Astrology

Vastu Tips For Your Home

Vastu Tips For Your Home জেনে নিন বিস্তারিত

Vastu Tips শাস্ত্র অনুযায়ী বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার জন্যে আলোচনা করা হচ্ছে। সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ Vastu Tips For Your Home

আরো পড়ুন Love Marriage in Astrology

Vastu Tips For Your Home

  1. বাড়ি তৈরীর সময় ভালো করে মাটি পরীক্ষা করে নেবেন।
  2. পুরানো বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে মালিকের ইতিহাস ভালো করে জেনে নেবেন। তারপরে সেই বাড়ি বা ফ্ল্যাট কিনবেন।
  3. বাড়ি তৈরীর আগে তারিদিকের জমিকে ভালো করে চৌরস করে নিতে হবে। এরপর জমির ডাল করতে হবে উত্তরপূর্ব দিকে।
  4. আয়তকার বা বর্গাকার জমি বাড়ি তৈরীর পক্ষে অতি উত্তম।
  5. বাড়ির প্রতিটি ঘরে যাতে পর্যাপ্ত পরিমান সূর্যের আলো প্রবেশ করতে পারে এবং বায়ু চলাচল যথাযথ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নিয়মিত সূর্যের আলো বাড়ির নেগেটিভ শক্তিকে নষ্ট করে দেয়।
  6. বাড়িতে সন্ধ্যাবেলায় অবশ্যই ধূপ বা প্রদীপ জ্বালাতে ভুলবেন না। নিয়মিত শঙ্খধ্বনি নেগেটিভ শক্তিকে নষ্ট করে।

Vastu Tips For Your Home

  1. ঘরের দরজা বা জানালা বন্ধ করার সময় যে কো কর্কশ শব্দ না হয়।
  2. বাড়িতে অবশ্যই তুলসী গাছ রোপণ করুন। বাড়িতে কোনো দিন কাঁটাজাতীয় কোন গাছ রোপণ করবেন না।
  3. বাড়ির ইশাণ কোণে পায়খানা, বাথরুম, সেপটিক ট্যাঙ্ক কখনোই করবেন না।
  4. রাতে ঘোমানোর সময় ঘর সম্পর্ণ অন্ধকার করে ঘুমাবেন না।

হয়তো আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কিন্তু অপনি বাড়ির বিশেষ কোনো অংশ পরিবর্তন করতে পারছেন না বা পরিবর্তন করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে Vastu শাস্ত্র মতে কিছু Vastu Tips ব্যবহার করলে উপকার পাবেন।

যেমন – বাড়ির বাথরুমে মোটার দানার লবণ বা সামুদ্রিক লবণ একটি পাত্রে রেখে দিন। সাতটি অন্তর অন্তর পরিবর্তন করুন। এতে নেগেটিভ শক্তি হ্রাস পায়। এছাড়া প্রাণ প্রতিষ্ঠা যুক্ত পারদ শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করে নিত্য পূজা আরাধনা করতে পারেন। এতে সকল দিক থেকেই উন্নতি লাভ হবে।

যদি মনে করেন বাড়িতে বাস্তু দোষ আছে বা থাকতে পারে সেই ক্ষেত্রে একজন কোনো ভালো বাস্তুবিদে্র পরামর্শ গ্রহণ করতে পারেন।

প্রতিকার কেবলমাত্র সমস্যার পরিমান কে হ্রাস করে। সম্পূর্ণভাবে সমাধান করতে পারে না।

Vastu Tips For Your Home

Vastu এমন একটি বিষয় যা ভারতীয় ইতিহাসে বহু প্রাচীন একটি শাস্ত্র নামেই পরিচিত। শুধু ভারত নয় সারা বিশ্বের যেসকল প্রাচীন সভ্যতা আছে সেই সভত্যগুলি বাস্তু শাস্ত্রের সাক্ষ্য বহন করে চলেছে। এমনকি পুরান ও বিভিন্ন গ্রন্থেও বাস্তু শাস্ত্রের উল্লেখ আছে। বর্তমানে যেসকল ফ্ল্যাট নির্মাণ হচ্ছে, অনেকেই তা বাস্তু শাস্ত্র মেনেই করছেন।

Vastu শাস্ত্রের নানা Vastu Tips বিজ্ঞান সম্মত ভাবে আমাদের বাড়ি ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান কে শুভ ফল প্রদান করে। সঠিক ভাবে Vastu Tips কাজে লাগিয়ে উন্নতি সম্ভব হয়।