a

Brischik Rashifal June 2021 Bangla Rashifal Monthly Horoscope

Brischik Rashifal June 2021 জেনে নিন জুন মাস আপনার কেমন যাবে ?

Brischik Rashifal June 2021 বৃশ্চিক রাশির রাশিফল June 2021 আপনার কেমন যাবে জানতে এই প্রবন্ধটি পড়ুন এবং জেনে নিন রাশিফল জুন মাস 2021, Bengali Rashifal, বৃশ্চিক রাশি রাশিফল June 2021 অনুযায়ী জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী Monthly Horoscope June 2021 বৃশ্চিক রাশির চাকরি, ব্যবসা, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, আর্থিক পরিস্থিতি, লেখাপড়া, স্বাস্থ্য ইত্যাদির আগাম আভাস এবং সাথে আছে বিনামূল্যে বৃশ্চিক রাশির প্রতিকার

Brischik Rashifal June 2021 এই প্রবন্ধে রয়েছে বৃশ্চিক রাশির রাশিফল জুন মাস 2021, এই মাস বৃশ্চিক রাশির পুরুষ এবং মহিলাদের জন্য কেমন যাবে। জ্যোতিষ শাস্ত্র মতে কোন কোন গ্রহ আপনাকে শুভ ফল প্রদান করবে, আপনি আপনার কর্মক্ষেত্রে কতটা সফল হবে, আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, বিবাহিত জীবন ও প্রেম সম্পর্ক কেমন কাটবে।

Monthly Horoscope June 2021

Brischik Rashifal June 2021 Bangla Rashifal Monthly Horoscope

a

এছাড়া, বৃশ্চিক রাশির ছাত্র/ ছাত্রীদের পড়াশোনা, আপনার স্বাস্থ্য ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা কেবলমাত্র সৌভাগ্যের বন্ধু জ্যোতিষ পত্রিকায়। আর থাকছে আপনার জন্য বিনামূল্যে জুন অনুযায়ী বিশেষ প্রতিকার।

a

বর্তমানে আমরা সকলে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমি মনে করি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মছক, রাশি, লগ্ন, গ্রহ ইত্যাদি যেমন আমাদের কে প্রভাবিত করে, ঠিক তেমন আমাদের আছে পাশের মানুষজন এবং তাদের জন্মছক অনুযায়ী গ্রহ ইত্যাদির প্রভাবও আমাদের ওপর প্রসারিত হয়। আর পরিবেশ পরিস্থিতি কে একদমই বাদ যায় না।

a

সুতরাং আমরা কেবলমাত্র আমাদের নিজেদের জন্মছক, রাশি, লগ্ন, গ্রহ দ্বারা প্রভাবিত হয় নি। বর্তমানে কোরনা পরিস্থিতি আমাদের জীবনযাত্রাকে বিভিন্ন ভাবে পিছিয়ে দিচ্ছে। বহু মানুষ তাদের প্রিয়জন কে হারাচ্ছেন। কত মানুষ কাজকর্মহীন হয়ে পরছেন। অর্থনৈতিক পরিস্থিতি বার বার আমাদের পরীক্ষা নিচ্ছে।

a

তবুও দেখা যায় কিছু মানুষ এই পরিস্থিতিতেও বিভিন্ন ভাবে নিজেদের কাজকর্ম, অর্থনৈতিক পরিস্থিতি যথাযত ভাবে বজাায় রাখতে সক্ষম হয়েছেন বা হচ্ছেন।

a

বিশেষ করে বেসরকারি বা অস্থায়ী বা দৈনিক কাজের সাথে যুক্ত মানুষেরা অনেক বেশী এই পরিস্থিতিতে প্রভাবিত। সেই তুলনায় সরকারি চাকরি এবং নিত্য প্রয়োজনীয় ব্যবসা বা কাজের সাথে যুক্ত মানুষেরা কিন্তু এই পরিস্থিতিতেও নিজেদের অর্থনৈতিক পরিস্থিতিকে সঠিক ভাাবে বজায় রাখতে সক্ষম হয়েছেন বা হচ্ছেন।

সবই কিন্তু গ্রহের খেলা। আপনার জন্মক অনুযায়ী কোথায় কোন গ্রহ কতটা শুভ আর কতটা অশুভ এবং বর্তমানে কোন গ্রহের দশা চলছে সেটাাও কিন্তু অনেকটা নির্ভরশীল।

বৃশ্চিক রাশি জুন মাসের রাশিফল

আমি এই রাশিফল বৃশ্চিক রাশি জুন মাসের রাশিফল নিয়ে একটু অন্যরকম বিশ্লেষণ করার চেষ্টা করছি। রাশিফল একটি সার্বিক গনণা। আমি বার বার বলি যে রাাশি এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান, দশা ইত্যাদি এক হবে তা কিন্তু না।

সর্বিক রাশিফলের সাথে নিজের ব্যক্তিগত জন্মছকের বিচার ও বিশ্লেষণ অধিক গুরুত্বপূর্ণ।

আসুনে জেনে নিন, জুন মাস 2021 অনুযায়ী আপনার রাশিফল।

নিচের এই লিঙ্কটি  কিল্ক করে আপনি জেনে নিতে পারেন

আর্থিক উন্নতি তে বাধা কাটানোর সহজ উপায় ঘরোয়া টোটকা

যদি আপনার বাড়িতে নেগেটিভ শক্তি থাকে তাহলে কি করে কাটাবেন

Brischik Rashi Rashiphal June 2021 Bengali Rashifal

বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। বৃশ্চিক রাশির জন্মছকে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বিভিন্ন গ্রহের অবস্থান ইত্যাদির উপর জ্যোতিষ বিচার করে তৈরী এই জুন মাসের বৃশ্চিক রাশির রাশিফলে কি পরিবর্তন আসতে চলেছে জেনে নিন।

বৃশ্চিক রাশির মানুষেরা এই জুন মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে অগ্রসর হবেন। জুন মাস 2021 অনুযায়ী বৃশ্চিক রাশির জন্মছকে গ্রহের গোচরগত অবস্থান ও দূষ্টির ফলাফল আপনার নতুন আশা নিয়ে আসবে। যার শুভ প্রভাব পড়তে পারে আপনার জীবনে। ব্যার্থতার মধ্যে, প্রতিবন্ধকতার মধ্যে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার নামই তো জীবন।

পশ্চিমবঙ্গে আরো পনেরো দিন অর্থাৎ পয়লা জুন থেকে আরো 15 দিন লকডাউন চলবে।   

আসুন আপনার জন্ম রাশি বৃশ্চিক রাশির নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক।

জুন মাস 2021 অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের চাকরি পরিস্থিতি কেমন হতে পারে।

বৃশ্চিক রাশিফল চাকরি 

Brischik Rashifal June 2021 Bangla Rashifal Monthly Horoscope

বৃশ্চিক রাশির যারা চাকরিজীবিরা আছেন তাদের জন্য এই মাসটি শুভ। আপনার কর্মক্ষেত্রে অগ্রগতি ও উন্নতি দুটোই হবে। আপনি আপনার বসের দ্বারা প্রশংসতি হবেন। তবে এই মাসে আপনি কনো ঝুঁকি পূর্ণ সিন্ধান্ত গ্রহণ করবেন না। এই মাসে আপনার সহকর্মীরা আপনার উন্নতি কে ভালো ভাবে নেবে না, তাই বিভিন্ন কৌশলে আপনাকে সমস্যায় ফেলতে পারে, তাই আগে থেকে এই বিষয়ে নিজেকে মানসিক ভাবে প্রস্তুত রাখুন।   

আসছি বৃশ্চিক রাশির যে সকল মানুষেরা ব্যবসা করছেন তাদের কেমন যেতে পারে জুন মাস 2021 জেনে নিন।

বৃশ্চিক রাশিফল ব্যবসা 

যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা ব্যবসায় যুক্ত আছেন, তাদের জন্য এই মাস যথেষ্ঠ শুভ। আপনি এই মাসে ভূমি সংক্রান্ত ব্যবসায় ভালো আর্থিক লাভ করতে পারবেন। তবে অংশীদারি ব্যবসায়ীদের জন্য এই মাসটি খুব একটা ভালো নয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে যুক্ত ব্যবসায়ীরা এই মাসে ভালো ব্যবসা করতে পারবেন। আপনাদের লেনদেন বাড়বে।

জুন মাস বৃশ্চিক রাশির জন্য কেমন অর্থিক পরিস্থিতি নিয়ে আসতে পারে জেনে নিন।

বৃশ্চিক রাশিফল আর্থিক পরিস্থিতি 

আর্থিক দিক নিয়ে বৃশ্চিক রাশির মানুষদের জন্য বর্তমানে গ্রহের অবস্থান দুই রকম প্রভাব বিস্তার করবে। অনেকেই এই মাসে আর্থিক লাভের সম্মুখীন হবেন আবার অনেকের হাতে আশা টাকা হঠাৎ করে খরচ হয়ে যাবে। বিশেষ করে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে আপনাকে খরচ করতে হতে পারে।

আসছি, বৃশ্চিক রাশির বিবাহিত জীবন ও প্রেম ভালোবাসার জুন মাসের আগাম পূর্বাভাস নিয়ে। কেমন থাকবে আপনার বিবাহিত জীবন ও প্রেম সম্পর্ক জেনে নিন।

বৃশ্চিক রাশিফল বিবাহিত জীবন প্রেম ভালোবাসার সম্পর্ক 

বৈবাহিক জীবনে অভাব থাকলে জীবন সঙ্গীর সহযোগিতা পাবেন। বিভিন্ন পরিস্থিতিতে আপনি আপনার জীবন সঙ্গী এবং আপনার পরিবারের সমর্থন ও সহযোগিতা পাবেন।

 যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন, তাদের অনেক দিন ধরে চলা মানসিক অশান্তি দূর হবে। ভুল বোঝাবুঝি ভুলে আপনারা নিজেদের সম্পর্ককে আরো মজবুত করতে পারবেন।  

বৃশ্চিক রাশিফল পড়াশুনা

Brischik Rashifal June 2021 Bangla Rashifal Monthly Horoscope

ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলবো, এই মাসটি নিজের কাজে লাগান। লকডাউনের মধ্যে বুদ্ধিমান বিদ্যার্থীরা কিন্তু নিজেদের প্রস্তুতি নিচ্ছে। আপনিও সেই ভাবে তৈরী করুন নিজেকে।

আসছি জুন মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে বা নিয়ে কিছু আগাম আভাস।

বৃশ্চিক রাশিফল জুন মাসে আপনার স্বাস্থ্য কেমন যাবে

জ্যোতিষ বিচার অনুযায়ী প্রাপ্তবয়স্কদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা বয়স্করা আছেন তাদের পুরানো কোনো রোগের কারনে সমস্যা তৈরী হতে পারে। এছাড়া রক্তচাপ জনিত সমস্যা, বুকের কোনো সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন। তাই নিজেকে সর্তকে রাখুন।

প্রতি মাসের মতো এই মাসের বৃশ্চিক রাশির জন্য রয়েছে বিশেষ প্রতিকার।

বৃশ্চিক রাশি প্রতিকার জুন 2021

জুন মাস 2021 বৃশ্চিক রাশির জন্য শুভ সংখ্যা হল 8,17,27

মঙ্গলবার নিরামিষ আহার  করুন এবং শিব মন্দিরে লাল মুসুর ডাল নিজের সাধ্য মত দান করুন। অবশ্যই সফলতা পাবেন।   

আরো টোটকা ও টিপস্ জানতে নিচের লিঙ্কটি ওপেন করুন

অশ্বত্থ গাছের দ্বারা ইচ্ছাপূরণ টোটকা

বাকি রাশি গুলির রাশিফল জানতে এই লিঙ্কটি ওপেন করুন।

Monthly Horoscope June 2021 অনুযায়ী নিজের ব্যাক্তিগত রাশিফল জানতে পারেন আমাকে 7044452555 এই নম্বরে ফোন করে বুকিং করুন। আমি অনলাইনে টেলিফোনিক কনফারেন্সের মাধ্যমে আপনাকে আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করে জ্যোতিষ পরামর্শ দেওয়ার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x