a

Dhanu Rashifal April 2021 Bangla Rashifal Monthly Horoscope

Dhanu Rashifal April 2021 Bangla Rashifal Monthly Horoscope April

Dhanu Rashifal April 2021 : ধনু রাশির রাশিফল April 2021 আপনার কেমন যাবে জানতে এই প্রবন্ধটি পড়ুন এবং জেনে নিন রাশিফল এপ্রিল মাস 2021, Bengali Rashifal, ধনু রাশি রাশিফল April 2021 অনুযায়ী জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী Monthly Horoscope April 2021 ধনু রাশির চাকরি, ব্যবসা, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, আর্থিক পরিস্থিতি, লেখাপড়া, স্বাস্থ্য ইত্যাদির আগাম আভাস এবং সাথে আছে বিনামূল্যে ধনু রাশির প্রতিকার

Dhanu Rashifal April 2021কেমন যাবে, এই রাশিফল লিখেছেন সৌভাগ্যের বন্ধু জ্যোতিষ পত্রিকার সম্মানীয়া অতিথি লেখিকা মাননীয়া শ্রীময়ী সোনাই শাস্ত্রী। যিনি ভারতে প্রথম আদি মিশরীয় তন্ত্র পদ্ধতির প্রয়োগে বিভিন্ন মানসিক ও গ্রহগত নানা সমস্যার স্থায়ী সমাধানে সিদ্ধ হস্তা। শুধু তাই নয়, শ্রীময়ী সোনাই শাস্ত্রী প্রখ্যাত হস্তরেখাবিদ্ ও জ্যোতিষ বিচারে বিশেষ পারদর্শীনি।

Dhanu Rashifal April 2021 এই প্রবন্ধে রয়েছে ধনু রাশির রাশিফল এপ্রিল মাস 2021, এই মাস ধনু রাশির পুরুষ এবং মহিলাদের জন্য কেমন যাবে। জ্যোতিষ শাস্ত্র মতে কোন কোন গ্রহ আপনাকে শুভ ফল প্রদান করবে, আপনি আপনার কর্মক্ষেত্রে কতটা সফল হবে, আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, বিবাহিত জীবন ও প্রেম সম্পর্ক কেমন কাটবে। এছাড়া, ধনু রাশির ছাত্র/ ছাত্রীদের পড়াশোনা, আপনার স্বাস্থ্য ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা কেবলমাত্র সৌভাগ্যের বন্ধু জ্যোতিষ পত্রিকায়। আর থাকছে আপনার জন্য বিনামূল্যে এপ্রিল অনুযায়ী বিশেষ প্রতিকার।

Dhanu Rashifal April 2021 Bangla Rashifal Monthly Horoscope

a

a

ধনু রাশির রাশিফল কেমন যাবে এপ্রিল মাস 2021 আপনার জন্য।

a

নিচের এই লিঙ্কটি  কিল্ক করে আপনি জেনে নিতে পারেন

a

আর্থিক উন্নতি তে বাধা কাটানোর সহজ উপায় ঘরোয়া টোটকা

a

যদি আপনার বাড়িতে নেগেটিভ শক্তি থাকে তাহলে কি করে কাটাবেন

Dhanu Rashi Rashiphal April 2021 Bengali Rashifal

ধনু রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি। ধনু রাশির জন্মছকে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বিভিন্ন গ্রহের অবস্থান ইত্যাদির উপর জ্যোতিষ বিচার করে তৈরী এই এপ্রিল মাসের ধনু রাশির রাশিফলে কি পরিবর্তন আসতে চলেছে  জেনে নিন।

আর্থিক ও পারিবারিক সম্পর্কের দিক থেকে এপ্রিল মাস ধনুরাশির জাতক / জাতিকাদের জন্য বিশেষ ভাবে ভাগ্যশালী। এই মাসে আপনাকে বিশেষ কিছু সিন্ধান্ত নিতে হবে। পরিস্থিতি নিজের আয়ত্বেই থাকবে। আসুন বিস্তারিত আলোচনায় আশা যাক।

ধনু রাশিফল চাকরি এপ্রিল মাস 2021 Bengali Rashifal

এই মাসে যারা চাকরিজীবি আছেন, তাদের কে পরিশ্রম করেই এগিয়ে যেতে হবে। কাজের চাপ থাকবে। যারা বিগত সময় চাকরি হারিয়েছেন বা নতুন কোনো চাকরি খুজছেন তাদের জন্য এই মাসের শেষের দিকটা ভালো কোনো সুযোগ আসতে পারে। চাকরিজীবিদের রোজগার বাড়বে। অফিসের নতুন কোনো দায়িত্ব আপনি পেতে পারে। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে সহযোগিতা করবে।

ধনু রাশিফল ব্যবসা এপ্রিল 2021 Bengali Rashifal

যে সকল ধনুরাশির জাতক / জাতিকারা নিজেদের ব্যবসায় নিযুক্ত আছেন, তাদের জন্য এই মাসটি মিশ্র ফলাফল দেবে। তবে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন বা ভাবছিলেন তারা নিজেদের পরিকল্পনা মতো এগিয়ে যেতে পারেন। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য এই মাসটি আপনার জন্য ভালো। যারা অংশীদারি কোনো ব্যবসা করার কথা ভাবছেন বা কোনো অংশীদারি ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বিশেষ ভাবে সর্তক থাকতে হবে। আর্থিক লেনেদেনর বিষয় গুলো নিজে একটু নজর দিন।

Dhanu Rashifal April 2021 Bangla Rashifal Monthly Horoscope

ধনু রাশিফল আর্থিক পরিস্থিতি এপ্রিল 2021 Bengali Rashifal

আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো। ক্রমশ উন্নতি হবে। হাতে টাকা আসবে এবং সেই টাকা পরিবারের জন্য আপনি সঞ্চয় করে রাখতে পারবেন। ব্যবসায়ীরা তাদের পরিশ্রমের অনুপাতে রোজগার করতে পারেবন। কোনো বড়ো বিনিয়োগ এই সময় করবেন না। জীবন সঙ্গীর সাথে আলোচনা করে কোনো আর্থিক সিন্ধান্ত গ্রহণ করা আপনার জন্য সুবিধা জনক হবে।

ধনু রাশিফল বিবাহিত জীবন প্রেম ভালোবাসার সম্পর্ক এপ্রিল 2021 Bengali Rashifal

এপ্রিল মাসেট রাশিফলের শুরুতেই বলেছি, যে এই মাস আপনার পারিবারিক জীবনের জন্য শুভ। জীবন সঙ্গীর সাহায্য পাবেন। এই মাসে কোনো বড় সিন্ধান্ত সহ যে কোনো আর্থিক পরিকল্পনায় আপনি আপনার জীবন সঙ্গীর সাহায্য পাবেন।

যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন তাদের জন্য এই মাসটি বেশ ভালো। একজন প্রেমিক বা প্রেমিকা কিভাবে তাদের প্রিয়জনের পাশে থাকতে পারে এবং নিজেরে ভালোবাসার জন্য কিভাবে লড়াই করতে পারে সেটা এই মাসে দেখা যাবে।

ধনু রাশিফল পড়াশুনা এপ্রিল 2021 Bengali Rashifal

ছাত্র/ছাত্রীরা এই মাসে নিজেদের পরিশ্রমের ফল পাবেন। যারা কোনো হাতের কাজ বা অন্য কোনো বিদ্যা অর্জন করে নিজের পায়ে দাড়ানোর কথা ভাবছেন, এই মাসে পড়াশুনা শুরু করে দিন। অবশ্যই সাফলতা আসবে।প্রতিযোগীতা মূলক  লেখাপড়ায় সাফল্য আসবে। যারা টেকনিক্যাল বা মোবাইল বা কমপিউটার ইত্যাদি নিয়ে উচ্চ বিদ্যা লাভের কথা ভাবছেন তাদের জন্য ভালো সময়।

ধনু রাশিফল স্বাস্থ্য এপ্রিল 2021 Bengali Rashifal

শরারিক দিক থেকে আপনি সুস্থ থাকতে পারেন। তবে বর্তমান পরিস্থিতি কিন্তু এখন ঠিক নয় তাই নিজেকে সর্তক ও সচেতন রেখে এগিয়ে চলুন। নিজের স্বাস্থ্য খেয়াল রাখুন। অনেকে সামান্য চোখের কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যায় কষ্ট পেতে পারেন।

Dhanu Rashifal April 2021 Bangla Rashifal Monthly Horoscope

ধনু রাশি প্রতিকার এপ্রিল 2021

এপ্রিল মাস 2021 ধনু রাশির জন্য শুভ সংখ্যা হল 7,16,29

এপ্রিল মাস অনুযায়ী ধনু রাশির শুভ রঙ হলুদ ও কমলা। এই মাসে যতটা সম্ভব লাল এবং কমলা কম্বিনেশনের পোষাক পড়ুন। শনিবার ও সোমবার নিরামিষ আহার করুন। প্রতি শনিবার সন্ধ্যায় নিজের মনোস্কামনা জানিয়ে কর্পূর জ্বালাবেন, সফলতা পাবেন।

আরো টোটকা ও টিপস্ জানতে নিচের লিঙ্কটি ওপেন করুন

অশ্বত্থ গাছের দ্বারা ইচ্ছাপূরণ টোটকা

বাকি রাশি গুলির রাশিফল জানতে এই লিঙ্কটি ওপেন করুন।

Dhanu Rashifal April 2021 একটি সার্বিক গণনা ও বিচার। যে সকল বৃশ্চিক রাশির জাতক / জাতিকারা নিজেদের ব্যক্তিগত রাশিফল এবং জন্মছক বিচার করাতে চান তারা অবশ্যই শ্রীময়ী সোনাই শাস্ত্রীর দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। শ্রীময়ী সোনাই শাস্ত্রী যোগাযোগ – 89102 74296

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x