Astrology

Astrology in bengali কোন কোন গ্রহের প্রভাবে হয় হাজতবাস

Astrology in bengali কোন কোন গ্রহের প্রভাবে হয় হাজতবাস জেনে নিন

 

Astrology in bengali জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোনো জাতক/জাতিকার জন্মছকে মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা হবে কিনা তা ঐ জন্মছকে অবস্থিত বিভিন্ন গ্রহের অবস্থান, দশা ইত্যাদি বিচার করে বলা যায়। আরো পড়ুন ঋণ থেকে মুক্তির টোটকা

আসুন জেনে নিন মামলা মোকদ্দমার জন্য কোন কোন গ্রহ দায়ী ।

Astrology in bengali কোন কোন গ্রহের প্রভাবে হয় হাজতবাস

আমরা সর্বদাই সমস্যা যুক্ত। কেউ বলতে পারবেনা যে তাঁর জীবনে কোনো সমস্যা নেই। সকাল থেকে রাত্রি পর্যন্ত নানা সমস্যা আমাদের ঘিরে রাখে। জীবন আছে যখন সমস্যা তো থাকবেই। আজ আমাদের আলোচনা জ্যোতিষ শাস্ত্র মতে কেন মামলা তা পুলিশি ঝেমালে বা আইনগত সমস্যায় জড়িয়ে পরি।

আরো পড়ুন Vastu Tips For Your Home

সাধারণত, দেখা যায় আমাদের অষ্টমভাব নির্দেশ করে আমরা আদেও মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারি কিনা। অষ্টমভাব যদি দুর্বল হয় অথবা কোনো অশুভ গ্রহ অষ্টম স্থানে অবস্থান করে, তাহলে অবশ্যই আমাদের এই সমস্যার সম্মুখীন হতেই হবে।

astrology in bengali

আরো পড়ুন Home Remedy of Rahu রাহুর প্রতিকার কি ভাবে করবেন জেনে নিন

মঙ্গল গ্রহ ঃ মঙ্গল যদি জন্মছকে কোন পাপ গ্রহ দ্বারা পীড়িত হয় বা দূষ্ট হয়। মঙ্গল যদি লগ্ন, ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে অবস্থান করে।

Astrology in bengali কোন কোন গ্রহের প্রভাবে হয় হাজতবাস

রবি ঃ রবি যদি নীচস্থ হয় এবং অষ্টম ও দ্বাদশে অবস্থান করে।

রাহু, মঙ্গল ও শনি যদি একত্রে অশুভ স্থানে অবস্থান করে।

ধনপতি ও আয়পতি গ্রহ ষষ্ঠ, অষ্টম অথবা ব্যয় ভাবগত হলে মামলা মোকদ্দমা বা রাজদন্ড হয়।

লগ্নপতি দুর্বল হয়ে পাপ গ্রহ যুক্ত হলে এই কোর্ট কাছারির সমস্যা দেখা দিতে পারে।

জন্মছকে দ্বিতীয়পতি রবি যুক্ত হয়ে যদি দ্বাদশ ভাবে বা নীচস্থ বা পাপদূষ্ট হয়।

জন্মছকে চন্দ্র নীচস্থ হলে এবং নীচস্থ চন্দ্রের দশায় মামলা, আদালত, সাজা ইত্যাদি হয়ে থাকে।

রাহুর দশায় মঙ্গলের অর্ন্তদশায় মামলা মোকদ্দমার যোগ থাকে।

Astrology in bengali কোন কোন গ্রহের প্রভাবে হয় হাজতবাস

যদি কোজাতক/জাতিকা জন্মছকে বূহস্পতি নীচস্থ এবং ঐ নীচস্থ বূহস্পতির দশায় মঙ্গলের অর্ন্তদশায় অহেতুক ঝামেলা বা পুলিশি হয়রানি হয়ে থাকে।

কেতুর দশার সাথে শনি বা মঙ্গলের দশায় মামলা বা মোকদ্দমা হয়ে থাকে।

অষ্টবর্গ অনুযায়ী যদি চন্দ্র অশুভ স্থানে থাকে তাহলে মামলা মোকদ্দমায় ভুগতে হয়।

অষ্টবর্গ অনুযায়ী মঙ্গল যদি অষ্টম স্থানে থাকে, তাহলে কারাবাস পর্যন্ত হতে পারে।

অষ্টবর্গ অনুযায়ী দ্বাদশ ভাবে রাহু থাকলে জীবনে বার বার পুলিশি ঝামেলা ও মামলা মোকদ্দমায় জ্জরিত হতে হয়।