জন্ম রাশি ও রঙ । জন্ম রাশি অনুযায়ী আপনার কোন রঙ শুভ জেনে নিন
জন্ম রাশি ও রঙ আপনার জন্ম রাশি অনুযায়ী কোন রঙ জীবনে সফলতা এনে দেবে জেনে নিন
জন্ম রাশি ও রঙ আপনি কি জানেন আপনার জন্ম রাশি অনুযায়ী কোন রঙ আপনার জন্য শুভ, আর কোন রঙ পরলে আপনার দিনটা ভেস্তে যেতে পারে? আমরা অনেকেই হয়তো জানি না বা কখনও খেয়ালই রাখি না এদিকটায়৷ কিন্তু প্রতিটি জন্ম রাশি অনুযায়ী রয়েছে আলাদা রঙের গুরুত্ব৷ আসুন জেনে নেওয়া যাক।
রত্ন কি ভাগ্য বদলাতে পারে ? কি বলছে জ্যোতিষ শাস্ত্র জেনে নিন
মেষ রাশির শুভ রঙ : মেষ রাশির সঙ্গে গাঢ় লাল রঙের একটা গভীর যোগ রয়েছে৷ মেষরাশির লোকেরা একটু বেশিই উচ্চাকাঙ্খী হন৷ আর এই উত্তেজনার জেরে মাঝে মাঝে তাদের শান্ত থাকার প্রয়োজন। সেক্ষেত্রে এদের জন্য সাদা আর গোলাপি রঙ খুবই শুভ৷ কিন্তু ভুলেও কখনও কালো রঙের জামাকাপড় বা অন্য কিছু ব্যবহার করা উচিত নয়৷ রাশি অনুযায়ী তা অশুভ৷ এছাড়াও গেরুয়া, গোল্ডেন ইয়েলো, মাস্টার্ড ইয়েলোর মতো হলুদঘেঁষা রঙও এদের জন্য শুভ।
বৃষ রাশির শুভ রঙ : আপনার ব্যক্তিত্বের সঙ্গে গোলাপি, ক্রিম, কালো, সাদা বেশ মানানসই৷ আর রাশির সঙ্গে তো বটেই৷ কিন্তু লাল বা মেরুন রঙ এড়িয়ে চলাই ভালো৷ খাকি বা আকাশী রঙও আপনার শুভ ভাগ্যের সূচক৷ প্রতি বুধবার গোলাপি রঙের পোশাক পরতে পারলে আখেড়ে লাভ হবে আপনারই৷ কিন্তু এক-আধদিন না হলেও ক্ষতি নেই।
মিথুন রাশির শুভ রঙ : মিথুন রাশির লোকেরা সবুজ রঙকে আবার খুব পছন্দ করেন৷ কারণ সবুজ নতুনত্বের, সজীবতার প্রতীক৷ আর মিথুন রাশির লোকজন স্বভাবতই একটু ক্রিয়েটিভ৷ জ্যোতিষ মতে, প্রতি বৃহস্পতিবার সবুজ পোশাক পরলে অচিরেই নাকি ভাগ্যর উন্নতি হবে৷ তবে মনে রাখবেন ব্যতিক্রম কিন্তু সবেতেই থাকে ৷
কর্কট রাশির শুভ রঙ : নীল, সাদা আর সী গ্রি, চোখ বন্ধ করে এই তিনটি রঙকে ভরসা করতে পারেন৷ আপনার পক্ষে সৌভাগ্যসূচক৷ মুড খারাপ থাকলে লাল রঙ আপনাকে উজ্জীবীত করবে৷ কিন্তু যেহেতু লাল আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই অসময়ে লালকে বাদ দেওয়াই ভালো৷ প্রতি সোমবার নীল অথবা সী গ্রিন পোশক পরুন৷ আপনার ভাগ্যের পক্ষে তা দুর্দান্ত।
সিংহ রাশির শুভ রঙ : কমলা আপনার পক্ষে সবচেয়ে শুভ৷ কমলা পোশাক পরলে অচিরেই আপনার ব্যক্তিত্বে যোগ হবে আলাদা ক্যারিশমা৷ রানি, লাল আর সোনালিও আপনার ব্যক্তিত্বকে রাখে মজবুত।
কন্যা রাশির শুভ রঙ : পীচ হোক বা পিঙ্ক, নীল হোক বা সবুজ, যে কোনও রঙের প্যাস্টেল শেডসই আপনার পক্ষে দারুণ লাকি৷ তবে বটল গ্রিন বা সবুজ-কালোর কম্বিনেশন আপনার না ছোঁয়াই ভালো৷ আর একান্তই যদি সবুজ পরতে হয়, প্রতি বুধবার ওই রঙের পোশাককে বেছে নিন।
তুলা রাশির শুভ রঙ : এরা জীবনে সবদিকে সমতা বজায় রাখে৷ আর তাই বোধহয় এদের জীবনে নীলের থেকে শুভ রঙ আর কিছু হতে পারে না৷ ক্রিম বা অফ হোয়াইটও এদের সৌভাগ্যসূচক।
বৃশ্চিক রাশির শুভ রঙ : রানি, মেরুন, বটল গ্রিন, লাল আপনার রাশি বলুন বা ব্যক্তিত্ব এই দুইয়ের সঙ্গেই ভালো খাপ খায়৷ তবে যতটা সম্ভব হালকা রঙের পোশাক বর্জন করুন৷ প্রতি মঙ্গলবার মেরুন বা গাঢ় লাল রঙের জামাকাপড় পরতে পারলে আপনার পক্ষে শুভ।
ধনু রাশির শুভ রঙ : আপনার পছন্দের রঙ নিশ্য়ই কমলা, হলুদ আর লাল? হতেই হবে৷ না হয়ে উপায় নেই৷ অন্তত রাশি তো সেদিকেই ইঙ্গিত করছে৷ সময় সময়ে সাদাও আপনাকে ধীরস্থির রাখে৷ মনে আনে প্রশান্তি৷ তবে কালো রঙ যতটা পারুন এড়িয়ে চলুন৷ আপনার ব্যক্তিত্বের পক্ষে অশুভ।
মকর রাশির শুভ রঙ : এই রাশির লোকেরা বাদামি, খাকি রঙের পোশাক কিনে ওয়ার্ডরোব ভরাতেই বেশি ভালোবাসেন৷ প্রতি শনিবার কালো রঙের পোশাক এদের রাশির পক্ষে উপকারী।
কুম্ভ রাশির শুভ রঙ : খানিক অপরিচিত রঙের দিকেই এদের ঝোঁক বেশি৷ যেমন বেগুনি, ফ্লুরোসেন্ট শেডস ইত্যাদি৷ এদের জন্য প্রতি শনিবার নেভি ব্লু রঙের পোশাক পরা শুভ বলে মনে করে জ্যোতিষ।
মীন রাশির শুভ রঙ : যে কোনও শুভ কাজে চোখ বুঝে বেছে নিন হলুদ রঙের পোশাক৷ বেশি গাঢ় আর উজ্জ্বল রঙ এদের এড়িয়ে চলাই মঙ্গলদায়ক৷ সাদা যে কোনও সময়, যে কোনও অনুষ্ঠানে চলতে পারে৷ তবে সবুজ খুব একটা কার্যকর নয় এদের জন্য৷ প্রতি বৃহস্পতিবার হালকা হলুদ রঙের পোশাক পরুন৷ ভাগ্য আপনার সহায়ক হবে।
জন্ম রাশি অনুযায়ী কোন রঙ আপনার জন্যে শুভ এই পোস্টটি ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করুন। জন্ম রাশি ও রঙ সংক্রান্ত বিষয় আরো বিশদ জানতে কমেন্ট করে জানাতে পারেন।