সিংহ রাশিফল মার্চ ২০২২ আপনার কেমন যাবে জেনে নিন
সিংহ রাশিফল মার্চ ২০২২ সৌভাগ্যের বন্ধু জ্যোতিষ পত্রিকায় পড়ুন। মার্চ মাস ২০২২ সিংহ রাশির কেমন যাবে। Singh Rashifal March 2022, সিংহ রাশির রাশিফল মার্চ 2022 আপনার কেমন যাবে। সিংহ রাশি রাশিফল মার্চ ২০২২ অনুযায়ী জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী Singh Horoscope March 2022 in Bangla সিংহ রাশির চাকরি, ব্যবসা, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, আর্থিক পরিস্থিতি, লেখাপড়া, স্বাস্থ্য ইত্যাদির আগাম আভাস এবং সাথে আছে বিনামূল্যে সিংহ রাশির প্রতিকার।

সিংহ রাশিফল মার্চ ২০২২
Singh Rashifal March 2022 in Bangla
মার্চ মাস 2022 সিংহ রাশিতে গ্রহের গোচর
মাসিক রাশিফল আলোচনা করার আগে, জানিয়ে রাখি আপনার জন্মরাশি অনুযায়ী কোন গ্রহ আপনার জন্মরাশির সাপেক্ষে কোথায় অবস্থান করছে। মার্চ মাস 2022 এ আপনার জন্ম রাশির সাপেক্ষে কোথায় কোন গ্রহ অবস্থান করছে। আপনার জন্ম রাশি অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে দশমে রাহু, চতুর্থে কেতু, ষষ্ঠে মঙ্গল, শনি, বুধ, শুক্র এবং চন্দ্র অবস্থান করছে। সপ্তমে আছে রবি ও বৃহস্পতি। এই মার্চ মাসে সারা সময় মঙ্গল মকর রাশিতে অবস্থান করবে। অর্থাৎ মঙ্গল উচ্চস্থ অবস্থায় থাকবে। তবে 15ই মার্চ রবি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করবে। এবং 6ই মার্চ বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করবে।
মার্চ মাসের আপনার জন্ম রাশির সাপেক্ষে গ্রহের এই অবস্থান তথা রাশি পরিবর্তন আপনার জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করবে জেনে নিন।

Singh Rashifal Health March 2022
Leo Health Horoscope March 2022 in Bangla
সিংহ রাশির স্বাস্থ্য মার্চ মাস রাশিফল
সিংহ রাশির অধিপতি রবি 15ই মার্চ পরে আপনার অষ্টম ভাব মীন রাশিতে অবস্থান করবে।
সিংহ রাশির জাতক / জাাতিকাদের জন্য বলছি 15ই মার্চের পরে নিজের শরীরের প্রতি সর্চক থাকুন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। 15ই মার্চের পরে শরীরে কিছু না কিছু সমস্যা হতে পারে।
Singh Rashifal Education March 2022
Leo Education Horoscope March 2022 in Bangla
সিংহ রাশির লেখাপড়া মার্চ মাস 2022
সিংহ রাশির লেখাপড়া কেমন থাকবে মার্চ 2022 – লেখাপড়া বিচার করা হয় পঞ্চমপতি এবং পঞ্চমপতির অবস্থানের ওপর ভিত্তি করে। এই ক্ষেত্রে সিংহ রাশির পঞ্চমপতি ধনু রাশি। এবং ধনু রাশির অধিপতি বূহস্পতি অবস্থান করছে আপনার সপ্তম ভাব কুম্ভ রাশিতে। এবং 15ই মার্চ পর্যন্ত জন্মরাশির অধিপতি রবি কুম্ভ রাশিতে বূহস্থপতির সাথেই থাকবে।
সিংহ রাশির বিদ্যার্থীদের জন্য মার্চ মাস অবশ্যই ভালো সময়। আপনি লেখাপড়ায় এগিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন। তবে কিছু চ্যালেঞ্জ আপনার সামনে আসবে। এবং সেই চ্যালেঞ্জকে জয় করে আপনি লেখাপড়ায় উন্নতি করতে সক্ষম হবেন। সকল বাধা বিপত্তি কাটিয়ে নিজের সঠিক পরিকল্পনাকে কাজে লাগানোর এই সুযোগ কোনো ভাবেই ন্ষ্ট করবেন না।
২০২২ সাল সিংহ রাশির কেমন যাবে জেনে নিন এই লিঙ্কটি ওপেন করে ( সিংহ রাশিফল ২০২২ সাল )
Singh Rashifal Love March 2022
Leo Love Horoscope March 2022 in Bangla
সিংহ রাশির প্রেম মার্চ মাস 2022
সিংহ রাশির প্রেম সম্পর্ক কেমন থাকবে – প্রেম সম্পর্কিত সফলতা ইত্যাদি বিচার করা হয় পঞ্চমপতি এবং পঞ্চমপতির অবস্থানের ওপর ভিত্তি করে। এই ক্ষেত্রে সিংহ রাশির পঞ্চমপতি ধনু রাশি। এবং ধনু রাশির অধিপতি বূহস্পতি অবস্থান করছে আপনার সপ্তম ভাব কুম্ভ রাশিতে। সাথে আছে রবি।
প্রেম সম্পর্কের জন্য এই সময়টা ভালো বলা চলে। নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া, Understanding বজায় থাকবে। নিজেদের মধ্যে ভালোবাসা বাড়বে।

Singh Rashifal Marriage March 2022
Leo Marriage Horoscope March 2022 in Bangla
সিংহ রাশির বিবাহিত জীবন
সপ্তম স্থান থেকে বিবাহ, বিবাহিত জীবন, দাম্পত্য সুখ ইত্যাদি বিচার করে হয়। এই ক্ষেত্রে আপনার জন্ম রাশির সাপেক্ষে সপ্তমপতি শনিদেব ষষ্ঠে মকর রাশিতে অবস্থান করছে। সাথে আছে মঙ্গল, শুক্র এবং বুধ।
বিবাহিতদের বিবাহিত জীবনে মিশ্র ফলাফল দেখে যাবে। তবে আপনার রাগকে নিয়ন্ত্রন করুন। কথা বলার ধরনকে নিজের নিয়ন্ত্রনে রাখুন। নাহলে মাঝেমাঝেই নিজেদের মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হবে।
আরো পড়ুন আর্থিক উন্নতি তে বাধা কাটানোর সহজ উপায় ঘরোয়া টোটকা
Singh Rashifal Career March 2022
Leo Career Horoscope March 2022 in Bangla
সিংহ রাশির কেরিয়ার রাশিফল
আপনার ভাগ্যের অধিপতি, আপনার ভাগ্য যার হাতে তিনি হলেন মেষ রাশির অধিপতি মঙ্গল। এই সময় আপনার ভাগ্যপতি মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ অবস্থায় আছে। এবং মঙ্গলের অষ্টম দূষ্টি আপনার জন্ম রাশিকে প্রভাবিত করছে।
আপনার রাশির অধিপতি গ্রহ রবির আছে সপ্তমস্থানে কুম্ভ রাশিতে। আর রবির সপ্তম দূষ্টি আপনার জন্মরাশিতে। এই মাসে ভাগ্য আপনার সাথে থাকবে।
তবে শুক্রের ষষ্টভাবে অবস্থান। বিশেষ করে যারা বেসরকারি সংস্থায় কর্মরত তাদের সাথে নোরাং পলিটিকস্ হবে। সহকর্মীরা বিভিন্ন ভাবে আপনাকে বিপদে ফেলার পরিকল্পনা করবে।
যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, বিদেশে চাকরির জন্য চেষ্টা চালাচ্ছেন, আপনি যদি কোনো ভালো চাকরি খুজছেন তাহলে এই সময় আপনার জন্য ভালো। তবে কর্মক্ষেত্রে রাজনীতি থেকে একটু সামলে চলবেন। যাকে বলা হয় করপোরেট পলিটিকস্।

Singh Rashifal Business March 2022 Bangla
Leo Business Horoscope March 2022 in Bangla
সিংহ রাশির ব্যবসা রাশিফল
আপনার ধনপতি কন্যা রাশির অধিপতি বুধ অবস্থান করছে আপনার ষষ্ঠ ভাবে। আর 6ই মার্চ রাশি পরিবর্তন করে সপ্তমভাবে আসবে। 10ই মার্চের আগে কোনো বিনিয়োগ আপনার জন্য লাভদায়ক হবে না। কারন ধনপতি 6ই মার্চের আগে আপনার ষষ্ঠ ভাবে থাকবে।
যারা আমার জ্যোতিষ ক্লাস গুলো ফলো করেন তারা আশা করি বুঝে গেছেন আমাদের রাশিচক্রে 6,8,12 এই ভাব গুলো শুভ নয়।
10ই মার্চের পরে ব্যবসায় উন্নতি হবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদেরও 10ই মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Singh Rashifal Finance March 2022 Bangla
Leo Finance Horoscope March 2022 in Bangla
সিংহ রাশির আর্থিক পরিস্থিতি
10 ই মার্চের পড়ে আর্থিক পরিস্থিতির আরো উন্নতি ঘটবে। হাতে অর্থ আসবে। পারিবারিক চাহিদা মেটাতে পারবেন।
আরো পড়ুন শুকনো লঙ্কার ঘরোয়া টোটকা অর্থ সমস্যা থেকে মুক্তি
সিংহ রাশির প্রতিকার
প্রতিদিন স্নানের পরে সূর্যদেব কে অর্ঘ্য প্রদান করুন। প্রতিদিন 108 মালা সূর্যদেবে বীজ মন্ত্র জপ করুন। অবশ্যই উপকার পাবেন। লাভ হবে।