বৃহস্পতির রাশি পরিবর্তন মেষ রাশিফল 2022 Astrology in Bangla
বৃহস্পতির গোচর মেষ রাশিফল – বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে মেষ রাশিতে কেমন প্রভাব বিস্তার করবে জেনে নিন। মেষ রাশিফল 2022 Astrology in Bangla
বৃহস্পতির রাশি পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে । ভারতীয় সময় 20 শে নভেম্বর রাত 2টো বেজে 6 মিনিট। সুতরাং রাত বরোটার পর যেহেত[ হচ্ছে অনেকে 21 শে নভেম্বর বলতে পারেন। থাকবে 13ই এপ্রিল 2022 পর্যন্ত।
বৃহস্পতির এই রাশি পরিবর্তন অর্থাৎ বৃহস্পতির গোচর আমাদের জীবন যাত্রাকে কতটা প্রভাবিত করবে তা নিয়ে এই প্রবন্ধ তৈরী করা হয়েছে।
আমি প্রতিটি রাশি অনুযায়ী বৃহস্পতির রাশি পরিবর্তন ও রাশিফল নিয়ে আলাদা আলাদা রাশির জন্য আলাদা আলাদা করে আর্টিকেল তৈরী করলাম। যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা।

বৃহস্পতির গোচর এবং মেষ রাশির রাশিফল নিয়ে আলোচনা করেছি।
একটি ভিডিওতে একসাথে বারোটা রাশি নিয়ে আলোচনা করা হচপচ হয়ে যাবে। আপনারা বলেছিলেন প্রতিটি রাশির জন্য আলাদা আলাদা করে ডিডিকেটেড লেখা বানাতে।
এই ভিডিওতে বৃহস্পতির গোচর মেষ রাশির জন্য কি প্রভাব বিস্তার করবে তা নিয়ে আলোচনা করলাম।
বিশেষ করে করোনা মহামারি এবং লকডাউন পরিস্থিতিতে বৃহস্পতির গোচর কয়েকটি রাশির জন্য আশার আলো হয়ে আসবে।
তার আগে কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন।
- জ্যোতিষ শাস্ত্র মতে, বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ। যাকে বলা হয় দেব গুরু।
- অনেকে জন্মছক অনুযায়ী বৃহস্পতির অবস্থান ( জন্মকালীন জন্মছকে) মারক বলেই বিবেচিত হয়।
- একটি গ্রহ আপনার জন্মছকে অর্থাৎ জন্মকুন্ডলী কোথায় কত ডিগ্রীতে অবস্থান করছে এবং বর্তমানে কোন স্থানে ( অর্থাৎ গোচর অনুযায় ) কোন রাশিতে অবস্থান করছে সেই অনুযায়ী সেই গ্রহের প্রভাব বা ফলাফল নির্ভর করে।
- সেই ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান বিবেচনা করে দেখা উচিত। যে আপনার জন্মছক অনুযায়ী বৃহস্পতির অবস্থান ডিগ্রীগত মান কত। এবং বর্তমানে আপনার জন্মছকের সাপেক্ষে কোথায় অবস্থান করবে এবং কি ফল দেবে।
- বৃহস্পতি কোথায় কোথায় দূষ্টি দেবে এবং বৃহস্পতির ওপর কোন কোন গ্রহের দূষ্টি পড়ছে। সেই গ্রহ গুলো কি আপনার জন্ম রাশি অনুযায়ী শুভ না কি অশুভ।
- বৃহস্পতি গ্রহের সাথে তাদের সম্পর্ক ইত্যাদি।

বৃহস্পতি মকর রাশিতে ছিল। মকর রাশিতে বৃহস্পতির অবস্থান নীচস্থ। আর শনিদেবও তার নিজের রাশি মকরে উপস্থতি। বৃষ রাশি থেকে রাহুর দূষ্টিও বৃহস্পতির ওপর ছিল।
আরোা পড়ুন – মেষ রাশির ডিসেম্বর মাসের রাশিফল
21 শে নভেম্বর থেকে বৃহস্পতি অবস্থান করবে কুম্ভ রাশিতে। বৃহস্পতির রাশি পরিবর্তন বারো রাশিতে কি কি প্রভাব বিস্তার করবে
আপনার জন্ম রাশি অনুযায়ী আপনি কতটা শুভ আর কতটা অশুভ ফল বা প্রভাব পেতে পারেন।
এটি একটি সার্বিক গণনা। আপনার জন্মছক অনুযায়ী অবশ্যই বৃহস্পতির অবস্থান ও ডিগ্রীগত মান দেখে নেবেন।
আরো পড়ুন – মেষ রাশির ইংরাজী নতুন বছর কেমন যাবে জেনে নিন
বৃহস্পতির রাশি পরিবর্তন মেষ রাশির রাশিফল
মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি নবম এবং দ্বাদশ পতি। অবস্থান করবে একাদশ ভাবে যা কিনা কুম্ভ রাশি। সার্বিক ভাবে বলা যেতে পারে বৃহস্পতির রাশি পরিবর্তন মেষ রাশির জন্য শুভ প্রভাব দেবে। একাদশ স্থানের বিভিন্ন প্রভাব সক্রিয় হবে।
তবে অবশ্যই নিজের জন্মছকে বৃহস্পতির অবস্থান ও ডিগ্রীগত মান দেখে নেবেন।
মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল ও বৃহস্পতি পরষ্পর মিত্র।
মেষ রাশির মনের ইচ্ছা, আকাঙ্খা গুলো পুরোন হতে পারে নতুন বছর 2021 এ। বিশেষ করে সম্পর্ক গুলো অনেক বেশি মজবুত হবে।
কাজের চাপ বাড়বে। বিবাহিতদের বৈবাহিক জীবন সুখের হবে। যারা প্রেম সম্পর্কে জড়িত আছেন তাদের জন্য ভালো সময়। অবিবাহিতদের বিবাহের যোগ তৈরী হবে। তবে পেটের সমস্যা, হজমের সমস্যা ইত্যাদি নিয়ে আপনাকে ভুগতে হবে। জীবন সঙ্গীর সাথে সুন্দর বোঝাপড়া গড়ে উঠবে। সন্তান প্রাপ্তিরও যোগ আছে।
আর্থিক দিক থেকে ভালো উন্নতি হবে। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। যারা মনের মতো কাজ চাইছিলেন তাদের চাকরির সুযোগ আসবে। ব্যবসায়ীদের ব্যবসার উন্নতি হবে। বিশেষ করে যারা বৈদেশিক সংস্থায় কর্মরত আছেন বা যারা বৈদেশিক সংস্থার সাথে ব্যবসা করছেন তাদের ভালো উন্নতি হবে।
যারা অনলাইনে কাজকর্ম বা ব্যবসা বানিজ্য করছেন তাদের জন্য ভালো সময়। সরকারি হোক বা বেসরকারি চাকরি, আপনার প্রোমোশন ঘটতে পারে। অংশীদারি ব্যবসায়ীদের জন্যেও সময়টা খারাপ যাবে না। খুচরা ব্যবসায়ীদের প্রতিযোগিতা বাড়বে।
যারা ইঞ্জিনিয়ারিং, মিডিয়া, অভিনয় জগতের সাথে যুক্ত আছেন তাদের রোজগার বাড়বে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য ভালো সময়। তবে নতুন বছরেই ব্যবসা শুরু করুন। বিনিয়োগ করার পরিকল্পনা করুন।

বিদ্যার্থীদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন যথেষ্ট শুভ ফল দেবে। লেখাপড়ায় উন্নতি হবে। যারা উচ্চ বিদ্যা লাভ করতে চাইছেন। এবং যারা বিদেশে গিয়ে লেখাপড়া করার পরিকল্পনা করছেন তাদের ভালো সুযোগ আসবে। যারা লেখাপড়া শিখে ভালো চাকরির জন্য অপেক্ষা করছেন বৃহস্পতি তাদের নিরাশ করবে না।
মেষ রাশির যাদের ক্ষেত্রে বৃহস্পতি জন্মছকে অশুভ তাদের জন্য কিছু প্রতিকার
হলুদ রংয়ের পোষাক ব্যবহার করুন। বা গুরু স্থানীয় কোনো ব্যক্তিকে বা মন্দিরে হলুদ কাপড় বা চাদর দান করুন। স্নানের সময় স্নানের জলে সামান্য হলুদ গুড়ো মিশিয়ে স্নান করুন। বৃহস্পতি বার কাচা হলুদ বাসি মুখে চিবিয়ে খান। বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী মা তাঁরার উপাসনা করুন। বৃহস্পতিবার নিরামিষ আহার করুন। বৃহস্পতি বার কোনো আর্থিক ধার দেবেন না।