শিব রাত্রি ২০২২ তারিখ ও সময় সূচী সহ আরো তথ্য জেনে নিন
শিব রাত্রি ২০২২ কবে ? ফাল্গুন মাসের কূষ্ণাপক্ষের চতুর্দশী তিথিই শিব রাত্রি বলে পরিচিত। 2022 সাল অনুযায়ী হিন্দু পঞ্জিকা মতে শিব রাত্রি ২০২২ তিথি শুরু 1লা মার্চ 2022 ভোর রাত 3.16 মিনিট (3.16 am) থেকে আগামী কাল 2রা মার্চ 2022 রাত 1.00 am.
Maha Shiv Ratri 2022
শিব ভক্তদের জন্য এই তিথি খুবই গুরুত্বপূর্ণ ভারত সহ বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে শিব রাত্রি পালিত হয়ে থাকে মহা ধুমধামে। আসন্ন শিব রাত্রি 2022 নিয়ে এই প্রবন্ধতে উল্লেখ থাকছে শিব রাত্রিরের চারটি প্রহরের সময় সূচী। প্রতিটি প্রহরের পূজা মন্ত্র, উপচারা, উপকরণ ও পূজা পদ্ধতি। ওঁ নমঃ শিবায়
শাস্ত্রে উল্লেখ আছে, নারায়ণ সিন্নিতে তুষ্ট, দেবী যজ্ঞে এবং দেবাদিদেব মহাদেব স্নানে। তাই প্রধানত শিব লিঙ্গে স্নান বা অভিষেক বা জল অর্পনের প্রথা প্রচলিত আছে।
পয়লা মার্চ সোমবার ভোর রাত 3.16 মিনিটে মহাশিব রাত্রি তিথি শুরু। থাকবে পরের দিন 2রা মার্চ রাত 1.00মিনিট।

শিব রাত্রি ২০২২ প্রতিটি প্রহরের সময় সূচী
প্রথম প্রহর বিকাল 5.40 থেকে রাত 8.44 মিনিট পর্যন্ত।
দ্বিতীয় প্রহর রাত 8.44 মিনিট থেকে 11.49 মিনিট পর্যন্ত।
তূতীয় প্রহর রাত 11.49 মিনিট থেকে 2.53 মিনিট পর্যন্ত।
চতুর্থ প্রহর রাত 2.53 মিনিট থেকে ভোর 5.53 মিনিট পর্যন্ত।
পারনের সময়
শিবরাত্রির পারানা শুরু হবে ২ মার্চ ২০২২ ভোর 5টা 57 মিনিট থেকে দুপুর 1 টা 10 মিনিটের মধ্যে।
মহা শিব রাত্রি পারনের মন্ত্র
সংসার ক্লেশদগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর। প্রসীদ সুমুখনাথ জ্ঞানদূষ্টি প্রদোভব।
অনেকের বাড়িতে শিবলিঙ্গ আছে। যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারা বাড়ির আশে পাশে কোনো শিব মন্দিরে গিয়ে শিব রাত্রি ব্রত পালন করে ও পূজা নিবেদেন করে। আবার অনেকে পার্থিব শিব প্রতিষ্ঠা করে যথাশক্তি পূজা অর্চনা করে।
মনে রাখবেন কোনো পূজা নিবেদন বা যে কোনো ক্রিয়ার জন্য প্রয়োজন বিশ্বাস, ভক্তি, ইচ্ছাশক্তি ও একাগ্রতা। নিজের মনোকামনা পূরণ, সৌভাগ্য সমূদ্ধি, আরোগ্যলাভ, সমস্ত, দুঃখ, কষ্ট ও দুর্ভাগ্যের অবসানের জন্য দেবাদিদেব মহাদেবকে আর্শীবাদ লাভের জন্য শিবরাত্রিতে বিশেষ পূজা অর্চনা করা হয়।
শিব পূজার উপকরণ –
শিবলিঙ্গ, একটি তামার ঘটি, নৈবেদ্য নিবেদনের জন্য একটি থালা, গ্লাস, কোশাকুশি, যদি কোশাকুশি না থাকে তাহলে তামা বা পিতলের ছোট পাত্র। লাল চন্দন বা অষ্টগন্ধা, আতপ চাল, ফুল, বেলপাতা, ধূপ, দীপ, আপনার সাধ্যমত নৈবেদ্য (এই ক্ষেত্রে সাদা বাতাসা হলেও চলবে)। এছাড়া গরুর কাচা দুধ, পাঁচ প্রকাশ ফল, দই, মধু, ঘি। অনেকে বেলফল ও নিবেদন করে থাকেন।

শিব রাত্রি ২০২২ শিব পূজা পদ্ধতি
প্রথম প্রহরের পূজা
শিব রাত্রি প্রথম প্রহর পুজোর সময় ও মন্ত্র:
০১ মার্চ ২০২২ সন্ধে 5.40 pm to 8.44 pm
প্রথম প্রহরের পূজার মন্ত্র – ইদং স্নানীয় দুগ্ধং ওঁ হৌঁ ঈশানায় নমঃ।
এই মন্ত্র তিনবার দুধ দ্বারা শিবলিঙ্গের অর্চনা করুন। অর্থাৎ শিবলিঙ্গে দুধ অর্পন করুন। তারপরে একটি ফুল, বেলপাতা সহযোগে অষ্টগন্ধা বা চন্দন মিশ্রিত করে হাতে নিয়ে হাত জোড় করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শিব লিঙ্গে নিবেদন করুন। এবং নীচের মন্ত্রটি হাত জোড় করে পাঠ করুন।
ওঁ শিবরাত্রি ব্রতং দেব পূজাজপপরায়ণঃ। করোমি বিধিবত্তং গৃহাণার্ঘ্যং মহেশ্বরঃ।।
দ্বিতীয় প্রহরের পূজা
শিব রাত্রি দ্বিতীয় প্রহর পুজোর সময় ও মন্ত্র:
০১ মার্চ ২০২২ সন্ধে 8.44 pm to 11.49 pm
দ্বিতীয় প্রহরের পূজার মন্ত্র – ইদং স্নানীয়ং দধি ওঁ হৌঁ অঘোরায় নমঃ।
এই মন্ত্র তিনবার দই দ্বারা শিবলিঙ্গের অর্চনা করুন। অর্থাৎ শিবলিঙ্গে দই অর্পন করুন। তারপরে একটি ফুল, বেলপাতা সহযোগে অষ্টগন্ধা বা চন্দন মিশ্রিত করে হাতে নিয়ে হাত জোড় করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শিব লিঙ্গে নিবেদন করুন। এবং নীচের মন্ত্রটি হাত জোড় করে পাঠ করুন।
ওঁ নমঃ শিবায় শান্তাায় সর্ব্বপাপহরায় চ। শিবরাত্রৌ দদামর্ঘ্যং প্রসীদ উময়া সহ।।
তূতীয় প্রহরের পূজা
শিব রাত্রি তূতীয় প্রহর পুজোর সময় ও মন্ত্র:
০১ মার্চ ২০২২ সন্ধে 11.49 pm to ০২ মার্চ ২০২২ 2.53 am
তূতীয় প্রহরের পূজার মন্ত্র ‘ইদং স্নানীয়ং ঘৃতং ওঁ হৌঁ বামদেবায় নমঃ
এই মন্ত্র তিনবার ঘি দ্বারা শিবলিঙ্গের অর্চনা করুন। অর্থাৎ শিবলিঙ্গে ঘি অর্পন করুন। তারপরে একটি ফুল, বেলপাতা সহযোগে অষ্টগন্ধা বা চন্দন মিশ্রিত করে হাতে নিয়ে হাত জোড় করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শিব লিঙ্গে নিবেদন করুন। এবং নীচের মন্ত্রটি হাত জোড় করে পাঠ করুন।
ওঁ দুঃখদারিদ্রশোকেন দগ্ধোঽহং পার্বতীশ্বর। শিবরাত্রৌ দদামর্ঘ্যং উমাকান্তং প্রসীদ মে।।
চতুর্থ প্রহরের পূজা
শিব রাত্রি চতুর্থ প্রহর পুজোর সময় ও মন্ত্র:
০২ মার্চ ২০২২ সন্ধে 2.53 am to ০২ মার্চ ২০২২ 5.57 am
চতুর্থ প্রহরের পূজার মন্ত্র – ইদং স্নানীয়ং মধু হৌঁ সদ্যোজাতায় নমঃ
এই মন্ত্র তিনবার মধু দ্বারা শিবলিঙ্গের অর্চনা করুন। অর্থাৎ শিবলিঙ্গে মধু অর্পন করুন। তারপরে একটি ফুল, বেলপাতা সহযোগে অষ্টগন্ধা বা চন্দন মিশ্রিত করে হাতে নিয়ে হাত জোড় করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শিব লিঙ্গে নিবেদন করুন। এবং নীচের মন্ত্রটি হাত জোড় করে পাঠ করুন।
ওঁ মমকৃত্যান্যনেকানি পাপানি হর শঙ্কর। শিবরাত্রৌ দদামর্ঘ্যং উমাকান্তং গৃহাণ্ মে।

শিব প্রণাম মন্ত্র ॥
নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায়
হেতবে নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বর॥
সরলার্থ :
তিন কারণের (সৃষ্টি, স্থিতি ও বিনাশের)
হেতু শান্ত শিবকে প্রণাম ।
হে পরমেশ্বর তুমিই পরমগতি ।
তোমার কাছে নিজেকে সমর্পণ করি ।
এই লিঙ্কটি কিক্ল করে জেনে নিন মার্চ মাসের আপনার জন্মরাশি অনুযায়ী রাশিফল
🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱
“তস্মৈ নমঃ পরমকারণ কারণায় দীপ্তোজ্জ্বলজ্জ্বলিত পিঙ্গললোচনায়!
নাগেন্দ্রহাররকৃত কুন্ডলভূষণায় ব্রহ্মেন্দ্রবিষ্ণু বরদায় নমঃ শিবায়!!”
—যিনি কারণের পরম কারণ, যাঁর অতি উজ্জ্বল দেদীপ্যমান পিঙ্গল নয়ন, কুন্ডলীকৃত সর্পরাজের হার যাঁর কন্ঠভূষণ, ব্রহ্মা, বিষ্ণু এবং ইন্দ্রাদি দেবতাকে যিনি বর প্রদান করেন, সেই পরম শিবকে আমার প্রনাম!!”
🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱
শিবের ধ্যান —-
একটি ফুল নিয়ে (সম্ভব হলে কূর্মমুদ্রায় ফুলটি নেবেন) শিবের ধ্যান করবেন। শিবের সাধারণ ধ্যানমন্ত্র ও বাণেশ্বর ধ্যানমন্ত্র দুটি নিচে দেওয়া হল —-
সাধারণ ধ্যানমন্ত্র —-
ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং
রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্।
পদ্মাসীনং সমন্তাৎ স্তুতমমরগণৈর্ব্যাঘ্রকৃত্তিং বসানং
বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্।।
🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱ॐ🔱
বাণেশ্বর শিবের ধ্যান —
ঐঁ প্রমত্তং শক্তিসংযুক্তং বাণাখ্যঞ্চ মহাপ্রভাং।
কামবাণান্বিতং দেবং সংসারদহনক্ষমম্।।
শৃঙ্গারাদি-রসোল্লাসং বাণাখ্যং পরমেশ্বরম্।
এবং ধ্যাত্বা বাণলিঙ্গং যজেত্তং পরমং শিবম্।।
স্নান —-
এরপর শিবকে স্নান করাবেন। গঙ্গাজলে শুদ্ধজলে চন্দন মিশ্রিত করে ঘণ্টা বাজাতে বাজাতে শিবকে স্নান করাবেন এই মন্ত্রে শিবকে স্নান করাবেন —–
ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।
ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ।
সাধারণ শিবলিঙ্গ ও বাণেশ্বর — উভয়ক্ষেত্রেই স্নান মন্ত্র এক।
প্রধান পূজা —
স্নানের পর আরেকবার আগের ধ্যানমন্ত্রটি পাঠ করে শিবের ধ্যান করবেন। তারপর মনে মনে উপচারগুলি শিবকে উৎসর্গ করে মানসপূজা করবেন। মানসপূজার পর একে একে উপচারগুলি বাহ্যিকভাবে শিবকে সমর্পণ করবেন।
ওঁ নমঃ শিবায় এতৎ পাদ্যং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)
ওঁ নমঃ শিবায় এষঃ অর্ঘ্যঃ শিবায় নমঃ। (আতপচাল ও দূর্বা একটি সচন্দন বেলপাতায় করে ফুল সহ দিন)
ওঁ নমঃ শিবায় ইদমাচমনীয়ং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)
ওঁ নমঃ শিবায় ইদং স্নানীয়ং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)
ওঁ নমঃ শিবায় এষ গন্ধঃ শিবায় নমঃ। (চন্দনের ফোঁটা দিন)
ওঁ নমঃ শিবায় ইদং সচন্দনপুষ্পং শিবায় নমঃ। (একটি চন্দনমাখানো ফুল দিন)
ওঁ নমঃ শিবায় ইদং সচন্দনবিল্বপত্রং শিবায় নমঃ। (একটি চন্দনমাখানো বেলপাতা দিন)
ওঁ নমঃ শিবায় এষ ধূপঃ শিবায় নমঃ। (ধূপটি শিবের সামনে তিনবার ঘুরিয়ে দেবতার বাঁ দিকে, অর্থাৎ নিজের ডানদিকে রাখুন)
ওঁ নমঃ শিবায় এষ দীপঃ শিবায় নমঃ। (প্রদীপটি শিবের সামনে তিনবার ঘুরিয়ে দেবতার ডানদিকে, অর্থাৎ নিজের বাঁ দিকে রাখুন)
ওঁ নমঃ শিবায় ইদং সোপকরণনৈবেদ্যং শিবায় নিবেদয়ামি। (নৈবেদ্যের উপর অল্প সামান্যার্ঘ্য জল ছিটিয়ে দিন)
ওঁ নমঃ শিবায় ইদং পানার্থোদকং শিবায় নমঃ। (পানীয় জলের উপর অল্প সামান্যার্ঘ্য জল ছিটিয়ে দিন)
ওঁ নমঃ শিবায় ইদং পুনরাচমনীয়ং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)
ওঁ নমঃ শিবায় ইদং তাম্বুলং শিবায় নমঃ। (একটি পান দিন, অভাবে সামান্যার্ঘ্য জল একটু দিন।)
ওঁ নমঃ শিবায় ইদং মাল্যং শিবায় নমঃ। (মালা থাকলে মালাটি পরিয়ে দিন)
বাণেশ্বর শিবলিঙ্গে দশোপচার পূজার মন্ত্র —
ঐঁ এতৎ পাদ্যং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ এষঃ অর্ঘ্যঃ বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদমাচমনীয়ং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদং স্নানীয়ং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ এষ গন্ধঃ বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদং সচন্দনপুষ্পং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদং সচন্দনবিল্বপত্রং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ এষ ধূপঃ বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ এষ দীপঃ বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদং সোপকরণনৈবেদ্যং বাণেশ্বরশিবায় নিবেদয়ামি।
ঐঁ ইদং পানার্থোদকং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদং পুনরাচমনীয়ং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদং তাম্বুলং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদং মাল্যং বাণেশ্বরশিবায় নমঃ।
পুষ্পাঞ্জলি —
সচন্দন পুষ্প ও বেলপাতা নিয়ে এই মন্ত্রে এক, তিন অথবা পাঁচ বার অঞ্জলি দেবেন —
সাধারণ পুষ্পাঞ্জলি —-
ওঁ নমো শিবায় এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো শিবায় নমঃ।
বাণেশ্বর শিবের পুষ্পাঞ্জলি —
ঐঁ এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি বাণেশ্বরশিবায় নমঃ।
গৌরীপূজা —
এইভাবে শিবপূজা শেষ করে শিবলিঙ্গের গৌরীপীঠে একটি ফুল দিয়ে এই মন্ত্রে গৌরীর পূজা করুন —
ওঁ হ্রীঁ এতে গন্ধপুষ্পে গৌর্যৈ নমঃ।
অষ্টমূর্তি পূজা —
বাণেশ্বর শিবে অষ্টমূর্তির পূজা করতে হয় না। কিন্তু অন্যান্য শিবলিঙ্গের ক্ষেত্রে করতে হয়। একটি ফুল দিয়ে এই মন্ত্রে অষ্টমূর্তির পূজা করুন —
ওঁ এতে গন্ধপুষ্পে অষ্টমূর্তিভ্যো নমঃ।
জপ ও জপসমর্পণ —
এরপর ‘ওঁ নমঃ শিবায়’ বা দীক্ষামন্ত্র ১০৮ বার জপ করে এই মন্ত্রে এক গণ্ডুষ জল শিবের নিচের দিকের ডান হাতের উদ্দেশ্যে প্রদান করুন —
ওঁ গুহ্যাতিগুহ্যগোপ্তা ত্বং গৃহাণাস্মৎকৃতং জপম্।
সিদ্ধির্ভবতু মে দেব ত্বৎপ্রসাদান্মহেশ্বর।।
প্রণাম —
এইবার এই মন্ত্রটি পড়ে সাষ্টাঙ্গে শিবকে প্রণাম করে পূজা সমাপ্ত করুন —
সাধারণ শিবলিঙ্গের ক্ষেত্রে —
ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে।
নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বরম্।।
বাণেশ্বর শিবের ক্ষেত্রে —
ওঁ বাণেশ্বরং নরকার্ণবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময়সাগরায়।
কর্পূরকুন্দধবলেন্দুজটাধরায় দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়।।