Akshaya Tritiya 2022 অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই বিশেষ তিথিতে আপনার সৌভাগ্য লাভ কি ভাবে ঘটবে জেনে নিন
Akshaya Tritiya 2022 অক্ষয় তৃতীয়া তে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া একটি বিশেষ শুভ দিন বা শুভ তিথি। এই দিনকে আপনি কিভাবে ব্যবহার করে এবং কি কি উপায় অবলম্বন করে সৌভাগ্য লাভ করতে পারেন তা নিয়ে সৌভাগ্যের বন্ধু পত্রিকাতে আমি লেখার চেষ্টা করেছি। আমি মোহিনী আচার্য ঘোষ। দীর্ঘ দিন ধরে জ্যোতিষ চর্চার সাথে যুক্ত এবং তন্ত্র সাধিকা। জ্যোতিষ ও তন্ত্রের মেলবন্ধনে দীর্ঘ সময় ধরে মানুষেরা পাশে থেকে সাথে থেকে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করে চলেছি।
অক্ষয় তৃতীয়ার আজকের বিশেষ দিনে আপনি কি কি নিজের সুখ সম্পদ তথা সৌভাগ্য লাভ করতে পারবেন তা নিয়েই মূলত আমি এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করছি।

এই লিঙ্কটি কিক্ল করে জেনে শুকনো লঙ্কার ঘরোয়া টোটকা অর্থ সমস্যা থেকে মুক্তি
অক্ষয় তৃতীয়ার নির্ঘণ্ট – অক্ষয় তৃতীয়ার সময় সূচী
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী – অক্ষয় তৃতীয়া তিথি শুরু: ১৯ বৈশাখ/৩ মে (মঙ্গলবার) ভোর ৫ টা ২০ মিনিট। তিথি শেষ: ২০ বৈশাখ/৪ মে (বুধবার) সময়: সকাল ৭ টা ৩৩ মিনিট।
হিন্দু শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া অন্যতম একটি বিশেষ শুভ দিন। এই দিনে বিবাহ, গৃহপ্রবেশ, নতুন কাজের শুরু, বাড়ি-গাড়ি কেনার সহ নানা শুভ কাজ করা হয়ে থাকে। বিশেষ করে কিছু কেনাকাটার জন্য এই দিনটি খুবই শুভ। সোনা রূপো কেনার ক্ষেত্রেও দিনটিকে শুভ বলে মনে করা হয়। কিন্তু কি কিনবেন আর কি কিনবেন না তা নির্ভর করছে আপনার জন্মরাশি অনুযায়ী।
Akshaya Tritiya 2022 Remedies in Bangla
এই বছর অক্ষয় তৃতীয়া কেন বেশী গুরুত্বপূর্ণ
এই বছরের অক্ষয় তৃতীয়াতে তিনটি বিশেষ যোগ তৈরি হয়েছে। রোহিণী নক্ষত্র এবং শোভন যোগের মধ্যে অক্ষয় তৃতীয়া উদ্যাপিত করা হয়। এটি অত্যন্ত শুভ। এছাড়া এই দিনে মঙ্গল রোহিণী যোগও তৈরি হয়েছে। পাশাপাশি এদিন, শনি তাঁর নিজস্ব রাশিতে কুম্ভ রাশিতে এবং বৃহস্পতি মীন রাশিতই অবস্থান করছেন।
মীন রাশিতে শুক্রের অবস্থানে মালব্য রাজযোগ, মীন রাশিতে বৃহস্পতির অবস্থানের ফলে সৃষ্টি হংস রাজযোগ এবং কুম্ভ রাশিতে শনির অবস্থানের ফলে সৃষ্টি হয়েছে শশা রাজযোগ।
অক্ষয় তৃতীয়ায় পুজোর শুভ সময়
মঙ্গলবার ৩ মে অক্ষয় তৃতীয়ায় পুজোর শুভ সময় সকাল ৫টা বেজে ৩৯ মিনিট থেকে বেলা ১২টা বেজে ১৮ মিনিট পর্যন্ত।
জন্ম রাশি অনুযায়ী কোনো কিছু কেনার শুভ সময় সকাল ৫টা ৩৯ মিনিটের পর থেকে পরের দিন ভোর ৫টা ৩৮ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে দানও করাও অতিশুভ।
দান ও কেনাকাটা দুটোই এই শুভ তিথিতে করা যায়। আমি আপনাদের প্রত্যেকের রাশি অনুযায়ী কি কি দান করা উচিত এবং কি কি কেনা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি –
দানের মাধ্যমে অক্ষয় তৃতীয়ায় সৌভাগ্য লাভ
মেষ রাশি – মেষ রাশির জাতক-জাতিকারা লাল রঙের কাপড়ে লাড্ডু রেখে কোনো মন্দিরে দান করুন।
বৃষ রাশি – বৃষ রাশির জাতক-জাতিকারা মাটির কলসিতে জল ভরে কোনো মন্দিরে দান করুন। এটি করলে শুক্র গ্রহের দোষের হ্রাস পায় এবং আর্থিক সমস্যা দূর হয়।
মিথুন রাশি – মিথুন রাশির জাতক-জাতিকারা মুগ ডাল কোনো মন্দিরে দান করুন। এতে বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে এবং আর্থিক উন্নতি হয়।
কর্কট রাশি – এই রাশির জাতক-জাতিকারা কোনো মন্দিরে অক্ষত ( গোবিন্দ ভোগ চাল ) দান করুন। এবং এই দিন রাতে দুধ বা দুধ জাতীয় কোনো খাবার আহার করবেন না।
সিংহ রাশি – এই রাশির জাতক-জাতিকারা কোনো মন্দিরে গুড় দান করুন। এটি করলে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা মিলবে, ফলে আপনার উন্নতি হবে।
কন্যা রাশি – এই রাশির জাতক-জাতিকারা গনেশজীর পূজা করুন এবং গণেশজী দুর্বা সবুজ সূতোতে বেধে দান করুন।
তুলা রাশি – এই রাশির জাতক-জাতিকারা কোনো মন্দিরে সাদা বস্ত্র বা সাদা বাতাসা দান করুন।
বৃশ্চিক রাশি – এই রাশির জাতক-জাতিকারা কোনো মন্দিরে লাল কাপড়ে লাল বাতাসা বেধে বা মুড়ে দান করুন। এর প্রভাবে আর্থিক সমস্যা দূর হয়।
ধনু রাশি – এই রাশির জাতক-জাতিকারা হলুদ কাপড়ে কাঁচা হলুদ মুড়ে কোনো মন্দিরে দান করুন। এতে পরিবারে সুখ-সমৃদ্ধি আসবে।
মকর রাশি – এই রাশির জাতক-জাতিকারা কালো কাপড়ে কালো তিল ও মাটির একটি পাত্রে কালো তিলের তেল কোনো মন্দিরে দান করুন।
কুম্ভ রাশি – এই রাশির জাতক-জাতিকারা কালো তিল কোনো মন্দিরে দান করুন।
মীন রাশি – এই রাশির জাতক-জাতিকারা হলুদ কাপড়ে হলুদ ফুল মুড়ে কোনো মন্দিরে দান করুন।

বি.দ্র. মনে রাখবেন রাশি একলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক তা কিন্তু না। তাই কোন কোন রাশির মানুষেরা কত পরিমান উল্লেখিত দ্রব্য দান করবেন তা অবশ্যই আমাকে ফোন করে জেনে নিতে পারেন। মোহিনী আচার্য ঘোষ 9038407111
জন্ম রাশি অনুযায়ী কোন রঙ আপনার জীবনে সফলতা এনে দেবে জেনে নিন এই লিঙ্কটি ওপেন করে
এবার আলোচনা করবো কোন কোন রাশির মানুষদের অক্ষয় তৃতীয়াতে কি কি কেনাকাটা করা উচিত। সময়টা আমি আগেই উল্লেখ করে দিয়েছি।
অক্ষয় তৃতীয়াতে কি কি কেনা শুভ

মেষ রাশি – এই রাশির মানুষরা মুসুর ডাল কিনুন পরিবারের জন্য।
বৃষ রাশি – এই রাশির জাতক-জাতিকারা এই দিন পরিবারের জন্য চাল কিনুন।
মিথুন রাশি – এই রাশির জাতক-জাতিকারা এই দিন কোনো চারা গাছ কিনে বাড়িতে রোপন করুন। কর্কট রাশি – এই রাশির জাতক-জাতিকারা এই দিন বাড়ির জন্য চাল কিনুন। বা রূপোর কোনো জিনিস কিনতে পারেন।
সিংহ রাশি – এই রাশির জাতক-জাতিকারা পরিবারের জন্য কোনো বাসন পত্র কিনতে পারেন।
কন্যা রাশি – এই রাশির জাতক-জাতিকারা পরিবারের জন্য মুগ ডাল কিনুন
তুলা রাশি – এই রাশির জাতক-জাতিকারা চাল বা চিনি কিনতে পারেন।
বৃশ্চিক রাশি – এই রাশির জাতক-জাতিকারা তামার পাত্র বা বাসন কিনতে পারেন। অথবা গুড় কিনুন।
মকর রাশি – এই রাশির জাতক-জাতিকারা পরিবারের জন্য অরহড় ডাল কিনুন।
কুম্ভ রাশি – এই রাশির জাতক-জাতিকারা কালো তিল বা লোহা কিনতে পারেন।
মীন রাশি – এই রাশির জাতক-জাতিকারা কাঁচা হলুদ কিনুন অথবা সোনা কিনতে পারেন।
বি.দ্র. মনে রাখবেন রাশি একলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক তা কিন্তু না। তাই কোন কোন রাশির মানুষেরা কত পরিমান উল্লেখিত দ্রব্য কিনবেন তা অবশ্যই আমাকে ফোন করে জেনে নিতে পারেন। মোহিনী আচার্য ঘোষ 9038407111
Akshaya Tritiya 2022 আপনাদের সকলের ভালো কাটুক এটাই কামনা করি। এই প্রবন্ধে আমি অক্ষয় তৃতীয়া নিয়ে প্রতিটি রাশির জন্য সৌভাগ্য লাভ বা সৌভাগ্য প্রাপ্তির জন্য বিশেষ দান ও কেনাকাটার বিস্তারিত আলোচনা করলাম। এবং কোনো সময়ের মধ্যে আপনি দান করবেন বা কেনাকাটা করবেন সেটাও উল্লেখ করলাম। মনে রাখবেন জীবন থাকলে সমস্যা আছে আর সমস্যা থাকলে আছে সমাধান। আমি দীর্ঘ দিনের জ্যোতিষ ও তন্ত্রের অভিজ্ঞতা দিয়ে বহু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সাথে থাকার চেষ্টা করেছি। তাদের আর্শীবাদ মাথায় নিয়ে এগিয়ে চলেছি। সঠিক সমস্যার সঠিক সমাধান পেতে কাল নয় আজই যোগাযোগ করুন মোহিনী আচার্য ঘোষ 9038407111