস।

তুলা রাশিফল স্বাস্থ্য আগস্ট মাস 2022 Bengali Rashifal

আপনার জন্মরাশির অধিপতি শুক্র গ্রহ। অবস্থান করছে ভাগ্যস্থানে মিথুন রাশিতে আবার আগস্ট মাসের 7 তারিখে রাশি পরিবর্তন করে চলে আসবে দশম ভাবে কর্কট রাশিতে। জন্ম রাশির অধিপতি শুক্রের অবস্থান শুভ। সার্বিক ভাবে এই মাসে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। তবে মঙ্গল ও রাহুর প্রভাবে মাঝে মাঝে সামান্য মাইগ্রেন বা রক্তচাপ সম্বন্ধীয় সমস্যা তৈরী হবে। তবে যদি আপনার জন্মছকে শুক্র যদি বলবান হয় তাহলে ভয়ের কোনো কারন নেই।

কোন গ্রহের প্রভাবে কোন রোগ হয় জেনে নিন

প্রতি মাসের মতো এই মাসের তুলা রাশির জন্য রয়েছে বিশেষ প্রতিকার।

তুলা রাশি প্রতিকার আগস্ট মাস 2022

নুন টোটকার সমস্যার সমাধান করবেন কি ভাবে জানুন এই লিঙ্কটি ওপেন করে

তুলা রাশির উপায়

জানুন গ্রহদোষ নিবারণের অব্যর্থ উপায়

এই লিঙ্কটি ওপেন করে জেনে নিন নব গ্রহের শান্তি মন্ত্র ও উপায়

আরো টোটকা ও টিপস্ জানতে নিচের লিঙ্কটি ওপেন করুন

অশ্বত্থ গাছের দ্বারা ইচ্ছাপূরণ টোটকা

প্রতিকার –

তুলা রাশির আগস্ট মাসের প্রতিকার

প্রতিদিন শুক্র ও বুধের বীজ মন্ত্র জপ করুন। পাখিদের উদ্দেশ্যে খাবার দান করুন।

Tula Rashifal August 2022 Bangla

Tula Rashifal August 2022 বাংলা ভাষায় প্রকাশিত আগস্ট মাসের রাশিফল একটি সার্বিক গণণা। যা জ্যোতিষ বিচার পদ্ধতি অনুযায়ী রাশিচক্রে তুলা রাশি অনুযায়ী গ্রহের গোচর অবস্থান ও প্রভাব নিয়ে তৈরী। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন। তাহলে নিজের আগস্ট মাসের রাশিফল জানতে যোগাযোগ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published.